নুরুল আমিন হাসান, উত্তরা (ঢাকা)
বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের ‘শীত বস্ত্র ও শান্তি সমাবেশ’–এ যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা–কর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।
সরেজমিনে দেখা যায় উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।
এ দিকে শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জামাত, শিবির, রাজাকার, হুঁশিয়ার সাবধান’–এর মতো স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে যোগ দিয়েছেন তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে সব ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের শান্তি সমাবেশ। আমরা এখান থেকে সারা দেশে শান্তি ছড়িয়ে দিতে চাই। সব ষড়যন্ত্রের জবাব দিতে চাই।’
সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোজাম্মেল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম।
এ দিকে ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার থেকে রাজধানীতে চার দিনের পদযাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। আজ রাজধানীর বাড্ডা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বেলা দুইটায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের ‘শীত বস্ত্র ও শান্তি সমাবেশ’–এ যোগ দিয়েছেন কয়েক হাজার নেতা–কর্মী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তরার আজমপুরে আমির কমপ্লেক্সের পেছনের সড়কে আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানটির আয়োজন করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান।
সরেজমিনে দেখা যায় উত্তরার আমির কমপ্লেক্স শপিং সেন্টারের পেছনের আজমপুর থেকে রাজলক্ষ্মী যাওয়ার সড়কের মাঝামাঝি স্থানে অনুষ্ঠানের মঞ্চ করা হয়। এতে সড়কের দুই পাশ বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারীরা।
এ দিকে শীত বস্ত্র বিতরণ ও শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে দলে দলে যোগ দেন। সমাবেশে যোগ দিতে বিভিন্ন থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন। এ সময় তাঁদের ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জামাত, শিবির, রাজাকার, হুঁশিয়ার সাবধান’–এর মতো স্লোগান দিতে শোনা যায়।
সমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে যোগ দিয়েছেন তুরাগ থানার ৫২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও সাবেক তুরাগ থানা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে সব ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের শান্তি সমাবেশ। আমরা এখান থেকে সারা দেশে শান্তি ছড়িয়ে দিতে চাই। সব ষড়যন্ত্রের জবাব দিতে চাই।’
সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোজাম্মেল হোসেন মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও আওয়ামী লীগের সদস্য সানজিদা খানম।
এ দিকে ১০ দফা দাবি আদায়ে আজ শনিবার থেকে রাজধানীতে চার দিনের পদযাত্রা শুরু করতে যাচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। আজ রাজধানীর বাড্ডা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। বেলা দুইটায় কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন? এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদনই নেই সেটাকে আবার নিষিদ্ধ করার কী আছে?
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ইঙ্গিত করে ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, ‘ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে।’ আজ বৃহস্পতিবার ফেসবুকে এ পোস্ট দেন তিনি
২ ঘণ্টা আগেনির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
১৬ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
১৮ ঘণ্টা আগে