নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ । অফিস শুরুর প্রথম দিনেই বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলোয় কীভাবে পরিবর্তন আসবে, সংক্ষেপে জানালেন ক্রীড়া উপদেষ্টা।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে আসেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ কথাই তিনি বলেছেন বিসিবিকে নিয়ে। জানিয়েছেন তিনটি সিদ্ধান্তের কথা। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি যেহেতু আইসিসির অধীনে সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। বিসিবির পরিচালক যাঁরা আছেন, তাঁদের পরামর্শ দিয়েছি। তাঁরা এ ব্যাপারে আইসিসির আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, তাঁরা সে বিষয়ে পরে আমাদের রিপোর্ট দেবেন এবং এ বিষয়ে প্রক্রিয়াটা চালু রাখব। এই তিনটি সিদ্ধান্ত বা প্রক্রিয়া যা-ই বলেন, আপনাদের জানাতে পেরেছি।’
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত হয়েছে। আজ আসিফের কথায় এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও, ‘বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অনুপস্থিত।’
সময়ের স্বল্পতার কারণে গণমাধ্যমকে বেশি সময় দিতে পারেননি আসিফ। নবগঠিত সরকারের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিসিবির পাশাপাশি অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে ফেডারেশনগুলো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আসিফ। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজ আমি সময় দিতে পারছি না। আপনারা জানেন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান আছে। আমরা আরও বিস্তারিত কথা বলব। আসলে আজ সময় স্বল্পতার কারণে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সঙ্গে আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ দেওয়ার দরকার হলে পরামর্শ দেব। অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে কাজগুলো করতে হবে।’
অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়েছিল। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ । অফিস শুরুর প্রথম দিনেই বিসিবি-বাফুফেসহ ক্রীড়া ফেডারেশনগুলোয় কীভাবে পরিবর্তন আসবে, সংক্ষেপে জানালেন ক্রীড়া উপদেষ্টা।
নতুন দায়িত্ব পাওয়ার পর আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে আসেন আসিফ মাহমুদ। সংবাদমাধ্যমের সামনে বেশির ভাগ কথাই তিনি বলেছেন বিসিবিকে নিয়ে। জানিয়েছেন তিনটি সিদ্ধান্তের কথা। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘বিসিবি যেহেতু আইসিসির অধীনে সায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারব না। বিসিবির পরিচালক যাঁরা আছেন, তাঁদের পরামর্শ দিয়েছি। তাঁরা এ ব্যাপারে আইসিসির আইনি কাঠামোর মধ্যে থেকে কীভাবে বিষয়টির সমাধান করা যায় এবং অন্তর্বর্তী সময়ের জন্য কাউকে নিয়োগ করা যায় কি না, তাঁরা সে বিষয়ে পরে আমাদের রিপোর্ট দেবেন এবং এ বিষয়ে প্রক্রিয়াটা চালু রাখব। এই তিনটি সিদ্ধান্ত বা প্রক্রিয়া যা-ই বলেন, আপনাদের জানাতে পেরেছি।’
সরকার পতনের পরই জাতীয় সংসদ বিলুপ্ত হয়েছে। আজ আসিফের কথায় এসেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রসঙ্গও, ‘বিসিবি সভাপতি অনুপস্থিত আছেন। অবশ্যই একটা ফেডারেশন চালাতে হলে তার সবগুলো অর্গান ঠিকভাবে কাজ করতে হয়। সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অনুপস্থিত।’
সময়ের স্বল্পতার কারণে গণমাধ্যমকে বেশি সময় দিতে পারেননি আসিফ। নবগঠিত সরকারের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে যেতে হচ্ছে। হাতে পর্যাপ্ত সময় নিয়ে বিসিবির পাশাপাশি অন্যান্য ফেডারেশনের সঙ্গে বসার কথা জানিয়েছেন তিনি। আইনি প্রক্রিয়া মেনে ফেডারেশনগুলো ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেছেন আসিফ। সংবাদমাধ্যমকে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আজ আমি সময় দিতে পারছি না। আপনারা জানেন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠান আছে। আমরা আরও বিস্তারিত কথা বলব। আসলে আজ সময় স্বল্পতার কারণে এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে বিসিবির সঙ্গে আলোচনা করার সময় বা সুযোগ পেয়েছি। বাকি ফেডারেশনগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনার ভিত্তিতে তাদের পরামর্শ দেওয়ার দরকার হলে পরামর্শ দেব। অবশ্যই আইনি কাঠামোর মধ্যে থেকে কাজগুলো করতে হবে।’
অক্টোবরে বাংলাদেশে হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে আইসিসি বিকল্প ভেন্যুর সিদ্ধান্তও নিয়েছিল। পরশু আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ শুনিয়েছেন আশার কথা। বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
এটাও কি সম্ভব? মাত্র ৭ রানেই গল্প শেষ আইভোরি কোস্টের! ম্যাচ দেখা তো দূরে থাক, এই স্কোরকার্ড সামাজিক মাধ্যমে কারও নজরে পড়লে তাঁর চোখ রীতিমতো কপালে ওঠার মতো অবস্থা হবে।
১৯ মিনিট আগেসাবলীলভাবে খেলতে খেলতে হঠাৎই খেই হারানোর ঘটনা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান প্রথম টেস্টে দেখা গেছে একই ঘটনা। কোনোমতে ফলোঅন এড়ালেও স্বাগতিকেরা কতক্ষণ টিকবে প্রথম ইনিংসে, সেটাই এখন দেখার বিষয়।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৪ ঘণ্টা আগে