স্পোর্টস ডেস্ক
ডানেডিন থেকে অকল্যান্ড—ছয় শহর ঘুরে শেষ হলো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। শহর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বাংলাদেশের বিষাদের গল্প। পরাজয়ের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ আর বৃত্ত থেকে বের হতেই পারল না। অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত কাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ।
বৃষ্টি বাগড়ায় ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১০ ওভারে। টস হেরে আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে দুর্দান্ত শুরু এনে দেন ফিন অ্যালেন। কিউই ওপেনারের ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে নিউজিল্যান্ড ৪ উইকেট তোলে ১৪১।
১০ ওভারে লক্ষ্যটা অবশ্যই অনেক বড়। এমন পরিস্থিতি প্রথম বল থেকেই চালিয়ে খেলাই প্রধান শর্ত। আর সেটি করতে গিয়ে ফল হলো উল্টো। বাংলাদেশ ১০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৯.৩ ওভারে অলআউট ৭৬ রানে। চোটে পড়ে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ না থাকায় এই ম্যাচে বাংলাদেশ অধিনায়কত্ব করেছেন লিটন। অধিনায়কত্বের প্রথম ম্যাচেই হলো তাঁর ভয়ংকর অভিজ্ঞতা!
১৪২ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। লিটনের জায়গায় ওপেন করতে নামেন আগের ম্যাচে ছন্দে ফেরা সৌম্য সরকার। এ ম্যাচে ছন্দটা আর ধরে রাখতে পারেননি তিনি। ৪ বলে ১০ রান করেই টিম সাউদির বলে ফিরতে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন বাঁহাতি ওপেনার। তিনে নামা অধিনায়ক লিটন দাস ব্যর্থতার ষোলকলা পূরণ করে এ ম্যাচে মেরেছেন গোল্ডেন ‘ডাক’!
সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো করার পুরস্কার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়া মোহাম্মদ নাঈম আজ ফিরেছেন ১৩ বলে ১৯ রান করে। সফরে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েও সেটা কাজে লাগতে পারেননি নাজমুল হোসেন শান্ত (৮) । ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ আর ফিরতে পারেনি ম্যাচে। আফিফ হোসেন (8) ও মেহেদী হাসান (০) অ্যাস্টেলের জোড়া শিকার হলে ৫২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ তখন পরাজয়ের প্রহর গুনছে।
শরিফুল ইসলাম (৬) ও তাসকিন আহমেদও (৫) বেশিক্ষণ সময় নেননি ড্রেসিংরুমে ফিরতে। মোসাদ্দেক হোসেনের ১৩ রান বাংলাদেশ ইনিংসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অংকের রান করে আউট হন, দলের রান তখন ৭২। অ্যাস্টল নিয়েছেন চার উইকেট, সাউদির ঝুলিতে ৩টি আর অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন একটি করে উইকেট নেন।
পুরো সফরটা দুঃস্বপ্নের মতো কাটল বাংলাদেশের। একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আত্মবিশ্বাস তলানিতে থাকা একটি দলের কঙ্কালটা একেবারে বেরিয়ে পড়ল শেষ ম্যাচ এসে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে দিশেহারা বাংলাদেশ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে খেলতে পারেনি ১০টা ওভারও!
ডানেডিন থেকে অকল্যান্ড—ছয় শহর ঘুরে শেষ হলো বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর। শহর পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি বাংলাদেশের বিষাদের গল্প। পরাজয়ের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ আর বৃত্ত থেকে বের হতেই পারল না। অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত কাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৬৫ রানে হেরেছে বাংলাদেশ।
বৃষ্টি বাগড়ায় ২০ ওভারের ম্যাচ নেমে আসে ১০ ওভারে। টস হেরে আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডকে দুর্দান্ত শুরু এনে দেন ফিন অ্যালেন। কিউই ওপেনারের ১৯ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে নিউজিল্যান্ড ৪ উইকেট তোলে ১৪১।
১০ ওভারে লক্ষ্যটা অবশ্যই অনেক বড়। এমন পরিস্থিতি প্রথম বল থেকেই চালিয়ে খেলাই প্রধান শর্ত। আর সেটি করতে গিয়ে ফল হলো উল্টো। বাংলাদেশ ১০ ওভারও ব্যাটিং করতে পারেনি। ৯.৩ ওভারে অলআউট ৭৬ রানে। চোটে পড়ে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ না থাকায় এই ম্যাচে বাংলাদেশ অধিনায়কত্ব করেছেন লিটন। অধিনায়কত্বের প্রথম ম্যাচেই হলো তাঁর ভয়ংকর অভিজ্ঞতা!
১৪২ রানের বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। লিটনের জায়গায় ওপেন করতে নামেন আগের ম্যাচে ছন্দে ফেরা সৌম্য সরকার। এ ম্যাচে ছন্দটা আর ধরে রাখতে পারেননি তিনি। ৪ বলে ১০ রান করেই টিম সাউদির বলে ফিরতে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফেরেন বাঁহাতি ওপেনার। তিনে নামা অধিনায়ক লিটন দাস ব্যর্থতার ষোলকলা পূরণ করে এ ম্যাচে মেরেছেন গোল্ডেন ‘ডাক’!
সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো করার পুরস্কার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়া মোহাম্মদ নাঈম আজ ফিরেছেন ১৩ বলে ১৯ রান করে। সফরে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েও সেটা কাজে লাগতে পারেননি নাজমুল হোসেন শান্ত (৮) । ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ আর ফিরতে পারেনি ম্যাচে। আফিফ হোসেন (8) ও মেহেদী হাসান (০) অ্যাস্টেলের জোড়া শিকার হলে ৫২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ তখন পরাজয়ের প্রহর গুনছে।
শরিফুল ইসলাম (৬) ও তাসকিন আহমেদও (৫) বেশিক্ষণ সময় নেননি ড্রেসিংরুমে ফিরতে। মোসাদ্দেক হোসেনের ১৩ রান বাংলাদেশ ইনিংসের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অংকের রান করে আউট হন, দলের রান তখন ৭২। অ্যাস্টল নিয়েছেন চার উইকেট, সাউদির ঝুলিতে ৩টি আর অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন একটি করে উইকেট নেন।
পুরো সফরটা দুঃস্বপ্নের মতো কাটল বাংলাদেশের। একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আত্মবিশ্বাস তলানিতে থাকা একটি দলের কঙ্কালটা একেবারে বেরিয়ে পড়ল শেষ ম্যাচ এসে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে দিশেহারা বাংলাদেশ সিরিজের শেষ টি–টোয়েন্টিতে খেলতে পারেনি ১০টা ওভারও!
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
১১ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
১১ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
১১ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১২ ঘণ্টা আগে