ক্রীড়া ডেস্ক
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্টটি নিয়ে জটিলতা কাটছেই না। কারণ, ভারত-পাকিস্তান দুই ক্রিকেট বোর্ড মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ায় কোথায়, কখন হবে সেটা এখনো বোঝাই যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ (পিসিবি) দেশটির ক্রিকেটাররাও এখন নিজেদের অধিকারের পক্ষে কথা বলছেন।
আইসিসি আজ একটি ভার্চুয়াল সভা ডেকেছে। এই সভায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ধোঁয়াশা কাটবে বলে আশা করা যাচ্ছে। আইসিসির এই টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, বোর্ড সদস্যদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হবে বলে ধারণা করা হচ্ছে। এটা অনেকটা ‘হাইব্রিড মডেলের’ মতোই। যেটা নিয়ে গত কয়েক মাস ধরে চলছে আলাপ-আলোচনা। তবে ক্রিকবাজ, ক্রিকইনফোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পিসিবি হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে। পিসিবির এই মতের সঙ্গে সহমত জানিয়ে সালমান বাট বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির অবস্থান ঠিকই আছে। চ্যাম্পিয়নস ট্রফির পুরোটা হওয়া উচিত পাকিস্তানে। এটা আমাদের অধিকার।’
পাকিস্তানের মাঠে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অনেক দেশের ক্রিকেটাররাই ক্রিকেট খেলছেন নিয়মিত। ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। যার ফলে ২০২৩ এশিয়া কাপ পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান মিলে আয়োজন করতে হয়েছে। তবে ভারতের মাঠ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এই দুই টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান।
বাটের মতে, ভারত-পাকিস্তান দুই পক্ষকেই ভারসাম্য বজায় রেখে চলতে হবে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘যদি আমরা ভারত সফর করতে পারি, তাদেরও (ভারত) পাকিস্তান সফর করা উচিত। ভারতকে এখানে স্বাগত জানাব আমরা। যদি পুরো বিশ্ব পাকিস্তানে সফর করতে পারে, ভারতও পারবে।’ এর আগে বাটের সুরে সুর মিলিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। পরশু মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে ভারতের পাকিস্তান সফর নিয়ে অনীহার ব্যাপারে তোপ দেগেছিলেন।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির আজকের সভায় সম্ভাব্য তিনটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। হাইব্রিড মডেল তো রয়েছেই। দ্বিতীয়ত পুরো টুর্নামেন্ট পাকিস্তানের বাইরে। যেখানে পিসিবির আয়োজক সত্ত্ব থাকবে। আরেকটা হচ্ছে, পাকিস্তানে টুর্নামেন্ট হবে কিন্তু ভারতকে ছাড়া। সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।
চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও টুর্নামেন্টটি নিয়ে জটিলতা কাটছেই না। কারণ, ভারত-পাকিস্তান দুই ক্রিকেট বোর্ড মুখোমুখি দাঁড়িয়ে যাওয়ায় কোথায়, কখন হবে সেটা এখনো বোঝাই যাচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ (পিসিবি) দেশটির ক্রিকেটাররাও এখন নিজেদের অধিকারের পক্ষে কথা বলছেন।
আইসিসি আজ একটি ভার্চুয়াল সভা ডেকেছে। এই সভায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ধোঁয়াশা কাটবে বলে আশা করা যাচ্ছে। আইসিসির এই টুর্নামেন্টে ভারত তাদের ম্যাচগুলো কোথায় খেলবে, বোর্ড সদস্যদের ভোটের ভিত্তিতে নির্বাচিত হবে বলে ধারণা করা হচ্ছে। এটা অনেকটা ‘হাইব্রিড মডেলের’ মতোই। যেটা নিয়ে গত কয়েক মাস ধরে চলছে আলাপ-আলোচনা। তবে ক্রিকবাজ, ক্রিকইনফোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, পিসিবি হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে। পিসিবির এই মতের সঙ্গে সহমত জানিয়ে সালমান বাট বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে পিসিবির অবস্থান ঠিকই আছে। চ্যাম্পিয়নস ট্রফির পুরোটা হওয়া উচিত পাকিস্তানে। এটা আমাদের অধিকার।’
পাকিস্তানের মাঠে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ অনেক দেশের ক্রিকেটাররাই ক্রিকেট খেলছেন নিয়মিত। ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। যার ফলে ২০২৩ এশিয়া কাপ পুরোটা পাকিস্তানে হওয়ার কথা থাকলেও হাইব্রিড মডেলে শ্রীলঙ্কা-পাকিস্তান মিলে আয়োজন করতে হয়েছে। তবে ভারতের মাঠ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ এই দুই টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান।
বাটের মতে, ভারত-পাকিস্তান দুই পক্ষকেই ভারসাম্য বজায় রেখে চলতে হবে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘যদি আমরা ভারত সফর করতে পারি, তাদেরও (ভারত) পাকিস্তান সফর করা উচিত। ভারতকে এখানে স্বাগত জানাব আমরা। যদি পুরো বিশ্ব পাকিস্তানে সফর করতে পারে, ভারতও পারবে।’ এর আগে বাটের সুরে সুর মিলিয়েছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। পরশু মধ্যরাতে এক সংবাদ সম্মেলনে ভারতের পাকিস্তান সফর নিয়ে অনীহার ব্যাপারে তোপ দেগেছিলেন।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানা গেছে, আইসিসির আজকের সভায় সম্ভাব্য তিনটা বিষয় নিয়ে আলোচনা হতে পারে। হাইব্রিড মডেল তো রয়েছেই। দ্বিতীয়ত পুরো টুর্নামেন্ট পাকিস্তানের বাইরে। যেখানে পিসিবির আয়োজক সত্ত্ব থাকবে। আরেকটা হচ্ছে, পাকিস্তানে টুর্নামেন্ট হবে কিন্তু ভারতকে ছাড়া। সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান-এই দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে।
উইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
১৫ মিনিট আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৪ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৪ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৫ ঘণ্টা আগে