ক্রীড়া ডেস্ক
নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সাড়া জাগানো আগ্রহ মেলে স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারই সুফল হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পনসর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ জাতীয় দলের কিট স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। বাফুফের নতুন কমিটির চার মাসের মাথায় এই চুক্তি বাস্তবায়ন হয়েছে। এ চুক্তির পরই প্রকাশ পেয়েছে হামজাদের নতুন অ্যাওয়ে জার্সি।
জার্সি প্রকাশের পরই আলোচনায় বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি। জর্সির বর্ণনায় বাফুফে জানিয়েছে, জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা জার্সির নকশার মাধ্যমে দারুণভাবে প্রকাশ পেয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
জার্সির কেন্দ্রস্থলে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে, আর লালের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে উপস্থাপন করে। হাতার ওপর তারকা আকৃতির শাপলা ও হিরার মোটিফ একত্রিত হয়ে খেলোয়াড়দের উৎসর্গ ও মূল্যবোধকে সম্মান জানায়। হাতার প্যাটার্ন সম্পূর্ণরূপে জ্যামিতিক ও ধারালো প্রান্তযুক্ত কাঠামোতে নকশা করা হয়েছে, যা আধুনিক নান্দনিকতা তৈরি করে। এই ধারালো আকৃতি শুধু বাংলাদেশের জাতীয় ফুলকেই প্রতিফলিত করে না, বরং এটি খেলোয়াড়দের শক্তি, নিখুঁত ও দৃঢ়সংকল্পকেও চিহ্নিত করে, যা একটি উজ্জ্বল হিরার বিভিন্ন দিকের মতোই উজ্জ্বল।
বাফুফে জানিয়েছে, জার্সিটির ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি। যিনি পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং দেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই শিল্পকর্মটি গড়েছেন। বুকের বাঁ-পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো, ডান পাশে স্পন্স ব্র্যান্ড দৌড়ের লোগো। পাশাপাশি তিন নদীর অববাহিকা এমনভাবে নকশা করা হয়েছে, যা অনেকটা বিজয়ের প্রতীক ‘ভি’-এর মতো।
সম্পূর্ণ জার্সিটি বাংলাদেশের পরিচয়, ঐতিহ্য এবং ক্রীড়াবিদদের অবিচল চেতনার একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। এটি দেশপ্রেম, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ।
নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সাড়া জাগানো আগ্রহ মেলে স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারই সুফল হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পনসর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ জাতীয় দলের কিট স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। বাফুফের নতুন কমিটির চার মাসের মাথায় এই চুক্তি বাস্তবায়ন হয়েছে। এ চুক্তির পরই প্রকাশ পেয়েছে হামজাদের নতুন অ্যাওয়ে জার্সি।
জার্সি প্রকাশের পরই আলোচনায় বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি। জর্সির বর্ণনায় বাফুফে জানিয়েছে, জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা জার্সির নকশার মাধ্যমে দারুণভাবে প্রকাশ পেয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
জার্সির কেন্দ্রস্থলে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে, আর লালের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে উপস্থাপন করে। হাতার ওপর তারকা আকৃতির শাপলা ও হিরার মোটিফ একত্রিত হয়ে খেলোয়াড়দের উৎসর্গ ও মূল্যবোধকে সম্মান জানায়। হাতার প্যাটার্ন সম্পূর্ণরূপে জ্যামিতিক ও ধারালো প্রান্তযুক্ত কাঠামোতে নকশা করা হয়েছে, যা আধুনিক নান্দনিকতা তৈরি করে। এই ধারালো আকৃতি শুধু বাংলাদেশের জাতীয় ফুলকেই প্রতিফলিত করে না, বরং এটি খেলোয়াড়দের শক্তি, নিখুঁত ও দৃঢ়সংকল্পকেও চিহ্নিত করে, যা একটি উজ্জ্বল হিরার বিভিন্ন দিকের মতোই উজ্জ্বল।
বাফুফে জানিয়েছে, জার্সিটির ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি। যিনি পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং দেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই শিল্পকর্মটি গড়েছেন। বুকের বাঁ-পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো, ডান পাশে স্পন্স ব্র্যান্ড দৌড়ের লোগো। পাশাপাশি তিন নদীর অববাহিকা এমনভাবে নকশা করা হয়েছে, যা অনেকটা বিজয়ের প্রতীক ‘ভি’-এর মতো।
সম্পূর্ণ জার্সিটি বাংলাদেশের পরিচয়, ঐতিহ্য এবং ক্রীড়াবিদদের অবিচল চেতনার একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। এটি দেশপ্রেম, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ।
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবির পর হার্ডলাইনে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার মধ্যে পরিবার-পরিজন নিয়ে বিদেশ সফরের ব্যাপারে কঠোর বিধিনিষেধের ব্যাপার রয়েছে। একই নিয়মকানুন আরোপ করা হয় আইপিএলের জন্যও। এমন নিয়মের কারণে...
১১ ঘণ্টা আগেডার্বি মানেই উত্তাপ। এ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও। কারণ হামজা চৌধুরী খেলছিলেন যে। বাংলাদেশে পা রাখার আগে এটিই ছিল শেফিল্ড শিল্ডের হয়ে তাঁর শেষ ম্যাচ। কাল থেকে তাঁর পুরো ভাবনার অনেকটা জুড়েই থাকবে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেঅফফর্মের চক্রে ঘুরপাক খেতে থাকা লিটন দাসকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গিয়েছিল বাংলাদেশ। ঘরোয়া ক্রিকেটের লিস্ট এ সংস্করণ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) দল পাচ্ছিলেন না তিনি। অবশেষে বাংলাদেশের এই ৩০ বছর বয়সী ব্যাটারকে নিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।এই ক্লাবটির পৃষ্ঠপোষক তামিম ইকবাল।
১২ ঘণ্টা আগেতরুণ থেকে প্রবীণ—হবিগঞ্জের স্নানঘাট গ্রামের সব বয়সী মানুষের ভেতর বইছে একই উন্মাদনা। কারণ, হামজা চৌধুরী আসছেন। হবিগঞ্জে এর আগেও বেশ কয়েকবার পা রেখেছেন তিনি। কিন্তু বাংলাদেশের ফুটবলার হিসেবে এবারই প্রথম আসা হচ্ছে তাঁর। তাঁকে ঘিরে হবিগঞ্জজুড়ে ঈদের মতোই উৎসবের আমেজ বিরাজ করছে।
১৩ ঘণ্টা আগে