ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তথ্য ফরম বিতরণ শুরু  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬: ০৮

ওয়ার্ড ও থানা কমিটির পদ প্রত্যাশীদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি। এরই মধ্যে প্রতিটি ওয়ার্ড ও থানায় তথ্য ফরম পাঠিয়েছে সংগঠনটি। মঙ্গলবার থেকে এসব ফরম বিতরণ শুরু হবে। সোমবার ভাসানী ভবন মিলনায়তনে ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সদস্যসচিব রফিকুল আলম মজনু।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য সাইদুর রহমান মিন্টু আজকের পত্রিকাকে এ খবর জানান। তিনি জানান, ওয়ার্ড ও থানা কমিটিতে যারা পদ পেতে চান, তাদের জন্য এসব তথ্য ফরম বিতরণ করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ড ও থানার টিম লিডারদের কাছে ফরম হস্তান্তর করা হয়েছে। তারা নিজ নিজ এলাকায় ফরম বিতরণ করবেন। তাদের কাছ থেকে পদ প্রত্যাশীরা তথ্য ফরম সংগ্রহ করবেন। ফরম বিতরণ শুরু হলেও এখনো জমা দেওয়ার দিন-তারিখ ঠিক করা হয়নি বলে জানান তিনি।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে গতিশীল করতে নেতৃত্ব বাছাই করা হচ্ছে। সংগঠনের আওতাধীন ওয়ার্ড ও থানার পদ প্রত্যাশীদের ঘোষিত সাংগঠনিক টিমের কাছ থেকে যথাসময়ে তথ্য ফরম সংগ্রহ করে তা সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট দিন-তারিখের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সংগঠনের সদস্যসচিব রফিকুল আলম মজনু বলেন, প্রত্যেকটি ওয়ার্ড ও থানার অলিগলি থেকে যোগ্য নেতৃত্ব বাছাই করা হবে। যারা সৎ, সাহসী, ত্যাগী ও মামলা-হামলার স্বীকার এবং আন্দোলন-সংগ্রাম করতে পারবে, তাদের প্রাধান্য দিয়ে কমিটিতে জায়গা দেওয়া হবে।

গত ২ আগস্ট ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। ঘোষণার পরে এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে দুই কমিটির নেতারা। বিভিন্ন সময় নিজেরাও আলোচনায় বসছে। তারেক রহমানের সঙ্গে সম্প্রতি বৈঠকের পরেই তথ্য ফরম বিতরণের কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত