ক্রীড়া ডেস্ক
নেপালকে হারিয়ে গতকাল সুপার সিক্স জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে নেপালকে উড়িয়ে দিয়েও বাংলাদেশের যুবাদের নির্ভার থাকার কোনো সুযোগ নেই। বরং সুপার সিক্সের শেষ ম্যাচে আরও বড় ব্যবধানের জয় প্রয়োজন তাদের।
এই কঠিন সমীকরণ মেলাতে না পারলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের যুবাদের। ব্যাকপ্যাক করে ফেরার টিকিট কাটতে হবে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির দলকে। ‘ক্যারি পয়েন্ট’ যোগ হওয়ায় সেমিতে ওঠার লড়াইয়ে অন্য দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান অনেকটা নির্ভার থেকে সুপার সিক্স শুরু করেছে।
গ্রুপ পর্বের ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠার লড়াইয়ে নামে ভারত এবং পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ নামে ২ পয়েন্ট নিয়ে। সুপার সিক্সের প্রথম ম্যাচ তিন দলই নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়ায় বাকি দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা এখনো ২ পয়েন্টে আছে।
সুপার সিক্সের তিন ম্যাচ শেষে গতকাল পর্যন্ত সমান ৬ পয়েন্টে শীর্ষ দুইয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে গ্রুপ ‘১’ এ সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ভারত। ভারতের ৩.৩২৭ নেট রানরেটের বিপরীতে পাকিস্তানের ১.০৬৪। আর বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮।
সেমিফাইনালে ওঠার পথটা বন্ধুর হলেও বাংলাদেশের জন্য আশার সংবাদ হচ্ছে শেষ ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষরা পয়েন্ট ও নেট রানরেটে এগিয়ে থাকলেও তাদের হারাতে পারলে সুযোগ থাকছে সেমিতে ওঠার। এর জন্য অবশ্য নিজেদের উজাড় করে দিতে হবে রাব্বি ও আশিকুর রহমান শিবলিদের। যেমনটা ১৪৮ বল হাতে রেখে নেপালের বিপক্ষে ৪ উইকেটের জয়ে প্রাণপণ লড়াই করেছেন তাঁরা। পাকিস্তানের যুবাদের বড় ব্যবধানে হারাতে পারলে বন্ধুর পথটা তখন জয় করে শেষ চারের হবে।
নেপালকে হারিয়ে গতকাল সুপার সিক্স জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে নেপালকে উড়িয়ে দিয়েও বাংলাদেশের যুবাদের নির্ভার থাকার কোনো সুযোগ নেই। বরং সুপার সিক্সের শেষ ম্যাচে আরও বড় ব্যবধানের জয় প্রয়োজন তাদের।
এই কঠিন সমীকরণ মেলাতে না পারলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের যুবাদের। ব্যাকপ্যাক করে ফেরার টিকিট কাটতে হবে অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির দলকে। ‘ক্যারি পয়েন্ট’ যোগ হওয়ায় সেমিতে ওঠার লড়াইয়ে অন্য দুই প্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান অনেকটা নির্ভার থেকে সুপার সিক্স শুরু করেছে।
গ্রুপ পর্বের ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে ওঠার লড়াইয়ে নামে ভারত এবং পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশ নামে ২ পয়েন্ট নিয়ে। সুপার সিক্সের প্রথম ম্যাচ তিন দলই নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়ায় বাকি দুই দলের সঙ্গে বাংলাদেশের ব্যবধানটা এখনো ২ পয়েন্টে আছে।
সুপার সিক্সের তিন ম্যাচ শেষে গতকাল পর্যন্ত সমান ৬ পয়েন্টে শীর্ষ দুইয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। অন্যদিকে গ্রুপ ‘১’ এ সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৪। পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে ভারত। ভারতের ৩.৩২৭ নেট রানরেটের বিপরীতে পাকিস্তানের ১.০৬৪। আর বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮।
সেমিফাইনালে ওঠার পথটা বন্ধুর হলেও বাংলাদেশের জন্য আশার সংবাদ হচ্ছে শেষ ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষরা পয়েন্ট ও নেট রানরেটে এগিয়ে থাকলেও তাদের হারাতে পারলে সুযোগ থাকছে সেমিতে ওঠার। এর জন্য অবশ্য নিজেদের উজাড় করে দিতে হবে রাব্বি ও আশিকুর রহমান শিবলিদের। যেমনটা ১৪৮ বল হাতে রেখে নেপালের বিপক্ষে ৪ উইকেটের জয়ে প্রাণপণ লড়াই করেছেন তাঁরা। পাকিস্তানের যুবাদের বড় ব্যবধানে হারাতে পারলে বন্ধুর পথটা তখন জয় করে শেষ চারের হবে।
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
৩২ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে