ক্রীড়া ডেস্ক
মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা। দুই সংস্করণের জন্যই একটি দল ঘোষণা করা হয়েছে। দুই সংস্করণের দলেই ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল। ছুটি নেওয়ায় জাহানারা আলমকে পাচ্ছে না বাংলাদেশ।
ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন লতা। ওয়ানডেতে ফিরেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন জান্নাতুল ফেরদৌস। ফিরেছেন ফারজানা হক, মারুফা আক্তার ও সুলতানা খাতুন। ফারজানা সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালে মে মাসে।
দল ঘোষণার ব্যাখ্যায় নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘দুই সংস্করণের জন্য একটা দলই পাঠানো হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কন্ডিশন কিছুটা ব্যাটিং সহায়ক এবং কিছু সময় স্পিনররাও সহায়তা পেয়ে থেকে। সেই হিসেব করেই দল দেওয়া হয়েছে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজ ওয়ানডে অনেক ভালো রান করেছে দল। যে দলটা ছিল, মোটামুটি সে দলটাই আছে, খুব একটা পরিবর্তন নেই। জাহানারা সাময়িক অব্যাহতি চেয়েছে। কারণ, মানসিক স্বাস্থ্যের ইস্যু দেখিয়েছে সে। বোর্ড গ্রহণও করেছে।’
বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সফর। এই বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে অন্তত ৩ পয়েন্ট নিশ্চিত করতে হবে এই সিরিজ থেকে। লড়াইটা জমে গেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে। নির্ধারিত ২৪ ম্যাচ শেষ করে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে কিউইরা। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই বাংলাদেশ। আর ২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দৌড় থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, দুই দলকেই পেছনে ফেলবে। ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বের অংশ উইমেন্স চ্যাম্পিয়নশিপে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার ও মারুফা আক্তার।
মেয়েদের ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজে যাবেন নিগার সুলতানা জ্যোতিরা। দুই সংস্করণের জন্যই একটি দল ঘোষণা করা হয়েছে। দুই সংস্করণের দলেই ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার লতা মণ্ডল। ছুটি নেওয়ায় জাহানারা আলমকে পাচ্ছে না বাংলাদেশ।
ছন্দ হারিয়ে দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন লতা। ওয়ানডেতে ফিরেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম। টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন জান্নাতুল ফেরদৌস। ফিরেছেন ফারজানা হক, মারুফা আক্তার ও সুলতানা খাতুন। ফারজানা সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালে মে মাসে।
দল ঘোষণার ব্যাখ্যায় নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘দুই সংস্করণের জন্য একটা দলই পাঠানো হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট কন্ডিশন কিছুটা ব্যাটিং সহায়ক এবং কিছু সময় স্পিনররাও সহায়তা পেয়ে থেকে। সেই হিসেব করেই দল দেওয়া হয়েছে। সবশেষ আয়ারল্যান্ড সিরিজ ওয়ানডে অনেক ভালো রান করেছে দল। যে দলটা ছিল, মোটামুটি সে দলটাই আছে, খুব একটা পরিবর্তন নেই। জাহানারা সাময়িক অব্যাহতি চেয়েছে। কারণ, মানসিক স্বাস্থ্যের ইস্যু দেখিয়েছে সে। বোর্ড গ্রহণও করেছে।’
বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ এই সফর। এই বছর ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে অন্তত ৩ পয়েন্ট নিশ্চিত করতে হবে এই সিরিজ থেকে। লড়াইটা জমে গেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যে। নির্ধারিত ২৪ ম্যাচ শেষ করে ২১ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে কিউইরা। এখন পর্যন্ত ২১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই বাংলাদেশ। আর ২১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দৌড় থেকে ছিটকে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ জিতলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, দুই দলকেই পেছনে ফেলবে। ওয়ানডে বিশ্বকাপে বাছাইপর্বের অংশ উইমেন্স চ্যাম্পিয়নশিপে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার ও মারুফা আক্তার।
এখনো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের ক্ষতটা টাটকা। এরই মধ্যে আইসিসি দিল আরেক দুঃসংবাদ। শেষ ম্যাচে মন্থর গতিতে বোলিংয়ের দায়ে (স্লো ওভার রেট) পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে...
৯ ঘণ্টা আগেনতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!
১১ ঘণ্টা আগেনিজেদের বাঁচা মরার ম্যাচেই খেই হারাল মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ ফেডারেশন কাপে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছে আলফাজ আহমেদের শিষ্যরা। আর তাদের বিদায়ের পথটা দেখান আবাহনীর ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। এদিন ম্যাচের ৭৪ মিনিটে মোহামেডানকে হতাশায়
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছুটছে রংপুর রাইডার্সে জয়রথ। বিপরীতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হারের চাকা কিছুতেই থামছে না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টানা...
১৪ ঘণ্টা আগে