নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয় বরং নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে। আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’ গণসমাবেশ উপলক্ষে অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
প্রস্তুতির বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা বিভাগব্যাপী নেতা-কর্মীরা সভা করছেন। ঢাকার নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করব। বাইরে থেকে লোকজন আসবে। এ জন্য যা করা দরকার আমরা সব করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা শুধু নয়াপল্টনের জন্য লিখিতভাবে জানিয়েছি। মুখে মুখে তো অনেক কথা বলা যায়। আমরা নয়াপল্টনে গতকালও সমাবেশ করেছি। এর আগেও শতাধিক সমাবেশ হয়েছে। এমনকি অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না। আমাদের নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে।’
বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে জানিয়ে সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘কোর্টে হাজিরা দিতে গেলে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব অত্যন্ত পূর্বপরিকল্পিত। সরকারের মধ্যে একটা গ্রুপ সভা করে অপপ্রচার চালাচ্ছে। যেকোনোভাবে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে হবে। তারাই বোমাবাজি করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই, সংঘর্ষ চাই না।’
সরকার বিরোধী দল দমনের উৎসবে নেমেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না, কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। রাজশাহীতে বাধা দিয়েছে। ব্যানার ও প্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ প্রমুখ।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয় বরং নয়াপল্টনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সেই লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত ব্যবস্থাপনা উপকমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
মির্জা আব্বাস বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনেই বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হবে। আমরা এ বিষয়ে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি।’ গণসমাবেশ উপলক্ষে অভ্যর্থনা, শৃঙ্খলা, মিডিয়া, আইন, যোগাযোগ, স্বাস্থ্য ও প্রচার উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
প্রস্তুতির বিষয়ে মির্জা আব্বাস বলেন, ‘ঢাকা বিভাগব্যাপী নেতা-কর্মীরা সভা করছেন। ঢাকার নয়াপল্টনে এবং গুলশানে প্রস্তুতি সভা হচ্ছে। পল্টনেই আমরা গণসমাবেশ করব। বাইরে থেকে লোকজন আসবে। এ জন্য যা করা দরকার আমরা সব করব।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘আমরা শুধু নয়াপল্টনের জন্য লিখিতভাবে জানিয়েছি। মুখে মুখে তো অনেক কথা বলা যায়। আমরা নয়াপল্টনে গতকালও সমাবেশ করেছি। এর আগেও শতাধিক সমাবেশ হয়েছে। এমনকি অসুবিধা হবে যে ১০ ডিসেম্বর সমাবেশ নয়াপল্টনে করা যাবে না। আমাদের নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে কেউ বিভ্রান্ত হবেন না। সময় কথা বলবে।’
বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে জানিয়ে সরকারের সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘কোর্টে হাজিরা দিতে গেলে নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। এসব অত্যন্ত পূর্বপরিকল্পিত। সরকারের মধ্যে একটা গ্রুপ সভা করে অপপ্রচার চালাচ্ছে। যেকোনোভাবে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে হবে। তারাই বোমাবাজি করে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই, সংঘর্ষ চাই না।’
সরকার বিরোধী দল দমনের উৎসবে নেমেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়া হবে না, কিন্তু আমরা বিপরীত চিত্র দেখছি। রাজশাহীতে বাধা দিয়েছে। ব্যানার ও প্যান্ডেল ছিঁড়ে ফেলেছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গঠিত কমিটির দলনেতা আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ১০ ডিসেম্বরের গণসমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ প্রমুখ।
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
৭ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
৯ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১৩ ঘণ্টা আগে