ক্রীড়া ডেস্ক
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি গতকাল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটি টুর্নামেন্টের নবম আয়োজন। ১ জুন শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। ডালাসে হবে শুরু, ফাইনাল হবে বার্বাডোজে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। ২৯ দিনব্যাপী টুর্নামেন্টে ম্যাচ হবে ৫৫টি। গ্রুপ পর্বে ম্যাচ সংখ্যা ৪০, সুপার এইটে হবে ১২ ম্যাচ, এরপর রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। ৫৫ ম্যাচ হবে ৯ ভেন্যুতে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে হবে ৩৯ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের সিটি ফিল্ড, সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম—যুক্তরাষ্ট্রের এই তিন ভেন্যুতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ ম্যাচ হবে। ১৬ ম্যাচের প্রতিটিই গ্রুপ পর্বের। প্রথমবারের মতো এবারই কোনো আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। চলুন, দেখে নেওয়া যাক বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম, নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুর মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৮ ম্যাচ হবে নিউইয়র্ক সিটির নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই মাঠের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ৯ জুন হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। একই মাঠে পরের দিন মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। মাঠের দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৪ হাজার। নিউইয়র্কের এই ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস
এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। ৭ জুন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই মাঠে হবে বিশ্বকাপের ৪ ম্যাচ। দর্শক ধারণক্ষমতা ৭ হাজার। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লডারহিল
ফ্লোরিডার লডারহিলে হবে বিশ্বকাপের ৪ ম্যাচ। দর্শক ধারণক্ষমতা ২০ হাজার। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলে এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। নারীদের টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ৩টি। ছেলেদের ক্রিকেটে ১৬ টি-টোয়েন্টি ও ৬ ওয়ানডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোর ২৪৫ রান। ২০১৬-এর ২৭ আগস্ট ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৪৫ রান করেছিল।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণ সূচি গতকাল প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটি টুর্নামেন্টের নবম আয়োজন। ১ জুন শুরু হয়ে শেষ হবে ২৯ জুন। ডালাসে হবে শুরু, ফাইনাল হবে বার্বাডোজে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। ২৯ দিনব্যাপী টুর্নামেন্টে ম্যাচ হবে ৫৫টি। গ্রুপ পর্বে ম্যাচ সংখ্যা ৪০, সুপার এইটে হবে ১২ ম্যাচ, এরপর রয়েছে দুটি সেমিফাইনাল ও ফাইনাল। ৫৫ ম্যাচ হবে ৯ ভেন্যুতে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ৬ ভেন্যুতে হবে ৩৯ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের সিটি ফিল্ড, সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম—যুক্তরাষ্ট্রের এই তিন ভেন্যুতে হবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ ম্যাচ হবে। ১৬ ম্যাচের প্রতিটিই গ্রুপ পর্বের। প্রথমবারের মতো এবারই কোনো আইসিসি ইভেন্ট হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। চলুন, দেখে নেওয়া যাক বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিন ভেন্যু।
নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়াম, নিউইয়র্ক
যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুর মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি ৮ ম্যাচ হবে নিউইয়র্ক সিটির নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই মাঠের সবচেয়ে বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। ৯ জুন হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। একই মাঠে পরের দিন মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। মাঠের দর্শক ধারণক্ষমতা প্রায় ৩৪ হাজার। নিউইয়র্কের এই ক্রিকেট স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম, ডালাস
এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। ৭ জুন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এই মাঠে হবে বিশ্বকাপের ৪ ম্যাচ। দর্শক ধারণক্ষমতা ৭ হাজার। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি।
সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ড, লডারহিল
ফ্লোরিডার লডারহিলে হবে বিশ্বকাপের ৪ ম্যাচ। দর্শক ধারণক্ষমতা ২০ হাজার। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলে এই স্টেডিয়ামে এখন পর্যন্ত ২৫টি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। নারীদের টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ৩টি। ছেলেদের ক্রিকেটে ১৬ টি-টোয়েন্টি ও ৬ ওয়ানডে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় স্কোর ২৪৫ রান। ২০১৬-এর ২৭ আগস্ট ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ২৪৫ রান করেছিল।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৭ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৮ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৮ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৯ ঘণ্টা আগে