নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যা, লুটপাটের বিচার ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণকে ভোট দেওয়ার সুযোগ যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এ জন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চাই। যাতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।’
অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার তাগিদ জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে আগামীকালকে নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন সময়টা তো আমাদের জানতে হবে। সে সময়টা আমাদের বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার আশায় বসে আছে। জনগণ ভোটের অধিকার থেকে ২০ বছর ধরে বঞ্চিত। জনগণের ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।’
দুদু বলেন, ‘পাচারের টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন বড় কথা নয়। জনগণের মেহনতের এই টাকা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আনতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
গাজীপুর মহানগর শাখার বাংলাদেশ কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মাস্টার এতে সঞ্চালনা করে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আইয়ুব খান।
দেশের জনগণকে ভোট দেওয়ার সুযোগ দিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ কর্মজীবী দল গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত ‘আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যা, লুটপাটের বিচার ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদ’ শীর্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণকে ভোট দেওয়ার সুযোগ যদি দেওয়া হয়, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘আওয়ামী লীগ, ভারতসহ কিছু চোর-ডাকাত বিএনপিকে দেখতে পারে না। এ জন্য তারা ইলেকশনকে ঠেকিয়ে রাখতে চাই। যাতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে না পারে। তারেক রহমান যেন প্রধানমন্ত্রী হতে না পারে।’
অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দেওয়ার তাগিদ জানিয়ে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘অনতিবিলম্বে একটি নির্বাচন দিতে হবে। তার মানে এই নয় যে আগামীকালকে নির্বাচন দিতে হবে। আমরা রোডম্যাপের দাবি করেছি। কখন নির্বাচন দেবেন সময়টা তো আমাদের জানতে হবে। সে সময়টা আমাদের বলেন, দেশের জনগণ ভোট দেওয়ার আশায় বসে আছে। জনগণ ভোটের অধিকার থেকে ২০ বছর ধরে বঞ্চিত। জনগণের ঠিক করবে কে তাদের প্রতিনিধি হবে। সেই প্রতিনিধির মাধ্যমে আমরা আবার দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই।’
দুদু বলেন, ‘পাচারের টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে, আমরা এটিকে সমর্থন জানিয়েছি। কিন্তু উদ্যোগ আর সমর্থন বড় কথা নয়। জনগণের মেহনতের এই টাকা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত আনতে হবে।’
সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচা আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।
গাজীপুর মহানগর শাখার বাংলাদেশ কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মাস্টার এতে সঞ্চালনা করে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আইয়ুব খান।
সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
৮ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
৮ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১১ ঘণ্টা আগেসশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা করেন তিনি। পরে বিকেল ৪টার আগেই সেখানে পৌঁছান তিনি...
১২ ঘণ্টা আগে