ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলে হয়তো এবারের বিশ্বকাপে খেলতে পারতেন মোহাম্মদ আমির। ২০২০ সালে তিন সংস্করণ থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই তাঁর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে।
এর বাইরে বিভিন্ন বিষয়ে কথা বলে শিরোনাম হচ্ছেন সংবাদে। দুই দিন পর বিশ্বকাপ শুরুর আগে তাই আরেকবার শিরোনাম হলেন আমির। বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তা জানিয়েছেন ৩১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চ্যাম্পিয়ন হিসেবে নিজ দেশকে নয়, ভারতকে দেখছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার।
কেন পাকিস্তান বিশ্বচ্যাম্পিয়ন না হয়ে ভারত হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন আমির। অবশ্য শুধু পাকিস্তান নয়, বাকি দলগুলোর ক্ষেত্রেও একই বিষয় বলেছেন, ‘ভারত স্পষ্টতই হট ফেবারিট। যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারত। ভারতের বিপক্ষে যে দলই খেলুক না কেন, জিততে হলে ১১০ ভাগ দিতে হবে। নিজেদের কন্ডিশনে ভারত ভয়ংকর দল। ভারতে জয় পাওয়া সহজ নয়। যখন আপনি অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন, তখন দেখবে প্রতি দলকে সংগ্রাম করতে। একইভাবে ভারত সফরেও প্রতিটি দলকে সংগ্রাম করতে হয়। বিশ্বচ্যাম্পিয়ন হতে রোহিত শর্মার ভারত হট ফেবারিট।’
আমিরের কথা সত্য হলে এক দশক পর আইসিসির কোনো টুর্নামেন্ট জিতবে ভারত। সর্বশেষ মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি ট্রফি জেতে ভারত। এর দুই বছর আগে ২৮ বছরের অপেক্ষা ফুরায় ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। সেবারও উইকেটরক্ষক-ব্যাটার ধোনির নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দেশকে শিরোপা এনে দেওয়ার পালা রোহিতের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলে হয়তো এবারের বিশ্বকাপে খেলতে পারতেন মোহাম্মদ আমির। ২০২০ সালে তিন সংস্করণ থেকে অবসর নেওয়ায় সেই সুযোগ আর নেই তাঁর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাঁকে।
এর বাইরে বিভিন্ন বিষয়ে কথা বলে শিরোনাম হচ্ছেন সংবাদে। দুই দিন পর বিশ্বকাপ শুরুর আগে তাই আরেকবার শিরোনাম হলেন আমির। বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তা জানিয়েছেন ৩১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চ্যাম্পিয়ন হিসেবে নিজ দেশকে নয়, ভারতকে দেখছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এমনটিই জানিয়েছেন পাকিস্তানের সাবেক পেসার।
কেন পাকিস্তান বিশ্বচ্যাম্পিয়ন না হয়ে ভারত হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন আমির। অবশ্য শুধু পাকিস্তান নয়, বাকি দলগুলোর ক্ষেত্রেও একই বিষয় বলেছেন, ‘ভারত স্পষ্টতই হট ফেবারিট। যেহেতু ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারত। ভারতের বিপক্ষে যে দলই খেলুক না কেন, জিততে হলে ১১০ ভাগ দিতে হবে। নিজেদের কন্ডিশনে ভারত ভয়ংকর দল। ভারতে জয় পাওয়া সহজ নয়। যখন আপনি অস্ট্রেলিয়ায় খেলতে যাবেন, তখন দেখবে প্রতি দলকে সংগ্রাম করতে। একইভাবে ভারত সফরেও প্রতিটি দলকে সংগ্রাম করতে হয়। বিশ্বচ্যাম্পিয়ন হতে রোহিত শর্মার ভারত হট ফেবারিট।’
আমিরের কথা সত্য হলে এক দশক পর আইসিসির কোনো টুর্নামেন্ট জিতবে ভারত। সর্বশেষ মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি ট্রফি জেতে ভারত। এর দুই বছর আগে ২৮ বছরের অপেক্ষা ফুরায় ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে। সেবারও উইকেটরক্ষক-ব্যাটার ধোনির নেতৃত্বেই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার দেশকে শিরোপা এনে দেওয়ার পালা রোহিতের।
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
৮ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
৯ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
১০ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
১০ ঘণ্টা আগে