নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
অনুশীলন শুরুর আগে প্রায়ই ফুটবল খেলে গা গরম করেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের আগেও ফুটবল খেলায় মেতে ওঠেন সাকিব আল হাসানরা।
সকালে ওই গা গরমের ফুটবল খেলতে গিয়েই হয়েছে বিপত্তি। মুখে ফুটবলের আঘাতে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের মুখে । সঙ্গে সঙ্গেই মুখে হাত দিয়ে বসে পড়েন এই অলরাউন্ডার। বেশ কিছুক্ষণ তাঁকে মাটিতে গড়াগড়িও খেতে দেখা যায়।
পরে ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করেন। এরপর মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গেছে, স্ক্যানে চিন্তিত হওয়ার মতো কিছু দেখা যায়নি। আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে চোট সমস্যা যেন পেয়ে বসেছে বাংলাদেশ দলকে। গতকাল ঐচ্ছিক অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন জাকির হাসান।
আঙুলে চোট পেয়েছেন প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির। চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে। তাঁর জায়গায় প্রায় আট বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার। ২০১৫ সালে একবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি এই সংস্করণে। দিন কয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রনি।
অনুশীলন শুরুর আগে প্রায়ই ফুটবল খেলে গা গরম করেন বাংলাদেশের ক্রিকেটাররা। আগামীকাল আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের আগেও ফুটবল খেলায় মেতে ওঠেন সাকিব আল হাসানরা।
সকালে ওই গা গরমের ফুটবল খেলতে গিয়েই হয়েছে বিপত্তি। মুখে ফুটবলের আঘাতে হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে। পেসার হাসান মাহমুদের একটি কিক আচমকা এসে লাগে মিরাজের মুখে । সঙ্গে সঙ্গেই মুখে হাত দিয়ে বসে পড়েন এই অলরাউন্ডার। বেশ কিছুক্ষণ তাঁকে মাটিতে গড়াগড়িও খেতে দেখা যায়।
পরে ফিজিও এসে কিছুক্ষণ দেখভাল করেন। এরপর মিরাজকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গেছে, স্ক্যানে চিন্তিত হওয়ার মতো কিছু দেখা যায়নি। আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে চোট সমস্যা যেন পেয়ে বসেছে বাংলাদেশ দলকে। গতকাল ঐচ্ছিক অনুশীলনে চোট পেয়ে স্কোয়াড থেকেই ছিটকে গেছেন জাকির হাসান।
আঙুলে চোট পেয়েছেন প্রথমবার ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া জাকির। চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহের বেশি সময় লাগবে। তাঁর জায়গায় প্রায় আট বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন রনি তালুকদার। ২০১৫ সালে একবার ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেও এখনো অভিষেক হয়নি এই সংস্করণে। দিন কয়েক আগে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় আট বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন রনি।
২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩০ মিনিট আগেএগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হারল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাতে আজ কিংস অ্যারেনায় বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপের শিরোপাটা উঠল বসুন্ধরা কিংসের হাতেই।
২ ঘণ্টা আগেটেস্টে নেতৃত্বের অভিষেকেই টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৪ ঘণ্টা আগে