জামায়াতের সমাবেশ আরামবাগে, পিকআপ ভ্যানে চলছে মঞ্চ তৈরির কাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩, ১৩: ০৭
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১৯: ২৫

নানা জল্পনা-কল্পনা ও উৎকণ্ঠা শেষে আরামবাগের আল হেলাল পুলিশ বক্স মোড়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে পিকআপ ভ্যানে করে অস্থায়ী মঞ্চ তৈরি করার কাজ চলছে। 

সেখানে দায়িত্বরত ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সাময়িক সময়ের জন্য অনুমতি দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে এই স্থান ত্যাগ করতে হবে। 

সমাবেশের জন্য আরামবাগ এলাকার মৌখিক সম্মতি মিলেছে বলে জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে অবস্থানরত নেতাকর্মীরা দাবি তুলেছে একবারের জন্য হলেও তারা শাপলা চত্বরে যাবে।

নেতা-কর্মীরা আরামবাগ মোড় এবং নটরডেম কলেজের সামনে পর্যন্ত তাদের অবস্থান নিশ্চিত করেছে। এ সময় পুলিশের সাজোয়া যান রায়োট কার আরামবাগ আল হেলাল পুলিশ বক্স এলাকার কাছে থেকে সরিয়ে সার্কুলার রোড এলাকার দিকে এনে রাখছে।

এর আগে সকাল থেকেই আরামবাগে অবস্থান নেন জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতা-কর্মী। তাঁরা সমাবেশের অনুমতি না পেলেও সকাল থেকেই কমলাপুর, মতিঝিল, আরামবাগ ও আশপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে জড়ো হতে থাকেন। একপর্যায়ে তাঁদের ধাওয়া করে পুলিশ। পরে আবারও তাঁরা পুলিশের মুখোমুখি হন। 

তখন জানা যায়, শর্ত সাপেক্ষে সমাবেশের অনুমতি পেতে পারে জামায়াত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত