Ajker Patrika

যেইডার লাইগা সিগারেটের দাম বাড়ে, হেইডা বাজেট না? 

ফজলে আলম নিপুণ
যেইডার লাইগা সিগারেটের দাম বাড়ে, হেইডা বাজেট না? 

আগামীকাল ৩ জুন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে। বাজেট প্রসঙ্গে আজকের পত্রিকার হয়ে রিকশা চালক বাদশা মিয়ার (৩৫) সঙ্গে কথা বলেছেন ফজলে আলম নিপুণ। গত ১০ বছর ধরে এই পেশায় বাদশা; স্ত্রী এবং দুই কন্যা সন্তান নিয়ে তাঁর সংসার। তাঁর কাছে বাজেট কি? 

বাজেট সম্পর্কে জানতে চাইতেই কিছুটা হকচকিয়ে যান বাদশা মিয়া। পরক্ষণেই মুচকি হেসে বলেন, ও! বুঝছি! প্রতিবছর যেইডার লাইগা সিগারেটের দাম বাড়ে, হেইডা না? তাকে আশ্বস্ত করতেই হেসে বলতে থাকেন, এর বেশি বাজেট বিষয়ে আমি কিছুই জানি না। তবে মাইনসের কাছে হুনছি এইডা নাকি জনগণের খরচ চালানোর জন্যে সরকার দেয়। কিন্তু জন্মের পর আইজ পর্যন্ত বাজেটের কোন টাকা পয়সা পাইনাই। যদি পাইতামই তাইলে আমি রিকশা চালাই কেন? দেশে এত মানুষ না খাইয়া থাকে কেন? এই বাজেট উপ্রের লেভেলের মাইন্সেই মাইরা দেয়। তাই এইডা পাউনের চিন্তাও করি না। তাই জানবারও চাই না। তবে বাজেটে সিগারেটের দাম বাড়লে সমস্যা হইয়া যাইবো। কারণ দিনে আমার খরচ বাইরা যাইবো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত