নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পথে পথে পুলিশি তল্লাশি ও বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে পুলিশ বলছে, সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতেই এমন তল্লাশি। কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
সকাল থেকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী ও আমিনবাজার, কল্যাণপুর, মিরপুর, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ এলাকায় তল্লাশি করছে পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর মুঠোফোন ঘেঁটে দেখার পর তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন, বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মীদের পথে পথে গ্রেপ্তার, বাধা ও হামলা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তিনি দলের ১৩ জন নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছেন।
এদিকে পুলিশের এই তল্লাশি চলাকালে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে অভিযোগ করে বলছেন, দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত তাঁদের আটকে থাকতে হচ্ছে। অনেকেই বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।
পুলিশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন বলেন, পুলিশ কাউকে আটক করছে না। কোথাও কোথাও নিরাপত্তামূলক তল্লাশি করা হচ্ছে।
সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে পথে পথে পুলিশি তল্লাশি ও বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে পুলিশ বলছে, সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করতেই এমন তল্লাশি। কাউকে বাধা দেওয়া হচ্ছে না।
সকাল থেকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী ও আমিনবাজার, কল্যাণপুর, মিরপুর, যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ এলাকায় তল্লাশি করছে পুলিশ। সমাবেশে যোগ দিতে আসা বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীর মুঠোফোন ঘেঁটে দেখার পর তাঁদের আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনেকে।
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেন, বিএনপির সমাবেশে আসা নেতা-কর্মীদের পথে পথে গ্রেপ্তার, বাধা ও হামলা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। তিনি দলের ১৩ জন নেতা-কর্মীকে আটকের কথা জানিয়েছেন।
এদিকে পুলিশের এই তল্লাশি চলাকালে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। অনেকে অভিযোগ করে বলছেন, দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত তাঁদের আটকে থাকতে হচ্ছে। অনেকেই বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন।
পুলিশের অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপকমিশনার ফারুক হোসেন বলেন, পুলিশ কাউকে আটক করছে না। কোথাও কোথাও নিরাপত্তামূলক তল্লাশি করা হচ্ছে।
শক্ত হাতে দেশের ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
১ ঘণ্টা আগেদেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সামগ্রিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। আজ বুধবার (২৭ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২ ঘণ্টা আগে৫ আগস্ট অভ্যুত্থানের পর বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বেড়েছে এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এদেশে বিপন্ন অবস্থায় আছে বলে ক্রমাগত প্রচারণা চালাচ্ছে ভারত। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিস
৪ ঘণ্টা আগেজ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এ আদেশ দেন
৫ ঘণ্টা আগে