নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। দুপুর ১২টার পর হঠাৎ করেই এই সেবা বন্ধ পাওয়া যায়। এতে সংবাদকর্মীরাও ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে।
বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, তাঁরা লাইভ করতে পারছেন না। তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ব্যবস্থা চালু করে দলের ভেরিফাইড ফেসবুকে লাইভ করতে পারছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বেলা ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এদিকে নয়াপল্টন এলাকায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফলে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না তাঁরা। অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করাও সম্ভব হচ্ছে না। কোনো নিউজ বা তথ্য পাঠানোর জন্য নয়াপল্টন থেকে দূরে গিয়ে পাঠাতে হচ্ছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগেও এমন সমাবেশগুলোতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে।
এর আগে বিটিআরসি জানিয়েছিল, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। দুপুর ১২টার পর হঠাৎ করেই এই সেবা বন্ধ পাওয়া যায়। এতে সংবাদকর্মীরাও ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। মোবাইল ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইন্টারনেট ব্রাউজ করা যাচ্ছে না। ভয়েস কলের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্ন ঘটছে।
বিএনপির একাধিক নেতা-কর্মী জানিয়েছেন, তাঁরা লাইভ করতে পারছেন না। তবে বিএনপির নিজস্ব ব্যবস্থাপনায় ব্রডব্যান্ড ব্যবস্থা চালু করে দলের ভেরিফাইড ফেসবুকে লাইভ করতে পারছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে আজ শুক্রবার বেলা ২টা থেকে বিএনপির মহাসমাবেশ শুরু হয়। সূত্র জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে এই এলাকায় থ্রিজি-ফোরজি সেবা বন্ধের ‘নির্দেশ’ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এদিকে নয়াপল্টন এলাকায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, দুপুর থেকে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাচ্ছে না। ফলে ইন্টারনেট ব্রাউজ করতে পারছেন না তাঁরা। অফিসের সঙ্গে যোগাযোগ রক্ষা করাও সম্ভব হচ্ছে না। কোনো নিউজ বা তথ্য পাঠানোর জন্য নয়াপল্টন থেকে দূরে গিয়ে পাঠাতে হচ্ছে।
তবে এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কোনো মন্তব্য পাওয়া যায়নি। আগেও এমন সমাবেশগুলোতে ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছে।
এর আগে বিটিআরসি জানিয়েছিল, কোনো স্থানে বেশি মানুষ জড়ো হলে মোবাইল ভয়েস ও ডেটা পরিষেবার গতি ধীর হয়ে যায়।
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
১০ ঘণ্টা আগেসবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়—নীতি অনুসরণ করে ভারতসহ প্রতিবেশী সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২২ নভেম্বর) ভারতের আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
১৩ ঘণ্টা আগেকঠিন সময়ে দলের প্রতি নেতা–কর্মীদের একাগ্রতা ও ত্যাগ আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। সে জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগেসশস্ত্র মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বীর সিপাহসালার মেজর এম এ জলিলকে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় খেতাব প্রদানের আহ্বান জানিয়েছেন স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব...
১৬ ঘণ্টা আগে