ঢাবি প্রতিনিধি
বিএনপির প্রচেষ্টা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, অস্বীকার করা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ২৩ মার্চ ঐতিহাসিক পতাকা দিবস উপলক্ষে ‘একটি পতাকার জন্য’ শিরোনামে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘উঠোন—সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠান’ এটির আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘পতাকা দিবস হিসেবে ২৩ তারিখ বেছে নেওয়ার কারণ এদিন আনুষ্ঠানিকভাবে পতাকা ওঠানো হয়েছিল, বিচ্ছিন্নভাবে এক তারিখ দুই তারিখে উঠেছিল পতাকা—২৩ তারিখ ছিল পাকিস্তান সৃষ্টির প্রস্তাব যেটাকে লাহোর প্রস্তাব বলা হয়। ১৯৪০ সালের ২৩ মার্চ যে প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান কায়েম হয়েছিল সেটার জন্য পাকিস্তান আমলে ২৩ মার্চকে রিপাবলিক ডে অব পাকিস্তান হিসেবে পালন করা হতো, সেদিনেই আমরা পাকিস্তান ভাঙার জন্য এই দিনটিকে বেছে নিয়েছি। সেদিন পতাকা উত্তোলন করেছি, ঐতিহাসিক কারণে এই দিনটা ছিল। সে জন্য বলব এটা ইতিহাসের একটা বড় অংশ এবং মহান মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট বলতে পারি।’
৭ই মার্চ তো আছেই, ৭ মার্চের পরে বঙ্গবন্ধুর হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করার পরে ঘোষণার দরকার থাকে না বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও বলেন, ‘বাবু গয়েশ্বর রায় (বিএনপি নেতা) বললেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। উনি কবে কোথায় রাজনীতি করেছেন আমরা আগে থেকে শুনিনি। যাক, তারপরেও করতে পারেন। আপনারা না শুনলে কেউ করেনি এটাতো বলা যাবে না। আমি তাঁর (গয়েশ্বর) রাজনৈতিক পিতা আইয়ুব খানকে সাক্ষী মানতে চাই। আইয়ুব খান তাঁর আগরতলা কেসে শেখ মুজিবের বিরুদ্ধে কী বলেছেন। শেখ মুজিব পূর্ব পাকিস্তান করতে চান, অনেক কথা—সংক্ষিপ্তভাবে বলতে গেলে ওদের (পাকিস্তান) কাছে বিচ্ছিন্নতা মানে আমাদের কাছে স্বাধীনতা। তাঁর (গয়েশ্বর) বাবাতো কইয়ে গেছে, শুধু অভিযোগ আনে নাই, তথ্য উপাত্ত দিয়ে কইয়ে গেছে—আবার সে বলে পূর্বপ্রস্তুতি ছিল না। বঙ্গবন্ধু ২৩ বছর পাকিস্তানের ১৩ বছর জেলে ছিলেন, প্রতিদিন কোথায় কী বলেছেন, কী করেছেন, সেগুলো বলেছেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্ট রয়েছে, আমাদের তৈরি করা না, ওটা পড়ার জন্য আমি গয়েশ্বর বাবুকে অনুরোধ করব। দলিল পড়েন, আপনার মুরব্বিরা শেখ মুজিবকে কী উপাধি দিয়েছিল—শেখ মুজিব পাকিস্তান বিরোধী বিচ্ছিন্নতাবাদী।’
তিনি আরও বলেন, ‘বিএনপির সাধারণ সম্পাদক (মির্জা ফখরুল) এক মাসে আগে বলেছেন পাকিস্তান আমল নাকি এর চেয়ে ভালো ছিল। কারণ পাকিস্তানের কথা তাঁরা ভুলে নাই, কোন সূচকে তারা ভালো ছিল জাতি তা জানতে চায়। এটা বুঝতে হলে আরেকটু পেছনে যান, কাদের মোল্লার যখন ফাঁসি দেওয়া হলো যুদ্ধাপরাধী হিসেবে তখন পাকিস্তানের পার্লামেন্টে সাচ্চা ইমানদার পাকিস্তানি হিসেবে তাঁর জন্য একটা শোকপ্রস্তাব এনেছিল এবং তাঁর (কাদের মোল্লা) ফাঁসি দিলাম, বিচার করে যুদ্ধাপরাধী হিসেবে; আর তাঁরা দেশপ্রেমিক হিসেবে সম্মান জানিয়েছে। যা যা পাকিস্তান পার্লামেন্ট বলছে ঠিক এর পরদিন বেগম খালেদা জিয়া বিএনপির এক বৈঠকে তা তা বলেছেন—তাঁদের (বিএনপি) প্রচেষ্টা হলো আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, সরাসরি অস্বীকার করতে পারে না তাই যখনই সুযোগ পায় তখনই কখনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষভাবে অপপ্রচার চালিয়ে যায়। তাঁরা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না।’
মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাঁদের (বিএনপি) রাজনৈতিক অভিভাবক জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে যাওয়ার পথ সুগম করে দিয়েছেন নিরাপদে। শুধু তাই নয়, তাঁদের পদায়ন করেছেন উচ্চপদে, বৈদেশিক দূতাবাসে পদায়ন করেছেন, চাকরি দিয়েছেন, জাতির জনকের হত্যাকারীদের বিচার করা যাবে না মর্মে ইনডেমনিটি আইনও করেছেন। একটা অপরাধীকেও মারলেও বিচার হবে কিন্তু জাতির জনকের হত্যাকরীদের বিচার হবে না। তাতে কী বোঝা যায়? এখানেই শেষ করেন নাই, ৩০ লক্ষ শহীদের রক্তের সংবিধান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান বাহাত্তরের সংবিধান আস্তাকুঁড়ে নিক্ষেপ করে পাকিস্তানি কায়দায় ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে ধর্মভিত্তিক রাজনীতি ঢুকিয়েছে। গোলাম আজমকে নাগরিকত্ব দিলেন, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক না রেখে মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে মন্ত্রিসভা বানিয়েছেন।’
উঠোন—সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের সভাপতি অলক দাশগুপ্তের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সূচনা বক্তব্য রাখেন উঠোন-এর সাধারণ সম্পাদক অনিকেত রাজেশ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
বিএনপির প্রচেষ্টা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা, অস্বীকার করা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে ২৩ মার্চ ঐতিহাসিক পতাকা দিবস উপলক্ষে ‘একটি পতাকার জন্য’ শিরোনামে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ‘উঠোন—সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠান’ এটির আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘পতাকা দিবস হিসেবে ২৩ তারিখ বেছে নেওয়ার কারণ এদিন আনুষ্ঠানিকভাবে পতাকা ওঠানো হয়েছিল, বিচ্ছিন্নভাবে এক তারিখ দুই তারিখে উঠেছিল পতাকা—২৩ তারিখ ছিল পাকিস্তান সৃষ্টির প্রস্তাব যেটাকে লাহোর প্রস্তাব বলা হয়। ১৯৪০ সালের ২৩ মার্চ যে প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান কায়েম হয়েছিল সেটার জন্য পাকিস্তান আমলে ২৩ মার্চকে রিপাবলিক ডে অব পাকিস্তান হিসেবে পালন করা হতো, সেদিনেই আমরা পাকিস্তান ভাঙার জন্য এই দিনটিকে বেছে নিয়েছি। সেদিন পতাকা উত্তোলন করেছি, ঐতিহাসিক কারণে এই দিনটা ছিল। সে জন্য বলব এটা ইতিহাসের একটা বড় অংশ এবং মহান মুক্তিযুদ্ধের টার্নিং পয়েন্ট বলতে পারি।’
৭ই মার্চ তো আছেই, ৭ মার্চের পরে বঙ্গবন্ধুর হাতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করার পরে ঘোষণার দরকার থাকে না বলে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আরও বলেন, ‘বাবু গয়েশ্বর রায় (বিএনপি নেতা) বললেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। উনি কবে কোথায় রাজনীতি করেছেন আমরা আগে থেকে শুনিনি। যাক, তারপরেও করতে পারেন। আপনারা না শুনলে কেউ করেনি এটাতো বলা যাবে না। আমি তাঁর (গয়েশ্বর) রাজনৈতিক পিতা আইয়ুব খানকে সাক্ষী মানতে চাই। আইয়ুব খান তাঁর আগরতলা কেসে শেখ মুজিবের বিরুদ্ধে কী বলেছেন। শেখ মুজিব পূর্ব পাকিস্তান করতে চান, অনেক কথা—সংক্ষিপ্তভাবে বলতে গেলে ওদের (পাকিস্তান) কাছে বিচ্ছিন্নতা মানে আমাদের কাছে স্বাধীনতা। তাঁর (গয়েশ্বর) বাবাতো কইয়ে গেছে, শুধু অভিযোগ আনে নাই, তথ্য উপাত্ত দিয়ে কইয়ে গেছে—আবার সে বলে পূর্বপ্রস্তুতি ছিল না। বঙ্গবন্ধু ২৩ বছর পাকিস্তানের ১৩ বছর জেলে ছিলেন, প্রতিদিন কোথায় কী বলেছেন, কী করেছেন, সেগুলো বলেছেন, পাকিস্তানি গোয়েন্দা সংস্থার রিপোর্ট রয়েছে, আমাদের তৈরি করা না, ওটা পড়ার জন্য আমি গয়েশ্বর বাবুকে অনুরোধ করব। দলিল পড়েন, আপনার মুরব্বিরা শেখ মুজিবকে কী উপাধি দিয়েছিল—শেখ মুজিব পাকিস্তান বিরোধী বিচ্ছিন্নতাবাদী।’
তিনি আরও বলেন, ‘বিএনপির সাধারণ সম্পাদক (মির্জা ফখরুল) এক মাসে আগে বলেছেন পাকিস্তান আমল নাকি এর চেয়ে ভালো ছিল। কারণ পাকিস্তানের কথা তাঁরা ভুলে নাই, কোন সূচকে তারা ভালো ছিল জাতি তা জানতে চায়। এটা বুঝতে হলে আরেকটু পেছনে যান, কাদের মোল্লার যখন ফাঁসি দেওয়া হলো যুদ্ধাপরাধী হিসেবে তখন পাকিস্তানের পার্লামেন্টে সাচ্চা ইমানদার পাকিস্তানি হিসেবে তাঁর জন্য একটা শোকপ্রস্তাব এনেছিল এবং তাঁর (কাদের মোল্লা) ফাঁসি দিলাম, বিচার করে যুদ্ধাপরাধী হিসেবে; আর তাঁরা দেশপ্রেমিক হিসেবে সম্মান জানিয়েছে। যা যা পাকিস্তান পার্লামেন্ট বলছে ঠিক এর পরদিন বেগম খালেদা জিয়া বিএনপির এক বৈঠকে তা তা বলেছেন—তাঁদের (বিএনপি) প্রচেষ্টা হলো আমাদের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করা এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, সরাসরি অস্বীকার করতে পারে না তাই যখনই সুযোগ পায় তখনই কখনো প্রত্যক্ষ আবার কখনো পরোক্ষভাবে অপপ্রচার চালিয়ে যায়। তাঁরা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না।’
মোজাম্মেল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করার পর তাঁদের (বিএনপি) রাজনৈতিক অভিভাবক জিয়াউর রহমান বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিদেশে যাওয়ার পথ সুগম করে দিয়েছেন নিরাপদে। শুধু তাই নয়, তাঁদের পদায়ন করেছেন উচ্চপদে, বৈদেশিক দূতাবাসে পদায়ন করেছেন, চাকরি দিয়েছেন, জাতির জনকের হত্যাকারীদের বিচার করা যাবে না মর্মে ইনডেমনিটি আইনও করেছেন। একটা অপরাধীকেও মারলেও বিচার হবে কিন্তু জাতির জনকের হত্যাকরীদের বিচার হবে না। তাতে কী বোঝা যায়? এখানেই শেষ করেন নাই, ৩০ লক্ষ শহীদের রক্তের সংবিধান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান বাহাত্তরের সংবিধান আস্তাকুঁড়ে নিক্ষেপ করে পাকিস্তানি কায়দায় ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে ধর্মভিত্তিক রাজনীতি ঢুকিয়েছে। গোলাম আজমকে নাগরিকত্ব দিলেন, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক না রেখে মুক্তিযুদ্ধ বিরোধীদের নিয়ে মন্ত্রিসভা বানিয়েছেন।’
উঠোন—সংস্কৃতি চর্চা প্রতিষ্ঠানের সভাপতি অলক দাশগুপ্তের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। সূচনা বক্তব্য রাখেন উঠোন-এর সাধারণ সম্পাদক অনিকেত রাজেশ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তাঁদের দায়িত্ব হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন করা এবং ভোটের একটা সময় নির্ধারণ করা। সে জন্য আমরা বলছি, অতি দ্রুত একটি নির্বাচনী রোডম্য
১২ ঘণ্টা আগেদেশের শত্রুরা পেছনে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি
১২ ঘণ্টা আগেসাবেক চিফ হুইপ ও বিএনপির সাবেক সংসদ সদস্য মো. জয়নুল আবদীন ফারুককে দুর্নীতির একটি মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান রায়ে খালাসের এই আদেশ দেন।
১৪ ঘণ্টা আগেপ্রস্তাবের মূল অংশে বাংলাদেশের রাজনীতির চরিত্র পরিবর্তনের বিধান ১৫ তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যা করেছিল সেগুলোসহ কিছু নতুন প্রস্তাব বিএনপি দিয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।
১৮ ঘণ্টা আগে