ভারত ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে বিরক্ত অস্ট্রেলিয়া

ক্রীড়া  ডেস্ক 
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১০: ২৮
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১: ৫৮
Thumbnail image
তৃতীয় আম্পায়ার সৈকতের সিদ্ধান্তে খুশি হতে পারেনি অস্ট্রেলিয়া। ছবি: এএফপি

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-ভারত চতুর্থ টেস্ট নিয়ে বিতর্কের শেষ নেই। প্রথম দিনে স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির ধাক্কার রেশ কাটেনি এখনো। এবার বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সিদ্ধান্তে অস্ট্রেলিয়া বিরক্তি প্রকাশ করেছে।

চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে আজ। ভারতের প্রথম ইনিংসের ১১৯তম ওভারের ঘটনা। প্যাট কামিন্সের বল মোহাম্মদ সিরাজের ব্যাটে লেগে চলে গেল সেকেন্ড স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথের কাছে। ঠিকমতো ক্যাচ স্মিথ ধরেছেন কি না, সেটা মাঠের দুই আম্পায়ার মাইকেল গফ ও জোয়েল উইলসন বুঝতে পারেননি। ব্যাপারটা নিশ্চিত করতে সিদ্ধান্ত তখন চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে। এই টেস্টে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা সৈকত দ্রুতই নট আউটের সিদ্ধান্ত দিয়েছেন। মুহূর্তেই সেটা অস্ট্রেলিয়ার কাছে ‘হরিষে বিষাদে’ পরিণত হয়। অস্ট্রেলিয়ার অধিনায়ক কামিন্সের তখন মেজাজ খারাপ হয়ে যায়। তৎক্ষণাৎ রিভিউ নিতে চেয়েছেন তিনি। তবে গফ, উইলসন কেউ রাজি হননি।

ধারাভাষ্যকারেরাও সৈকতের এমন সিদ্ধান্ত দেখে রীতিমতো অবাক। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘আমি এমন কিছু আগে দেখিনি। সিদ্ধান্তের জন্য এটিকে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হচ্ছে। এরপর আবার সেটার রিভিউ চাওয়া হচ্ছে। ব্যাপারটা (রিপ্লে) আরও গভীরভাবে দেখা উচিত।’ রবি শাস্ত্রীর মতে তৃতীয় আম্পায়ার সৈকত খুব দ্রুতই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

সিরাজের ঘটনার পর ভারতের প্রথম ইনিংস থেমে গেছে ৩ বলের মধ্যে। ১২০তম ওভারের তৃতীয় বলে নীতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন নাথান লায়ন। সফরকারীরা অলআউট হয়েছে ৩৬৯ রানে। ১৮৯ বলে ১১ চার ও ১ ছক্কায় ১১৪ রান করেন রেড্ডি। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত ৬ উইকেটে ১৩৫ রান করেছে স্বাগতিকেরা। ২৪০ রান থেকে লক্ষ্যটা কত দূর বাড়াতে পারে অজিরা, সেটা সময়ই বলে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত