নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন যে, সে (বেনজীর আহমেদ) কীভাবে গেল? এই যে যারা বলল, তাঁর সম্পত্তি জব্দ করছি, দুদক থেকে তাঁকে মামলা করেছে, তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না। সে ৪ তারিখে (৪ মে) সিঙ্গাপুর এয়ারলাইনসে সপরিবারে চলে গেল, সকলের চোখের সামনে।’
এ প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করেছে। বাংলাদেশের মানুষ তো আহাম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের (সরকার) লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বেনজীর নয়, এক আজিজ (আজিজ আহমেদ) নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তারা (সরকার) তৈরি করেছে। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সামাজ্যে পরিণত করেছে, বর্গির দেশ পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে।’
সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নতুন করে আবার জেগে উঠেছি, নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবেই। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।’
তিনি বলেন, ‘আমরা লড়াই করছি, যতক্ষণ না বিজয় অর্জন করছি এ লড়াই চলবে। পাকিস্তান এক দিনে স্বাধীন হয়নি, ভারত এক দিনে স্বাধীন হয়নি, বাংলাদেশও এক দিনে স্বাধীন হয়নি। আমরা তো কয়েক বছর লড়াই করছি। ১৫ বছর লড়াই করে যদি মনে করি যে আমরা হেরে গেছি, সেটা মনে করার কোনো কারণ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই আলোচনা করে ঠিক করব।’
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ আরও অনেকে বক্তব্য দেন।
আরও পড়ৃন:
সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দেশ ছাড়লেন, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত পেশাজীবী পরিষদ এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমার প্রশ্ন যে, সে (বেনজীর আহমেদ) কীভাবে গেল? এই যে যারা বলল, তাঁর সম্পত্তি জব্দ করছি, দুদক থেকে তাঁকে মামলা করেছে, তাঁকে কোথাও যেতে দেওয়া হবে না। সে ৪ তারিখে (৪ মে) সিঙ্গাপুর এয়ারলাইনসে সপরিবারে চলে গেল, সকলের চোখের সামনে।’
এ প্রসঙ্গে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আহাম্মক মনে করেছে। বাংলাদেশের মানুষ তো আহাম্মক না। সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের (সরকার) লোক দেখানো প্রতারণা। যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘শুধু বেনজীর নয়, এক আজিজ (আজিজ আহমেদ) নয়, অসংখ্য আজিজ আর বেনজীর তারা (সরকার) তৈরি করেছে। সব সময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশটাকে একটা লুটের সামাজ্যে পরিণত করেছে, বর্গির দেশ পরিণত করেছে। এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে।’
সরকার পতনের চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা নতুন করে আবার জেগে উঠেছি, নতুন করে আবার কাজ শুরু করেছি। জয় আমাদের হবেই। আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি।’
তিনি বলেন, ‘আমরা লড়াই করছি, যতক্ষণ না বিজয় অর্জন করছি এ লড়াই চলবে। পাকিস্তান এক দিনে স্বাধীন হয়নি, ভারত এক দিনে স্বাধীন হয়নি, বাংলাদেশও এক দিনে স্বাধীন হয়নি। আমরা তো কয়েক বছর লড়াই করছি। ১৫ বছর লড়াই করে যদি মনে করি যে আমরা হেরে গেছি, সেটা মনে করার কোনো কারণ নেই।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘গণতন্ত্রের জন্য আমরা লড়াই-সংগ্রাম করছি। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনোই তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই আলোচনা করে ঠিক করব।’
সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় অধ্যাপক দিলারা চৌধুরী, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীসহ আরও অনেকে বক্তব্য দেন।
আরও পড়ৃন:
সশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
২ ঘণ্টা আগেসেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন উপদেষ্টা মাহফুজ আলম, আসিফ ভূঁইয়া সজীব ও নাহিদ ইসলাম। একই অনুষ্ঠানে খালেদা জিয়ার সঙ্গে কথা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্
২১ ঘণ্টা আগেনাছিম বলেন, ‘প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি, অথবা অন্যায় করে থাকি, সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমতা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না—এ ধরনের গোঁড়ামি আমাদের ভেতরে কাজ করে না। এ ধরনের দল, এই মানসিকতার দল আওয়ামী লীগ নয়...
১ দিন আগেবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলে চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর...
১ দিন আগে