শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাবি প্রশাসনের পদত্যাগ চায় সাদা দল, ১১ দফা দাবি

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ১৪: ৫৩

কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের পদত্যাগ দাবি করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের জোট সাদা দল। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে ১১ দফা দাবি তুলে ধরেন ‘জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী’ এই শিক্ষকেরা।

লিখিত বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘কোটা সংস্কারের জন্য বৈষম্যবিরোধী চলমান ছাত্র আন্দোলনটি ছিল স্বতঃস্ফূর্ত। গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস, মানুষের ভোটাধিকার হরণ, বাক ও মত প্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে একটি কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করে বর্তমান সরকার দেশের গণমানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারের আশ্রয়-প্রশ্রয়ে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে একটি শ্রেণি বিপুল বিত্ত-বৈভবের মালিক হয়েছে। অন্যদিকে দেশের সিংহভাগ মানুষের দৈনন্দিন জীবন-যাপন কেবল কষ্টকরই নয়, প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে মানুষের মনে যে দ্রোহের সঞ্চার হয়েছে, এর বহিঃপ্রকাশ ঘটেছে এবারের স্বতঃস্ফূর্ত গণ-আন্দোলনে।’

লিখিত বক্তব্যে আরো বলা হয়, ‘আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ করছি যে, শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলন মোকাবিলা করতে ব্যর্থ হয়ে সরকার যড়যন্ত্রতত্ত্ব, তৃতীয় পক্ষের ইন্দন ইত্যাদি বয়ান তৈরি করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি, একটি কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টা জণগণের সাংবিধানিক অধিকার। এর মধ্যে ষড়যন্ত্রতত্ত্বের অবতারণার কোনো অবকাশ নেই। আর এই অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনকারীদের স্বাধীনতাবিরোধী ও ষড়যন্ত্রকারী আখ্যা দেওয়া সরকারের অগণতান্ত্রিক ও চরম স্বৈরাচারী মানসিকতারই বহিঃপ্রকাশ। ছাত্রসমাজের ন্যায্য আন্দোলনসহ কর্তৃত্ববাদী ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের কেবল সমর্থনই নয়, সক্রিয় অংশগ্রহণ থাকবে। এই আন্দোলনে শামিল হওয়ার জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতার প্রতি আমাদের আহ্বান রইল।’

নিজেরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ হয়েও কীভাবে পদত্যাগের দাবি করছেন, তা জানতে চাইলে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ছিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর এবং যেসব হলের প্রাধ্যক্ষ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তাদের পদত্যাগ দাবি করছি।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই ধরনের দাবিনামা—৯ দফা, নাকি ৮ দফা—নিয়ে অবস্থান জানতে চাইলে অধ্যাপক লুৎফর বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির সঙ্গে আমরা একাত্মতা পোষণ করছি। হোক সেটা ৮ দফা কিংবা ৯ দফা।’

সংবাদ সম্মেলনে যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম, সাবেক আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলামসহ সাদা দলের বিভিন্ন স্তরের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।  

১১ দফা দাবির মধ্যে আছে—

  • গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত সকল ঘটনার নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা;
  • সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্র-ছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ;
  • অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা;
  • কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা;
  • জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে গত ১৬ জুলাই থেকে আন্দোলন দমনের নামে শিক্ষার্থীসহ শত শত মানুষ হত্যায় জড়িত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকারসমর্থক সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, একই সঙ্গে এই হামলায় আহত সবার সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা;
  • আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতিসাধনের ঘটনা জাতিসংঘের চত্ত্বাবধানে নিরপেক্ষ ও নির্মোহ তদন্ত সাপেক্ষে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা;
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেপ্তারকৃত সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি প্রদান;
  • শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার এবং তাদের গ্রেপ্তার ও হয়রানি না করা;
  • বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে সংকটের সমাধান করা;
  • তদন্ত ছাড়াই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পেশাজীবীসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকদের গণগ্রেপ্তার ও রিমান্ডে নিয়ে বর্বোরচিত নির্যাতন বন্ধ করা এবং গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান করা এবং জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত