নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা সবশেষ সংযোজন।
সাকিবের দুঃসময় আগেও এসেছে। তবে গত ৫ মাসে যা হয়েছে, এরকম কঠিন সময় আগে কখনো পার করেননি। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে তাঁর সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েক দিনের মধ্যেই পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় নাম উঠে যায় সাকিবের। এরপর থেকে প্রতিটা মাসই তাঁর জন্য ঘটনাবহুল। সেপ্টেম্বরে পুঁজিবাজার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা হয় তাঁর বিরুদ্ধে। যে শেয়ারবাজারে দেশের লাখ লাখ মানুষ বিনিয়োগ করে থাকেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকা সাকিব অক্টোবরে ফেসবুকে দীর্ঘ এক পোস্টে স্ট্যাটাস দেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তখন সাকিব ইস্যুতে বিভিন্ন কথাবার্তা বলেন। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসে পড়েন। সেই সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সাকিবের পক্ষে-বিপক্ষে তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের শেষ টেস্ট খেলার অপূর্ণতা থেকেই গেল।
দেশে না থেকেও সাকিব আলোচনায় আসছেন নিয়মিতই। এতে শুধু তিনিই নন, জড়িয়ে যায় তাঁর পরিবারও। নভেম্বরে সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আল হাসান শিশিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই মাসে কাউন্টিতে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এই কাউন্টি খেলেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটি স্টেডিয়ামে বোলিং পরীক্ষায় ফেল করার পর প্রথমে ইংল্যান্ডে, পরে আন্তর্জাতিক ক্রিকেটেই তাঁর বোলিং নিষিদ্ধ হয়ে যায়। বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় সুযোগ সাকিব পেয়েছিলেন। তবে ডিসেম্বরে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে বোলিং অ্যাকশন পরীক্ষায় পুনর্মূল্যায়ন করে দেখা যায়, তাঁর বোলিং অ্যাকশনে সমস্যা রয়েই গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সাকিবের দ্বিতীয়বার বোলিং অ্যাকশনে ফেল করার কথা জানিয়েছে ১১ জানুয়ারি। ঠিক তার পরের দিন (১২ জানুয়ারি) ঘোষণা করা হয় চ্যাম্পিয়নস ট্রফির দল। তবে শুধু ব্যাটার হিসেবে খেলবেন দেখে তাঁকে ১৫ সদস্যের দলে রাখা হয়নি বলে দল ঘোষণার দিন জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাতে করে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ইতি টানতে চাইলেও সেই অপূর্ণতা থেকেই গেল। কানপুরে ভারতের বিপক্ষে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টেস্টটাই হয়ে থাকল তাঁর বাংলাদেশের জার্সিতে শেষ ম্যাচ।
আরও পড়ুন:
বিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা সবশেষ সংযোজন।
সাকিবের দুঃসময় আগেও এসেছে। তবে গত ৫ মাসে যা হয়েছে, এরকম কঠিন সময় আগে কখনো পার করেননি। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে তাঁর সংসদ সদস্যের (এমপি) পদ বাতিল হয়ে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েক দিনের মধ্যেই পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় নাম উঠে যায় সাকিবের। এরপর থেকে প্রতিটা মাসই তাঁর জন্য ঘটনাবহুল। সেপ্টেম্বরে পুঁজিবাজার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা হয় তাঁর বিরুদ্ধে। যে শেয়ারবাজারে দেশের লাখ লাখ মানুষ বিনিয়োগ করে থাকেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় চুপ থাকা সাকিব অক্টোবরে ফেসবুকে দীর্ঘ এক পোস্টে স্ট্যাটাস দেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ তখন সাকিব ইস্যুতে বিভিন্ন কথাবার্তা বলেন। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে বিদায়ী টেস্ট খেলতে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসে পড়েন। সেই সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সাকিবের পক্ষে-বিপক্ষে তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের শেষ টেস্ট খেলার অপূর্ণতা থেকেই গেল।
দেশে না থেকেও সাকিব আলোচনায় আসছেন নিয়মিতই। এতে শুধু তিনিই নন, জড়িয়ে যায় তাঁর পরিবারও। নভেম্বরে সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আল হাসান শিশিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই মাসে কাউন্টিতে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এই কাউন্টি খেলেছিলেন ২০২৪ সালের সেপ্টেম্বরে। ডিসেম্বরে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটি স্টেডিয়ামে বোলিং পরীক্ষায় ফেল করার পর প্রথমে ইংল্যান্ডে, পরে আন্তর্জাতিক ক্রিকেটেই তাঁর বোলিং নিষিদ্ধ হয়ে যায়। বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় সুযোগ সাকিব পেয়েছিলেন। তবে ডিসেম্বরে চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে বোলিং অ্যাকশন পরীক্ষায় পুনর্মূল্যায়ন করে দেখা যায়, তাঁর বোলিং অ্যাকশনে সমস্যা রয়েই গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে সাকিবের দ্বিতীয়বার বোলিং অ্যাকশনে ফেল করার কথা জানিয়েছে ১১ জানুয়ারি। ঠিক তার পরের দিন (১২ জানুয়ারি) ঘোষণা করা হয় চ্যাম্পিয়নস ট্রফির দল। তবে শুধু ব্যাটার হিসেবে খেলবেন দেখে তাঁকে ১৫ সদস্যের দলে রাখা হয়নি বলে দল ঘোষণার দিন জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাতে করে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব ইতি টানতে চাইলেও সেই অপূর্ণতা থেকেই গেল। কানপুরে ভারতের বিপক্ষে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে টেস্টটাই হয়ে থাকল তাঁর বাংলাদেশের জার্সিতে শেষ ম্যাচ।
আরও পড়ুন:
উড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
২ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
২ ঘণ্টা আগেসেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৫ ঘণ্টা আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
৬ ঘণ্টা আগে