ক্রীড়া ডেস্ক
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) দ্বিতীয় টেস্টের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছিল পাকিস্তান। শেষ পর্যন্ত এক দিন হাতে রেখেই ম্যাচ জিতেছে পাকিস্তান। ইনিংস ও ২২২ রানে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল বাবর আজমের পাকিস্তান। বিশাল ব্যবধানে এই জয়ে ইতিহাস গড়লেন বাবররা।
৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।
ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।
সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) দ্বিতীয় টেস্টের শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর দাপট দেখিয়ে খেলছিল পাকিস্তান। শেষ পর্যন্ত এক দিন হাতে রেখেই ম্যাচ জিতেছে পাকিস্তান। ইনিংস ও ২২২ রানে জিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল বাবর আজমের পাকিস্তান। বিশাল ব্যবধানে এই জয়ে ইতিহাস গড়লেন বাবররা।
৫ উইকেটে ৫৬৩ রানে আজ চতুর্থ দিনে প্রথম ইনিংসের খেলা শুরু করে পাকিস্তান। মাত্র ১৩ রান যোগ করেই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আগা সালমান ১৩২ রানে ও মোহাম্মদ রিজওয়ান ৫০ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের খেলা শেষ করেছেন। যেখানে রিজওয়ান নেমেছেন সরফরাজ আহমেদের কনকাশন বদলি হিসেবে। ৪১০ রানে পিছিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই হয়েছিল। উদ্বোধনী জুটিতে নিশান মধুষ্কা-ডিমুথ করুণারত্নে ৬৯ রানের জুটি গড়েছেন। মধুষ্কাকে বোল্ড করে লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙেন নোমান আলি। ৭২ বলে ৩৩ রান করেন লঙ্কান এই ওপেনার।
উদ্বোধনী জুটি ভাঙার পরই মূলত শ্রীলঙ্কার ইনিংসে ভাঙন শুরু হয়। নোমানের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানো লঙ্কানদের এক পর্যায়ে স্কোর হয় ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ৭ উইকেটের ৭টিই নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি স্পিনার। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে খেলতে থাকেন অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। ১২৭ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথ্যুস, যা লঙ্কানদের ইনিংসের সর্বোচ্চ রান। ম্যাথ্যুস শুধুই ব্যবধান কমাতে পেরেছেন। ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।
ইনিংস ও ২২২ রানে জিতে পাকিস্তান ৮ বছর পর টেস্ট সিরিজ জিতল শ্রীলঙ্কার মাঠে। এই নিয়ে পাঁচবার শ্রীলঙ্কার মাঠে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান, যা কোনো বিদেশি দল হিসেবে সর্বোচ্চ। একই সঙ্গে পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ড গড়ল লঙ্কানদের বিপক্ষে।
ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। ৩২৬ বলে ২০১ রান করেন শফিক, পাকিস্তানি এই ব্যাটারের টেস্টে তা প্রথম ডাবল সেঞ্চুরি।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৬৬ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছিলেন আবরার আহমেদ। এরপর ৫ উইকেটে ৫৭৬ রানে পাকিস্তান তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে। সর্বোচ্চ ২০১ রান করেছেন শফিক। সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছিলেন আসিথা ফার্নান্দো।
সিরিজসেরা হয়েছেন সালমান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২২১ গড়ে করেছেন ২২১ রান ও বোলিংয়ে ৩ উইকেট নিয়েছেন।
টেস্ট ক্রিকেটের মজা তো এটাই। পার্থে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হওয়া ভারতই কিনা অস্ট্রেলিয়াকে শেষমেশ হারাল হেসেখেলে। জয়ের ব্যবধান ২৯৫ রানের হলেও ভারতের এই জয়কে জাদুকরী বললে বাড়াবাড়ি হবে না। এমন জয়ে ভারত ভেঙে দিল বহু পুরোনো এক রেকর্ড।
১ ঘণ্টা আগে৫৩৪ রানের লক্ষ্যে নেমে পার্থে তৃতীয় দিন থেকেই ধুঁকছে অস্ট্রেলিয়া। ভারতের দুর্দান্ত বোলিং আক্রমণে আজ চতুর্থ দিনেই ম্যাচ হেরে যাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অজিরা ৭ উইকেটে ২১২ রান করেছে। অন্যদিকে অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের...
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে নিয়ে আগে থেকে উপসংহারে আসা অনেক কঠিন। যে দলটি কদিন আগে ধুঁকছিল লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টে, তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। ‘রয়্যাল মাদ্রিদ’ তকমা পাওয়া দলটি এখন নিশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ঘাড়ে।
৩ ঘণ্টা আগে