নিজস্ব প্রতিবেদক
ঢাকা: সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গোটা জাতিকে আজ বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে। এই একটা কারণেই সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়ার কারণ এখন আর টিকা নেই। অথচ এখন পর্যন্ত মাত্র ৬০ লাখ মানুষ টিকা পেয়েছে। প্রথম ডোজ যারা নিয়েছেন, তাদের সবাই দ্বিতীয় ডোজ পাবেন কিনা সে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
করোনার টিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যেখানে সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিয়ে হার্ড ইমিউনিটি আনা প্রয়োজন, সেখানে আজকে শুধু সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি এবং তাদের মুনাফা করার যে মানসিকতা, নিজেদের লোকদেরকে আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা জাতিকে বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে। এই একটা কারণেই আজকে সরকারের পদত্যাগ করা উচিত।
মির্জা ফখরুল বলেন, শুধু ভারত থেকে ভ্যাকসিন না এনে অন্য দেশের সাথেও আমরা যোগাযোগ করতে বলেছিলাম। সরকার আমাদের কথায় কর্ণপাতই করেনি। শুধু ভারতের কাছ থেকে, একজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য সেরামের ভ্যাকসিন সংগ্রহের যে ব্যবস্থা করা হয়েছিল তা এখন ভেঙ্গে পড়েছে।
এদিকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তার নামে অসত্য সংবাদ প্রচারের অভিযোগও করেছেন বিএনপি মহাসচিব। এর পেছনে পুরোাপুরিভাবে সরকারের মদত রয়েছে বলেও তার অভিযোগ।
বিএনপি মহাসচিব বলেন, আমার নাম দিয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট করা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও এরকম ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। আমরা মনে করি, এই বিষয়ের সাথে পুরোাপুরিভাবে সরকারের মদদ রয়েছে। তাদের মদতেই দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।
ঢাকা: সরকারের ব্যর্থতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে করোনার টিকা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। গোটা জাতিকে আজ বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে। এই একটা কারণেই সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আজ থেকে টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করা হয়েছে। বন্ধ হওয়ার কারণ এখন আর টিকা নেই। অথচ এখন পর্যন্ত মাত্র ৬০ লাখ মানুষ টিকা পেয়েছে। প্রথম ডোজ যারা নিয়েছেন, তাদের সবাই দ্বিতীয় ডোজ পাবেন কিনা সে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।
করোনার টিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যেখানে সাড়ে ১২ কোটি মানুষকে টিকা দিয়ে হার্ড ইমিউনিটি আনা প্রয়োজন, সেখানে আজকে শুধু সরকারের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্নীতি এবং তাদের মুনাফা করার যে মানসিকতা, নিজেদের লোকদেরকে আর্থিকভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নিয়ে গোটা জাতিকে বিপদগ্রস্ত করে ফেলা হয়েছে। এই একটা কারণেই আজকে সরকারের পদত্যাগ করা উচিত।
মির্জা ফখরুল বলেন, শুধু ভারত থেকে ভ্যাকসিন না এনে অন্য দেশের সাথেও আমরা যোগাযোগ করতে বলেছিলাম। সরকার আমাদের কথায় কর্ণপাতই করেনি। শুধু ভারতের কাছ থেকে, একজন ব্যক্তিকে সুবিধা দেওয়ার জন্য সেরামের ভ্যাকসিন সংগ্রহের যে ব্যবস্থা করা হয়েছিল তা এখন ভেঙ্গে পড়েছে।
এদিকে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে তার নামে অসত্য সংবাদ প্রচারের অভিযোগও করেছেন বিএনপি মহাসচিব। এর পেছনে পুরোাপুরিভাবে সরকারের মদত রয়েছে বলেও তার অভিযোগ।
বিএনপি মহাসচিব বলেন, আমার নাম দিয়ে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট করা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামেও এরকম ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে মিথ্যা সংবাদ প্রচার করা হয়। আমরা মনে করি, এই বিষয়ের সাথে পুরোাপুরিভাবে সরকারের মদদ রয়েছে। তাদের মদতেই দুষ্কৃতকারীরা এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে।
নির্বাচন কমিশন নিয়োগে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির দাবি, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনাররা বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত
৭ ঘণ্টা আগেশক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
৯ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৯ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
১২ ঘণ্টা আগে