কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৮: ৩৮
Thumbnail image

চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত বিরোধীদলীয় নেতা-কর্মীদের রাজধানী ছেড়ে না যাওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

আজ শনিবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান নুর। 

নুরুল হক বলেন, ‘আজকে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে। যেসব রাজনৈতিক দলের কর্মীরা ঢাকায় এসেছেন, তাঁরা কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না। বিএনপিসহ যুগপৎ আন্দোলনকারী দলসমূহ আমরা দুপুরের পর একসঙ্গে বসে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেউ ঢাকা ছাড়বেন না।’ 

নুর হুঁশিয়ার জানিয়ে বলেন, ‘আজকে এত পুলিশ এত কিছু, ধারাবাহিকভাবে হামলা-মামলা চলছে। কিন্তু জনগণের স্রোত ঠেকাতে পেরেছে? এই জনস্রোত ঠেকাতে পারবে না। শেখ হাসিনা যদি মানসম্মান নিয়ে পদত্যাগ না করে তাহলে গণভবন থেকে শেখ হাসিনাকে আমরা বের করে দেব। রাষ্ট্রপতি যদি সংকট সমাধানের উদ্যোগ না নেন, তাহলে জনগণ বঙ্গভবন ঘেরাও করবে।’ 

পুলিশের উদ্দেশে নুর বলেন, ‘পুলিশসহ প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, কয়টা গুলি চালাবেন? কতজনকে গ্রেপ্তার করবেন? জনগণের ওপর যদি গুলি চলে, তাহলে পুলিশ হেডকোয়ার্টারসহ সব থানা ঘেরাও হবে। বিচারপতিদের বলতে চাই, যেই বিচারপতিরা মিথ্যা মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের সাজা দিচ্ছেন তাঁদের পরিবারসহ ঘেরাও করা হবে।’ 

তিনি আরও বলেন, ‘আজকে গণতন্ত্র বনাম ফ্যাসিবাদের লড়াই চলছে। এই লড়াইয়ে গণতন্ত্রকামীরাই বিজয় লাভ করবে। বিজয়ের আগ পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত