২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করল হেফাজত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৪
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৫

২৯ ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি। 

সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর পাঠানো বিবৃতিতে বলা হয়, ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের মুরব্বিরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে উক্ত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। 

নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে বিবৃতিতে জানানো হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত