ক্রীড়া ডেস্ক
কানাডায় গ্লোবাল টি-২০ লিগে চলছে শরীফুল ইসলামের তোপ। আজ ব্রাম্পটনে তাঁর অগ্নিঝরা বোলিংয়ে সারে জাগুয়ারের ব্যাটাররা রীতিমতো চোখে সরষে ফুলই যেন দেখেছেন। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্স মিসিসাউগার এই বাঁহাতি পেসার। খেলার মোড় ঘুরিয়ে দেওয়া স্পেলই বলা যায়।
সারের ওপেনার সুনিল নারিন, হামজা তারিক ও হারমিত সিংকে ফেরান শরীফুল। ১০ ওভারে ৪৬ রান তুলতেই সারে জাগুয়ার হারায় ৮ উইকেট। আগের তিন ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন শরীফুল। টরেন্টো ন্যাশানালসের বিপক্ষে ৩১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ১টি উইকেট।
নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিল টাইগার্সের বিপক্ষে ১৬ রান দিয়ে শরীফুল নিয়েছিলেন ১টি উইকেট। এ পর্যন্ত ৪ ম্যাচ তাঁর শিকার ৬ উইকেট। প্রথম তিন ম্যাচে ২টি জয় ও একটি হেরেছে বাংলা টাইগার্স। আজ জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থান থেকে ওপরের দিকে ওঠার সুযোগ রয়েছে তাঁদের।
১৯.৫ ওভারে ১০১ রানে অলআউট হয়ে গেছে সারে জাগুয়ার। মার্কাস স্টয়নিস সর্বোচ্চ ৩৬ ও লোগান ফন বিকের ব্যাট থেকে আসে ৩১ রান। বল হাতে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবও রেখেছেন দারুণ অবদান। এ পর্যন্ত ৩ ম্যাচে ১৬ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। চার ম্যাচে তাঁর শিকার ৬ উইকেট। ব্যাট হাতে অবশ্য ছন্দে খুঁজে পাচ্ছেন না সাকিব।
কানাডায় গ্লোবাল টি-২০ লিগে চলছে শরীফুল ইসলামের তোপ। আজ ব্রাম্পটনে তাঁর অগ্নিঝরা বোলিংয়ে সারে জাগুয়ারের ব্যাটাররা রীতিমতো চোখে সরষে ফুলই যেন দেখেছেন। ৪ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলা টাইগার্স মিসিসাউগার এই বাঁহাতি পেসার। খেলার মোড় ঘুরিয়ে দেওয়া স্পেলই বলা যায়।
সারের ওপেনার সুনিল নারিন, হামজা তারিক ও হারমিত সিংকে ফেরান শরীফুল। ১০ ওভারে ৪৬ রান তুলতেই সারে জাগুয়ার হারায় ৮ উইকেট। আগের তিন ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন শরীফুল। টরেন্টো ন্যাশানালসের বিপক্ষে ৩১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে নেন ১টি উইকেট।
নিজেদের প্রথম ম্যাচে মন্ট্রিল টাইগার্সের বিপক্ষে ১৬ রান দিয়ে শরীফুল নিয়েছিলেন ১টি উইকেট। এ পর্যন্ত ৪ ম্যাচ তাঁর শিকার ৬ উইকেট। প্রথম তিন ম্যাচে ২টি জয় ও একটি হেরেছে বাংলা টাইগার্স। আজ জিতলে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থান থেকে ওপরের দিকে ওঠার সুযোগ রয়েছে তাঁদের।
১৯.৫ ওভারে ১০১ রানে অলআউট হয়ে গেছে সারে জাগুয়ার। মার্কাস স্টয়নিস সর্বোচ্চ ৩৬ ও লোগান ফন বিকের ব্যাট থেকে আসে ৩১ রান। বল হাতে বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিবও রেখেছেন দারুণ অবদান। এ পর্যন্ত ৩ ম্যাচে ১৬ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। চার ম্যাচে তাঁর শিকার ৬ উইকেট। ব্যাট হাতে অবশ্য ছন্দে খুঁজে পাচ্ছেন না সাকিব।
‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
৯ ঘণ্টা আগেকাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেদায়িত্ব নেওয়ার পর থেকেই বহু বাধা। কখনো দল নির্বাচন নিয়ে তৃতীয় কারও বাগড়া, কখনো ড্রেসিংরুমে অশান্তির আগুন। মুখ বুঝেই সব সয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার। শেষ পর্যন্ত গতকাল সাবিনারা ট্রফি হাতে নেওয়ার পরই বলে দিলেন গুডবাই। যদিও এই ইংলিশ কোচের সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম
১১ ঘণ্টা আগেদুই বছর পর সেই কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় উড়ল বাংলাদেশের পতাকা। আবারও নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখল বাংলাদেশ নারী ফুটবল দল। গতবারের মতো এবারও সাবিনা খাতুনদের বাংলাদেশ দলকে বরণ করা হবে ছাদখোলা বাসে।
১১ ঘণ্টা আগে