Ajker Patrika

নির্বাচনের আগে যুবলীগের কোনো নেতা–কর্মী ঘরে ফেরত যাবেন না: পরশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের আগে যুবলীগের কোনো নেতা–কর্মী ঘরে ফেরত যাবেন না: পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা যেকোনো মূল্যে এই নির্বাচনে তাঁর হাতকে শক্তিশালী করব। নৌকাকে জয়ী করতে আমরা সর্বোচ্চ আত্মত্যাগ দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব। আগামী নির্বাচনের আগ পর্যন্ত যুবলীগের কোনো নেতা–কর্মী ঘরে ফেরত যাবেন না। তাঁরা অপশক্তিকে যেকোনো মূল্যে প্রতিহত করবে।’

আজ শনিবার রাজধানীর কাওলায় সিভিল অ্যাভিয়েশন মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন পরশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘নিজেদের মধ্যে ভেদাভেদ-গ্রুপিং বন্ধ করবেন। নির্বাচনে জনগণের পাশে দাঁড়াবেন, জনগণকে নিয়ে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন করবেন। সকল প্রকার অলসতা এবং অনৈক্য পরিহার করে আগামী নির্বাচনকে একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক করবেন। এই নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জয়ী হবে, ইনশা আল্লাহ।’

জনসভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডে খেলার মাঠ নেই। কিন্তু অনেক খাস জমি আছে। সব খাস জমির তালিকা নিয়ে ডিসি অফিসে গিয়েছিলাম। বারবার ধরনা দিচ্ছি এ খাস জমিগুলোকে আমাদেরকে (সিটি করপোরেশন) দিয়ে দেওয়ার জন্য। এ খাসজমিগুলো নিয়ে আমরা অত্র এলাকার মানুষের জন্য মাঠ করতে চাই, যেটি আপনি (প্রধানমন্ত্রী) কালশী বালুর মাঠের জন্য ১৬ বিঘা জমি দিয়েছেন।’ 

তিনি বলেন, ‘আপনি আমাকে মেয়র বানিয়েছেন। এ এলাকাবাসীর পক্ষ থেকে এ এলাকায় যত খাসজমি আছে, আপনি (প্রধানমন্ত্রী) নির্দেশনা দিয়ে দেবেন, আমরা যেন খেলার মাঠ, শিশুপার্ক, ওয়ার্ড কমপ্লেক্স করতে পারি জনগণের জন্য। জনগণ চায় খেলার মাঠ, তাদের কোথাও মাঠ নেই। কিন্তু খাস জমি যতবার চাচ্ছি দেব দেব বলে দিচ্ছি না, সব দখল হয়ে যাচ্ছে। আমরা আর পাচ্ছি না।’ 

উত্তরখান, দক্ষিণখান, আজমপুর, হরিরামপুর রেলক্রসিংয়ে জনগণ সমস্যায় পড়ছে বলে জানান তিনি। এ জন্য আবদুল্লাহপুর, আজমপুর ও দক্ষিণখানে (কসাই বাড়ি) ফ্লাইওভার নির্মাণের দাবি জানান আতিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত