নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। সরকার এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব ফারুক হাসান।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন, ‘যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে, সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায়। আজকে বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষ অনেকেই ইলিশ মাছ জীবনে চোখেই দেখেনি, সেখানে এই সরকার কীভাবে ভারতে ইলিশ পাঠায়? আমরা সরকারকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা।’
দলের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে নামে-বেনামে ২৬ লাখ ভারতীয় নাগরিক কাজ করে। এসব নাগরিককে বহিষ্কার না করে উল্টো ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। সরকারকে এই ভারতপ্রীতি বন্ধ করতে হবে।’
গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সরাসরি আঘাত। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাঁর এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ প্রমুখ।
অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ। সরকার এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল না করলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলের সদস্যসচিব ফারুক হাসান।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের চাহিদা পূরণ না করেই ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্তের প্রতিবাদে গণঅধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন, ‘যেখানে বাংলাদেশের জনগণ জাতীয় মাছ ইলিশ ছুঁয়ে দেখতে পারে না উচ্চ দামের কারণে, সেখানে ভারতে ইলিশ পাঠানোটা অন্যায়। আজকে বাংলাদেশের গ্রাম-গঞ্জের মানুষ অনেকেই ইলিশ মাছ জীবনে চোখেই দেখেনি, সেখানে এই সরকার কীভাবে ভারতে ইলিশ পাঠায়? আমরা সরকারকে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিলের আহ্বান জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আমরা।’
দলের যুগ্ম সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে নামে-বেনামে ২৬ লাখ ভারতীয় নাগরিক কাজ করে। এসব নাগরিককে বহিষ্কার না করে উল্টো ভারতে ইলিশ পাঠানো হচ্ছে। সরকারকে এই ভারতপ্রীতি বন্ধ করতে হবে।’
গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান বলেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সরাসরি আঘাত। আমরা তাঁর এই বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে তাঁর এই বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের নেতা ইঞ্জিনিয়ার এস ফাহিম, আরিফ বিল্লাহ, শাহ আজাদ আলী সুমন, আব্দুল্লাহ, ফয়সাল আহমেদ প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন। এসব কমিশনের দেওয়া কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কারে সম্মতি থাকলেও কিছু প্রস্তাব নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে বিএনপির। বি
১০ ঘণ্টা আগেযুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। আগামী দু-এক দিনের মধ্যেই তাঁর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে হাসপাতালের সামনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন
১১ ঘণ্টা আগেনিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে এবং ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ করবে ছাত্রদল। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে কাল শনিবার বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনার অভি
১৩ ঘণ্টা আগেজাতীয় সংসদে নারীদের জন্য কোনো সংরক্ষিত আসন দেখতে চান না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার ইসলামী যুব আন্দোলনের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে