Ajker Patrika

'প্রশাসনের সাথে আমরা যুদ্ধ কইরা পারব?'

মো. রুহুল আমিন
আপডেট : ২৯ জুন ২০২১, ১২: ৩৮
'প্রশাসনের সাথে আমরা যুদ্ধ কইরা পারব?'

ঢাকা: ৫০টি রিকশার মালিক মো. রুহুল আমিন। তিনি এই রিকশাগুলো চালকদের কাছে ভাড়া দেন। গত ৩০ বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর রিকশার মধ্যে ২৫টি পা-চালিত, ২৫টি মোটরচালিত। ২০ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া মোটরচালিত রিকশা বন্ধের ঘোষণা প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয়েছে। আজকের পত্রিকার হয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন ইমরান খান। 

সরকার তো ব্যাটারির রিকশা বন্ধ করে দিচ্ছে
রুহুল আমিন: দেউক, দেলে কি করার। সরকারের ইচ্ছাই তো ইচ্ছা।

আপনাদের সঙ্গে কোন আলোচনা হয়েছে?
রুহুল আমিন: নাহ, কোন আলোচনা নাই; সময়ও দেয় নাই। হুট কইরাই। মর্জি, প্রশাসনের মর্জি। তয়, হেরা আমাদের কিছু সময় দিতে পারত।

আপনারাও তো মালিক, আপনাদের কোন মর্জি নাই?
রুহুল আমিন: আমাদের ইচ্ছার কোন মূল্য আছে, হ্যাঁ? যদি সরকার কোন বিকল্প ব্যবস্থা নেয় তো নিল। না নিলেও কিছু করার নাই। প্রশাসনের সাথে আমরা যুদ্ধ কইরা পারব? প্রশাসনের কাছে আমরা জিম্মিই।

আপনার রিকশা কয়টা?
রুহুল আমিন: রিকশা ৫০ টা, ২৫ টা ইঞ্জিনের। স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণার ১ সপ্তাহ আগেই থানা থিকা বলছে মটর গাড়ি বন্ধ; বন্ধ কইরা দিছি। ওই দিন থেকে আর ছাড়ি না। ২৫টা রিকশার দাম সাড়ে ১২ লাখ টাকা। বইসা আছে, লস হইতেছে; কিছু করার আছে?

এই রিকশাগুলো তো অবৈধ, নাকি?
রুহুল আমিন: হ্যাঁ, অবৈধই। আমাদের কোন কাগজপত্র দিছে? আর কাগজপত্র নাই বইলাইতো আদালত বলেন, অন্য কোথাও বলেন আমরা ফাইটিং দিতে পারতাছি না। তয়, অবৈধ হইলেও সরকার রাজস্ব পাইতাছে। চায়না থিকা মালপত্র আইতাছে। এর রাজস্ব পাইতাছে না? আমেরিকায় তো সরকার বৈধতা দিছে। বাংলাদেশে আসলে কোন পরিকল্পনা নাই।

তাহলে এত দিন কীভাবে চলল?
রুহুল আমিন: তাঁরা চাইছে দেইখাই চলেছে। তবে সেইটা বলা চলে না। (‘আপনাদেরও লাভ, তাঁদেরও লাভ?’ প্রশ্নে সম্মতিজ্ঞাপক হাসি)

আপনাদের কোন দাবি দাওয়া আছে?
রুহুল আমিন: নাহ, দাবি কইরা আর কি হবে। যদি সরকার দেয় চলবে, নইলে চলবে না। তয় যদি না দেয়, একবারে ব্যান্ড কইরা দিলেও ভালো। তাও রিকশা চালান বাদ দিয়া লোকজন অন্য কাজে যাইতে পারে। কৃষিকাজ করতে পারে। সমস্যা কী? 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

আবরার হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেমির পলায়নের বিষয়ে যা জানাল কারা অধিদপ্তর

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত