নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর শূন্য তিন পদে পদায়ন করেছে আওয়ামী লীগ। এ পদে বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে পদোন্নতি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাপতিমণ্ডলীর এক সদস্য বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা এই তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ১৭ জন। আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে এই কমিটির সদস্য।
২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন। তাঁরা হলেন—সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।
গত বছরের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। একই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সাহারা খাতুন। আর চলতি বছরের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু। এতে শূন্য হয় দলটির সভাপতিমণ্ডলীর তিনটি পদ। শূন্য তিন পদেই দায়িত্ব পেলেন তাঁরা।
নতুন করে যুক্ত হওয়া খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০১৯ সালের সম্মেলনের পর তাঁকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর শূন্য তিন পদে পদায়ন করেছে আওয়ামী লীগ। এ পদে বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে পদোন্নতি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাপতিমণ্ডলীর এক সদস্য বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা এই তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ১৭ জন। আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে এই কমিটির সদস্য।
২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন। তাঁরা হলেন—সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।
গত বছরের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। একই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সাহারা খাতুন। আর চলতি বছরের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু। এতে শূন্য হয় দলটির সভাপতিমণ্ডলীর তিনটি পদ। শূন্য তিন পদেই দায়িত্ব পেলেন তাঁরা।
নতুন করে যুক্ত হওয়া খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০১৯ সালের সম্মেলনের পর তাঁকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।
গণফোরামের চেয়ারম্যান মোস্তফা মহসিন মন্টু বলেছেন, ‘যে ছাত্ররা একসময় স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে, আজ তাদেরই সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজসহ বিভিন্ন স্থানে সংঘাতে জড়াতে দেখা যাচ্ছে। এটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য। আমরা ছাত্রদের মধ্যে জাতীয় ঐক্য চাই এবং বিশ্বাস করি, তাদের ঐক্যবদ্ধ আন্দোলন
১৫ মিনিট আগেদেশের স্বার্থে বিএনপি যে জাতীয় ঐক্যের প্রস্তাব দিয়েছে, তার সঙ্গে জামায়াতে ইসলামী একমত। এমনটাই জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা একমত হয়েছি, দেশের সকল মানুষকে নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনত
১ ঘণ্টা আগেসংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে জি এম কাদের বলেন, ‘বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রব্যবস্থা চালুর প্রথম থেকেই প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান নির্বাহীকে সংসদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া আছে, যা সংবিধানে অনুচ্ছেদ ৭০–এর মাধ্যমে প্রয়োগের সুযোগ রয়েছে।
৩ ঘণ্টা আগেফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে পরিকল্পিতভাবে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এমন কিছু কাজ হচ্ছে, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে।’ আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ‘রাষ্ট্র
৫ ঘণ্টা আগে