নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে হেরেছিল রূপগঞ্জ টাইগার্স। বৃষ্টি বাগড়ায় পরের ম্যাচ মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে রূপগঞ্জ। আজ সাভারে বিকেএসপির-৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১১ রানে হারিয়েছে তারা।
মূলত পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবুর অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যেই এ জয় পেয়েছে রূপগঞ্জ। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটাররা যখন খাবি খাচ্ছিল, তখন ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন বাবু। আর বোলিংয়ে হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।
ওপেনার ইমরানুজ্জামানের ৬৮ ও অধিনায়ক নাঈম ইসলামের ৭২ রানের ইনিংসে চড়ে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৫১ রান করে রূপগঞ্জ। জবাবে ৪৮.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। ৪১ রানে ছয় উইকেটে হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় তারা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই গাজী গ্রুপের ওপর চওড়াও হন আলাউদ্দিন বাবু। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার হাবিবুর রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ড্রেসিংরুমে ফেরান বাবু। পরের দুই বলে ফেরান অমিত মজুমদার ও রবি তেজাকে। দুজনে আউট হয়েছেন গোল্ডেন ডাকে। এর আগে ডিপিএলের ২০২০-২১ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হ্যাটট্রিক করেছিলেন বাবু। সেবার ডিপিএল হয়েছিল ২০ ওভারের আদলে।
হ্যাটট্রিকের তিন শিকারকেই রানের খাতা খোলার আগে ফিরিয়েছেন বাবু। সপ্তম উইকেটে চাপ সামলিয়ে রূপগঞ্জকে জয়ের সম্ভাবনা দেখান অধিনায়ক আকবর আলী ও এনামুল হক। ১৪২ রানের জুটি গড়েন দুজনে মিলে। আকবর ৮৮ রানে আউট হলেও ৮২ রানে অপরাজিত থাকেন এনামুল।
৯.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাবু। অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রূপগঞ্জের এ অলরাউন্ডার।
দিনের বাকি দুই ম্যাচে অগ্রণী ব্যাংক ১২১ রানে উড়িয়ে দিয়েছে ঢাকা লিওপার্ডসকে। মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী।
ডিপিএলে যত হ্যাটট্রিক—
বোলারের নাম ম্যাচ মাঠ সাল
রুবেল হোসেন ব্রাদার্স-গাজী ট্যাংক সাভার ২০১৩
তাপস বৈশ্য কলাবাগান-প্রাইম ব্যাংক বগুড়া ২০১৩
মোহাম্মদ শরিফ শেখ জামাল-গাজী গ্রুপ ঢাকা ২০১৬
মনির হোসেন ভিক্টোরিয়া-ব্রাদার্স সাভার (৪) ২০১৭
আফিফ হোসেন আবাহনী-শেখ জামাল সাভার (৪) ২০১৭
আসিফ হাসান লিজেন্ড রুপগঞ্জ-শেখ জামাল সাভার ২০১৭/১৮
মাশরাফি মর্তুজা আবাহনী-অগ্রণী ব্যাংক ফতুল্লা ২০১৭/১৮
মোহাম্মদ শরিফ গাজী গ্রুপ-লিজেন্ড রুপগঞ্জ সাভার (৩) ২০১৭/১৮
আলাউদ্দিন বাবু রুপগঞ্জ টাইগার্স-গাজী গ্রুপ সাভার (৪) ২০২২/২৩
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে হেরেছিল রূপগঞ্জ টাইগার্স। বৃষ্টি বাগড়ায় পরের ম্যাচ মোহামেডানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে রূপগঞ্জ। আজ সাভারে বিকেএসপির-৪ নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১১ রানে হারিয়েছে তারা।
মূলত পেস বোলিং অলরাউন্ডার আলাউদ্দিন বাবুর অলরাউন্ড পারফরম্যান্সের সৌজন্যেই এ জয় পেয়েছে রূপগঞ্জ। আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটাররা যখন খাবি খাচ্ছিল, তখন ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯ বলে ২৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন বাবু। আর বোলিংয়ে হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল তাঁর।
ওপেনার ইমরানুজ্জামানের ৬৮ ও অধিনায়ক নাঈম ইসলামের ৭২ রানের ইনিংসে চড়ে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৫১ রান করে রূপগঞ্জ। জবাবে ৪৮.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় গাজী গ্রুপ। ৪১ রানে ছয় উইকেটে হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় তারা।
ইনিংসের দ্বিতীয় ওভারেই গাজী গ্রুপের ওপর চওড়াও হন আলাউদ্দিন বাবু। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ওপেনার হাবিবুর রহমানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ড্রেসিংরুমে ফেরান বাবু। পরের দুই বলে ফেরান অমিত মজুমদার ও রবি তেজাকে। দুজনে আউট হয়েছেন গোল্ডেন ডাকে। এর আগে ডিপিএলের ২০২০-২১ মৌসুমে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স ইউনিয়নের হ্যাটট্রিক করেছিলেন বাবু। সেবার ডিপিএল হয়েছিল ২০ ওভারের আদলে।
হ্যাটট্রিকের তিন শিকারকেই রানের খাতা খোলার আগে ফিরিয়েছেন বাবু। সপ্তম উইকেটে চাপ সামলিয়ে রূপগঞ্জকে জয়ের সম্ভাবনা দেখান অধিনায়ক আকবর আলী ও এনামুল হক। ১৪২ রানের জুটি গড়েন দুজনে মিলে। আকবর ৮৮ রানে আউট হলেও ৮২ রানে অপরাজিত থাকেন এনামুল।
৯.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাবু। অসাধারণ পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রূপগঞ্জের এ অলরাউন্ডার।
দিনের বাকি দুই ম্যাচে অগ্রণী ব্যাংক ১২১ রানে উড়িয়ে দিয়েছে ঢাকা লিওপার্ডসকে। মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে আবাহনী।
ডিপিএলে যত হ্যাটট্রিক—
বোলারের নাম ম্যাচ মাঠ সাল
রুবেল হোসেন ব্রাদার্স-গাজী ট্যাংক সাভার ২০১৩
তাপস বৈশ্য কলাবাগান-প্রাইম ব্যাংক বগুড়া ২০১৩
মোহাম্মদ শরিফ শেখ জামাল-গাজী গ্রুপ ঢাকা ২০১৬
মনির হোসেন ভিক্টোরিয়া-ব্রাদার্স সাভার (৪) ২০১৭
আফিফ হোসেন আবাহনী-শেখ জামাল সাভার (৪) ২০১৭
আসিফ হাসান লিজেন্ড রুপগঞ্জ-শেখ জামাল সাভার ২০১৭/১৮
মাশরাফি মর্তুজা আবাহনী-অগ্রণী ব্যাংক ফতুল্লা ২০১৭/১৮
মোহাম্মদ শরিফ গাজী গ্রুপ-লিজেন্ড রুপগঞ্জ সাভার (৩) ২০১৭/১৮
আলাউদ্দিন বাবু রুপগঞ্জ টাইগার্স-গাজী গ্রুপ সাভার (৪) ২০২২/২৩
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে