Ajker Patrika

ঝাপসা চোখ, তবু যায় না ছাপা পত্রিকার টান

মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী) 
আপডেট : ২৬ মে ২০২২, ১৮: ১৭
ঝাপসা চোখ, তবু যায় না ছাপা পত্রিকার টান

সেলুনের ভেতরে বেশ কয়েকজন বসে আছেন। এর মধ্যে একজনের দিকে চোখ যাবেই। তিনি পত্রিকা দিয়ে মুখ আড়াল করে রেখেছেন। প্রথম দেখায় মনে হবে, লজ্জায় হয়তো মুখ ঢেকে আছেন তিনি। ভালো করে দেখলে ও কান খাড়া করলে বোঝা যাবে, গুনগুন করে আসলে তিনি পত্রিকা পড়ছেন। নাম হাবিবুর রহমান। চোখে কম দেখেন বলেই পত্রিকা চোখের কাছে টেনে ধরেছেন। নিজেকে তিনি ‘ছাপা পত্রিকায় আসক্ত’ বলে দাবি করেন।

গতকাল বুধবার সন্ধ্যায় হাবিবুর রহমানের সাক্ষাৎ পাওয়া গেল রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের মোড়ের একটি সেলুনে। ষাটোর্ধ্ব এই ব্যক্তি পড়াশোনা করেছেন অষ্টম শ্রেণি পর্যন্ত। পেশায় কৃষক হাবিবুর থাকেন পৌর এলাকার গোড়খাই গ্রামে। তিনি যে সেলুনে বসে আছেন, সেখানে আর পাঁচজন থেকে তাঁকে আলাদা করে নজরে পড়বেই। পড়লও।

পরিচয় দিয়ে কথা শুরু করতেই হাবিবুর জানালেন, ৩০ বছর ধরে ছাপা পত্রিকা পড়ার নেশায় আসক্ত তিনি। এখন চোখে কম দেখেন। তাই পত্রিকা চোখের কাছে এনে পড়তে হয়। যত দিন বাঁচবেন, পত্রিকা পড়বেন।

হাবিবুরের চোখ ঠিকঠাকই ছিল। সমস্যার শুরু চার বছর আগে। গত চার বছর ধরে একটু দূরে থাকা অক্ষর আগের মতো আর স্পষ্ট দেখতে পান না। এ কারণে একেবারেই চোখের সামনে পত্রিকা ধরে পড়তে হয়।

দুর্গাপুর সদর বাজার থেকে হাবিবুরের গ্রাম গোড়খাই দুই কিলোমিটার দূরে। পত্রিকা পড়ার জন্য তাঁকে বাজার পর্যন্ত আসতে হয়। হাবিবুরের এতে কোনো ক্লান্তি নেই। প্রতিদিন মাঠের কাজ শেষে এই কৃষক সাইকেল চড়ে চলে আসেন বাজারে। বিকেলে থেকে রাত পর্যন্ত একে একে ৪-৫টি দোকান ও স্টলে বসে পত্রিকা পড়েন। প্রতিদিন প্রতিটি খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। ঝড়-বৃষ্টি যাই হোক, প্রতিদিন পত্রিকার খবর পড়তেই হবে তাঁর। না পড়লে তাঁর ঘুমই আসে না বলে দাবি করলেন।

হাবিবুর জানান, ১৯৭২ সালে তিনি অষ্টম শ্রেণি পাস করেন। সুযোগের অভাবে আর পড়াশোনা হয়নি। তাই নেমে পড়েন কৃষি কাজে। ছোটবেলা থেকেই পড়ার প্রতি ঝোঁক ছিল। কিন্তু সামর্থ্য ছিল না। এখনো তেমন নেই। আগে বাজারে পত্রিকা আসত না। তখন লাইব্রেরি বা বইয়ের দোকানে মাসিক পত্রিকা পড়তেন। ১৯৯০ সালের দিকে শুরু হয় তাঁর দৈনিক পত্রিকা পড়ার। তবে কিনে পড়ার সামর্থ্য নেই। তাই বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে পত্রিকা পড়েন।

হাবিবুর রহমান আগ্রহ নিয়ে পড়েন স্থানীয় খবর। এক ছেলে ও তিন মেয়ের এ জনক বলেন, ‘এখন চোখে খুব কম দেখি। টাকার অভাবে চোখের উন্নত চিকিৎসা করাতে পারিনি। একটা চশমাও নেই।’ পত্রিকাপ্রীতি নিয়ে বললেন, ‘কখন পত্রিকা হাতে নিয়ে পড়ব। বিকেল হলেই এ দোকান থেকে ওই দোকান ছুটে বেড়াই। প্রতিদিন ৪-৫টা দোকানে বসি।’

পত্রিকায় কী পড়েন হাবিবুর রহমান? প্রশ্ন বরং কী পড়েন না? তবে হ্যাঁ, তাঁর আগ্রহ বেশি রাজনীতিআন্তর্জাতিক খবরের দিকে। আর স্থানীয় খবর পেলে তাঁর বেশি ভালো লাগে।

হাবিবুরকে এলাকার সবাই পত্রিকাপ্রেমী হিসেবেই চেনে। ফলে যেসব দোকানে পত্রিকা রাখা হয়, তার সবগুলোতে তাঁর অবাধ যাতায়াত আছে। এমনই একটি দোকান হলো আফাজ টেলিকম। হাবিবুর সেখানে নিয়মিত যান এবং সেখানে রাখা পত্রিকা পড়েন।

উপজেলা মোড়ের আফাজ টেলিকমের স্বত্বাধিকারী আফাজ উদ্দিন বলেন, ‘হাবিবুর পত্রিকাপ্রেমী। এই মোড়ের সবাই তাঁকে পত্রিকাপ্রেমী হিসেবে চিনে। তাঁকে কোথাও না পাওয়া গেলে বিকেলে এ মোড়ের যেকোনো দোকান বা স্টলে পত্রিকা হাতে পাওয়া যাবে। আমি দোকানে প্রায় পাঁচ বছর ধরে পত্রিকা রাখি। ঝড়ঝাপটা বৃষ্টি-বাদল নেই, তিনি কিছু মানেন না। বিকেল হলে একবার আমার দোকানে পত্রিকা পড়তে আসবেনই। চোখে দেখে না। অনেক কষ্ট ও ধৈর্য নিয়ে পত্রিকা চোখের সামনে টেনে গুনগুন করে পড়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত