নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আগামীকাল বৃহস্পতিবার শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে তারা এই সমাবেশ করবে বলে জানিয়েছে। তবে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছে ডিএমপি।
আজ বুধবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাদের সমাবেশের অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে বিএনপির মহাসমাবেশের দিন কর্মসূচির ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা এই কর্মসূচির নাম দিয়েছে শান্তি সমাবেশ। শুরুতে যুবলীগ এই কর্মসূচি ডেকে নাম দিয়েছিল তারুণ্যের জয়যাত্রার সমাবেশ। সমাবেশটি হওয়ার কথা ছিল গত সোমবার। পরে সমাবেশের আগের দিন রোববার এক বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তন করে বিএনপির মহাসমাবেশের দিন কর্মসূচি দেয় তারা।
এরপর গত সোমবার যুবলীগের সঙ্গে যুক্ত হয় ভ্রাতৃপ্রতিম দুই সংগঠন—স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তারা যৌথভাবে বৃহস্পতিবারের কর্মসূচি আয়োজনের ঘোষণা দেয়। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপি হামলা করছে দাবি করে এই কর্মসূচির নামও পরিবর্তন করা হয় তখন। এক যৌথ সংবাদ সম্মেলনে তারুণ্যের জয়যাত্রার সমাবেশের পরিবর্তে নাম দেওয়া হয় শান্তি সমাবেশ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে বেলা ১১টা থেকে নেতা-কর্মীরা জড়ো হবেন, ১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ৩টা থেকে সমাবেশ শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ আগামীকাল বৃহস্পতিবার শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে তারা এই সমাবেশ করবে বলে জানিয়েছে। তবে আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়েছে ডিএমপি।
আজ বুধবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাদের সমাবেশের অনুমতির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই করা হচ্ছে।
এর আগে বিএনপির মহাসমাবেশের দিন কর্মসূচির ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা এই কর্মসূচির নাম দিয়েছে শান্তি সমাবেশ। শুরুতে যুবলীগ এই কর্মসূচি ডেকে নাম দিয়েছিল তারুণ্যের জয়যাত্রার সমাবেশ। সমাবেশটি হওয়ার কথা ছিল গত সোমবার। পরে সমাবেশের আগের দিন রোববার এক বিজ্ঞপ্তিতে তারিখ পরিবর্তন করে বিএনপির মহাসমাবেশের দিন কর্মসূচি দেয় তারা।
এরপর গত সোমবার যুবলীগের সঙ্গে যুক্ত হয় ভ্রাতৃপ্রতিম দুই সংগঠন—স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। তারা যৌথভাবে বৃহস্পতিবারের কর্মসূচি আয়োজনের ঘোষণা দেয়। সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর বিএনপি হামলা করছে দাবি করে এই কর্মসূচির নামও পরিবর্তন করা হয় তখন। এক যৌথ সংবাদ সম্মেলনে তারুণ্যের জয়যাত্রার সমাবেশের পরিবর্তে নাম দেওয়া হয় শান্তি সমাবেশ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ-পশ্চিম গেটে বেলা ১১টা থেকে নেতা-কর্মীরা জড়ো হবেন, ১টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা ৩টা থেকে সমাবেশ শুরু হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার বেলা সোয়া ২টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে বারিধারায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা করেন তিনি। পরে ২টা ২২ মিনিটে দূতাবাসে পৌঁছান খালেদা জিয়া।
১ ঘণ্টা আগেআজ বুধবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবে বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
৪ ঘণ্টা আগেদ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
২০ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
২০ ঘণ্টা আগে