দিল্লিতে বিজেপি সভাপতি ও সম্পাদকের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের বৈঠক

বাসস, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২০: ২১
Thumbnail image

ভারত সফররত আওয়ামী লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট জগৎ প্রকাশ (জে পি) নাড্ডা  ও জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।

আজ সোমবার দুপুরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডার বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন। 

দিল্লিতে বিজেপির সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে বৈঠক করে আ.লীগের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীতবিজেপির আমন্ত্রণে সফররত দলের নেতারা এরপর বিজেপির সদর দপ্তরে পার্টির জেনারেল সেক্রেটারি বিনোদ তড়ের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় নানা বিষয়ের মধ্যে আঞ্চলিক সহযোগিতা, জঙ্গিবাদ দমন ও রাজনৈতিক স্থিতিশীলতা বিশেষ গুরুত্বসহ আলোচনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত