নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নানা নাটকীয়তার পর অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। গণসমাবেশের আগে আজ শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলন করেছে দলটি। আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে ঢাকা বিভাগীয় গণসমাবেশের কার্যক্রম শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সমাবেশ থেকে আমরা আগামী দিনে এই সরকারের বিদায়ের জন্য কতগুলো দফা ঘোষণা করব। একইভাবে আমাদের সঙ্গে যে দলগুলো যুগপৎ আন্দোলন করতে প্রস্তুত, যাদের সঙ্গে আমাদের এরই মধ্যে আলোচনা হয়েছে, সেখানে যে দশ দফা প্রণয়ন করা হয়েছে, সে অনুযায়ী যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে আশা করছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার গণসমাবেশ থেকে সরকার বিদায়ের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। সমাবেশ সফল করতে ঢাকাবাসীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চাওয়া হয়।
সমাবেশে দলের নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানান খন্দকার মোশাররফ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গণসমাবেশের প্রধান অতিথি থাকার কথা ছিল। স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সমাবেশের প্রধান উপদেষ্টা মির্জা আব্বাসের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তারা দুজনই অনুপস্থিত। এ অবস্থায় সমাবেশ কতখানি সফল হবে—এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ‘কে প্রধান অতিথি থাকছেন সেটা সমাবেশের দিনই জানা যাবে। এটা দলীয় কোনো সমাবেশ নয়। এটা জনগণের সমাবেশ। তাই আমরা মনে করি, আমরা কে থাকলাম, কে থাকলাম না, সেটা বড় কথা না। জনগণই সমাবেশ সফল করবে।’
সমাবেশের স্থান নিয়ে গড়িমসি করা হয়েছে অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, ‘গড়িমসি করার উদ্দেশ্য একটাই, সমাবেশে যাতে বেশি লোক না আসে, সমাবেশ যাতে ব্যাহত হয়, এ জন্যই সমাবেশের জায়গা নিয়ে গড়িমসি করা হয়েছে। সমাবেশ বানচাল করতে সরকার নানা অপপ্রচার করছে।’
খন্দকার মোশাররফ বলেন, ‘বিগত দিনে আমরা ৯টি বিভাগে সফলভাবে সমাবেশ করেছি। নানা বাধা উপেক্ষা করে নেতা-কর্মী ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এসব সমাবেশ সফল হয়েছে। সরকার ভীত হয়ে ঢাকার সমাবেশ নিয়ে হীন ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ বাধা উপেক্ষা করেই ঢাকার সমাবেশ সফল করবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আলোচনার কথা বলে বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা রাজনৈতিক শালীনতাবিবর্জিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
নানা নাটকীয়তার পর অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। গণসমাবেশের আগে আজ শুক্রবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলন করেছে দলটি। আগামীকাল শনিবার বেলা ১১টা থেকে ঢাকা বিভাগীয় গণসমাবেশের কার্যক্রম শুরু হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘এই সমাবেশ থেকে আমরা আগামী দিনে এই সরকারের বিদায়ের জন্য কতগুলো দফা ঘোষণা করব। একইভাবে আমাদের সঙ্গে যে দলগুলো যুগপৎ আন্দোলন করতে প্রস্তুত, যাদের সঙ্গে আমাদের এরই মধ্যে আলোচনা হয়েছে, সেখানে যে দশ দফা প্রণয়ন করা হয়েছে, সে অনুযায়ী যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে আশা করছি।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার গণসমাবেশ থেকে সরকার বিদায়ের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। সমাবেশ সফল করতে ঢাকাবাসীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সমাবেশের প্রস্তুতি ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চাওয়া হয়।
সমাবেশে দলের নেতা-কর্মী-সমর্থকসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার অনুরোধ জানান খন্দকার মোশাররফ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গণসমাবেশের প্রধান অতিথি থাকার কথা ছিল। স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সমাবেশের প্রধান উপদেষ্টা মির্জা আব্বাসের সভাপতিত্ব করার কথা ছিল। কিন্তু তারা দুজনই অনুপস্থিত। এ অবস্থায় সমাবেশ কতখানি সফল হবে—এমন প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, ‘কে প্রধান অতিথি থাকছেন সেটা সমাবেশের দিনই জানা যাবে। এটা দলীয় কোনো সমাবেশ নয়। এটা জনগণের সমাবেশ। তাই আমরা মনে করি, আমরা কে থাকলাম, কে থাকলাম না, সেটা বড় কথা না। জনগণই সমাবেশ সফল করবে।’
সমাবেশের স্থান নিয়ে গড়িমসি করা হয়েছে অভিযোগ করে খন্দকার মোশাররফ বলেন, ‘গড়িমসি করার উদ্দেশ্য একটাই, সমাবেশে যাতে বেশি লোক না আসে, সমাবেশ যাতে ব্যাহত হয়, এ জন্যই সমাবেশের জায়গা নিয়ে গড়িমসি করা হয়েছে। সমাবেশ বানচাল করতে সরকার নানা অপপ্রচার করছে।’
খন্দকার মোশাররফ বলেন, ‘বিগত দিনে আমরা ৯টি বিভাগে সফলভাবে সমাবেশ করেছি। নানা বাধা উপেক্ষা করে নেতা-কর্মী ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এসব সমাবেশ সফল হয়েছে। সরকার ভীত হয়ে ঢাকার সমাবেশ নিয়ে হীন ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ বাধা উপেক্ষা করেই ঢাকার সমাবেশ সফল করবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতা-কর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। আলোচনার কথা বলে বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা রাজনৈতিক শালীনতাবিবর্জিত বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:
সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে এটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
১ ঘণ্টা আগেসংবিধান সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএনপি। এ জন্য আজ মঙ্গলবার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার বিষয়ক কমিটির সঙ্গে দেখা করবে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
১৩ ঘণ্টা আগেবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তাঁকে পবিত্র ওমরাহ পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে