অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ৪ মহাকাশচারী। আগামী ৬ মাসের জন্য তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছেন। সেখানে থাকাকালে আরও দুটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। এই নভোচারীরা সেই দুটি রকেটের গমনাগমন পর্যবেক্ষণ করবেন। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে ৪ নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন গবেষণা সংস্থা নাসার সদস্য। তাঁরা হলেন—ম্যাথিউ ডমিনিখ, মাইকেল বেরেট ও জেনেট ইপস। চতুর্থ নভোচারী হলেন রাশিয়ার আলেকজান্ডার গ্রেবেনকিন।
আগামী মঙ্গলবার তাদের বহনকারী মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে পৌঁছাবে। স্টেশনে তাঁরা মূলত গত আগস্ট থেকে স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার একদল নভোচারীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, মহাকাশে যাওয়া প্রথম আরব নারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান বছরের গত ২১ মে। তাঁর সঙ্গে ছিলেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনি। অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর গত ২১ মে এই অভিযান শুরু হয়। এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন দুই সৌদি নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য রওনা হয়েছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ৪ মহাকাশচারী। আগামী ৬ মাসের জন্য তাঁরা মহাকাশ স্টেশনে গিয়েছেন। সেখানে থাকাকালে আরও দুটি রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবে। এই নভোচারীরা সেই দুটি রকেটের গমনাগমন পর্যবেক্ষণ করবেন। মার্কিন সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ সংস্থা স্পেসএক্সের ফ্যালকন রকেটে করে ৪ নভোচারী কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেন। নভোচারীদের মধ্যে তিনজন মার্কিন গবেষণা সংস্থা নাসার সদস্য। তাঁরা হলেন—ম্যাথিউ ডমিনিখ, মাইকেল বেরেট ও জেনেট ইপস। চতুর্থ নভোচারী হলেন রাশিয়ার আলেকজান্ডার গ্রেবেনকিন।
আগামী মঙ্গলবার তাদের বহনকারী মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কক্ষপথে পৌঁছাবে। স্টেশনে তাঁরা মূলত গত আগস্ট থেকে স্টেশনে থাকা যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জাপান ও রাশিয়ার একদল নভোচারীর স্থলাভিষিক্ত হবেন।
এর আগে, মহাকাশে যাওয়া প্রথম আরব নারী হিসেবে রায়ানাহ বার্নাবি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান বছরের গত ২১ মে। তাঁর সঙ্গে ছিলেন আরেক সৌদি পুরুষ নভোচারী আলি আল-কারনি। অ্যাক্সিওম মিশন-২-এর জন্য মার্কিন কমান্ডার পেগি হুইটসন ও পাইলট জন শফনারের সঙ্গে যোগ দেন রায়ানাহ ও আলি। বেশ কয়েকবার বিলম্বিত হওয়ার পর গত ২১ মে এই অভিযান শুরু হয়। এই অভিযানের মাধ্যমে নতুন ইতিহাস গড়েছেন দুই সৌদি নভোচারী।
আমাদের অনেকেরই অফিসে কাজ করতে গিয়ে দীর্ঘসময় বসে থাকতে হয়। আর দিনের একটা বড় সময় বসে থাকাটা বাড়ায় হৃৎপিণ্ডের রোগের ঝুঁকি। এমনকি অবসর সময়ে শরীরচর্চা করেও এই ক্ষতিকর প্রভাব থেকে রেহাই মিলবে না। এসব তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়।
২ দিন আগেবিজ্ঞানীরা বলছেন, জিপিএসের সাহায্য ছাড়াই এআই ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে কোনো ব্যক্তির সাম্প্রতিক অবস্থান চিহ্নিত করা যাবে।
৮ দিন আগেটয়লেটে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। এমনও হতে আপনি হয়তো টয়লেটে বসেই মোবাইলে লেখাটি পড়ছেন। শৌচাগারে যে কাজটি ৩ মিনিটে করা সম্ভব সেটি কিছু পড়া, স্ক্রল এবং পোস্ট করে অন্তত ১৫ মিনিট পার করে দিচ্ছেন অনায়াসে। আপাতদৃষ্টিতে এটি সময় কাটানোর নির্দোষ উপায় মনে হলেও চিকিৎসকেরা বলছেন, এটি আপনার স্বাস্থ্যের
৮ দিন আগেসৌরজগতের সপ্তম গ্রহ ইউরেনাস ও এর পাঁচটি চাঁদ সম্পর্কে নতুন তথ্য জানাল বিজ্ঞানীরা। এই গ্রহ ও এর চাঁদগুলো একেবারে নিষ্প্রাণ নয়, বরং ইউরেনাসের চাঁদগুলোতে সমুদ্র থাকতে পারে। ফলে চাঁদগুলোয় জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নতুন এক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।
১০ দিন আগে