ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা খুব ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। অফফর্মের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। সিংহাসন খুইয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবের অবনতি হলেও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৩। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের মাইলফলক—যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে এই ডাবল ছুঁয়েছেন ঠিকই। তবে সিরিজজুড়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। যুক্তরাষ্ট্র সিরিজে ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে করেছেন ৩৬ রান। ৭.৪০ ইকোনমিতে নেন ১ উইকেট। সাকিবকে হটিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৮। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন সাকিব।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৫৮৩। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডটা তিনি গড়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। চলতি সপ্তাহের শনিবার হিউস্টনে বাংলাদেশের ধবলধোলাই এড়ানোর ম্যাচে ৪ ওভারে ১০ রান খরচ করে নেন ৬ উইকেট। ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।
বিশ্বকাপের আগে পাকিস্তান-ইংল্যান্ড চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই দলের জন্য একরকম প্রস্তুতিমূলক সিরিজ। তবে এই সিরিজে চলছে বৃষ্টির খেলা। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। হয়েছে শুধু এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচটিই প্রভাব ফেলেছে আইসিসির র্যাঙ্কিংয়ে। ৫১ বলে ৮৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন জস বাটলার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ফিল সল্ট, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, যশস্বী জয়সওয়াল—এই পাঁচ ব্যাটার আগের মতোই ২ থেকে ৬ নম্বরে অবস্থান করছেন। পাঁচ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং। কিংয়ের নেতৃত্বে উইন্ডিজ কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ৩৬ রানে নেন ৩ উইকেট। সমান ৬৩১ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে অ্যাডাম জাম্পা। ৭২২ ও ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে অবস্থান করছেন আদিল রশিদ ও হাসারাঙ্গা। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা ও ভারতের রবি বিষ্ণুই—দুজনে সমান ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে চারে। তিনে আছেন অক্ষর প্যাটেল। তিকশানা, বিষ্ণুই ও অক্ষর—প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা খুব ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। অফফর্মের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। সিংহাসন খুইয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সাকিবের অবনতি হলেও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মোস্তাফিজুর রহমান।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমেছেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৩। আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের মাইলফলক—যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে এই ডাবল ছুঁয়েছেন ঠিকই। তবে সিরিজজুড়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। যুক্তরাষ্ট্র সিরিজে ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে করেছেন ৩৬ রান। ৭.৪০ ইকোনমিতে নেন ১ উইকেট। সাকিবকে হটিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৮। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন সাকিব।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৫৮৩। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডটা তিনি গড়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। চলতি সপ্তাহের শনিবার হিউস্টনে বাংলাদেশের ধবলধোলাই এড়ানোর ম্যাচে ৪ ওভারে ১০ রান খরচ করে নেন ৬ উইকেট। ১০ উইকেট নিয়ে হয়েছেন সিরিজসেরা। তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস প্রশংসা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছে।
বিশ্বকাপের আগে পাকিস্তান-ইংল্যান্ড চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই দলের জন্য একরকম প্রস্তুতিমূলক সিরিজ। তবে এই সিরিজে চলছে বৃষ্টির খেলা। তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। হয়েছে শুধু এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। সেই ম্যাচটিই প্রভাব ফেলেছে আইসিসির র্যাঙ্কিংয়ে। ৫১ বলে ৮৪ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন জস বাটলার। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। ফিল সল্ট, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, এইডেন মার্করাম, যশস্বী জয়সওয়াল—এই পাঁচ ব্যাটার আগের মতোই ২ থেকে ৬ নম্বরে অবস্থান করছেন। পাঁচ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং। কিংয়ের নেতৃত্বে উইন্ডিজ কদিন আগে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বোলিং করে ৩৬ রানে নেন ৩ উইকেট। সমান ৬৩১ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১১ নম্বরে অ্যাডাম জাম্পা। ৭২২ ও ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে অবস্থান করছেন আদিল রশিদ ও হাসারাঙ্গা। শ্রীলঙ্কার মাহিশ তিকশানা ও ভারতের রবি বিষ্ণুই—দুজনে সমান ৬৫৯ রেটিং পয়েন্ট নিয়ে চারে। তিনে আছেন অক্ষর প্যাটেল। তিকশানা, বিষ্ণুই ও অক্ষর—প্রত্যেকেই এক ধাপ করে এগিয়েছেন।
আরও পড়ুন:
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে