ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
আবার কারও মতে, তাসকিন-শরীফুল ব্যাটিং করতে নামলে হয়তো খুব বেশি রান যোগ করতে পারতেন না। উল্টো তাতে একটা ক্লান্তি নিয়েই বোলিং করতে হতো তাঁদের। সেটা চিন্তা করেই হয়তো সকালের আর্দ্রতা, কন্ডিশন আর নতুন বল কাজে লাগিয়ে ক্যারিবীয়দের দ্রুত উইকেট তুলে নেওয়ার আশায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
তবে আসল ঘটনা জানালেন তাসকিন আহমেদের স্ত্রী সায়েদা নাইমা রাবেয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় হেলমেটে বলের আঘাত পান তাসকিন। চতুর্থ দিন ব্যাটিং না করলেও বল হাতে ছিলেন উজ্জ্বল। টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার—৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
আজ তাসকিনের সহধর্মিণী নাইমা ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার আমার স্বামী ক্রিকেট বলে মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলেন তারা বুঝতে পারেন ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম।’
নাইমা খেলতেও বারণ করেছিলেন তাসকিনকে, ‘কারণ আমি তো তার জন্য দোয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে। এমনকি আমি তার কষ্টও অনুভব করেছি, তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না। আমি তাঁকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে, দয়া করে খেলো না। ওষুধ দিয়ে আর কতটুকুই ব্যথা সারে?’
নাইমা জানিয়েছেন, নফল নামাজ পড়ে তাসকিনের জন্য দোয়া করেছেন। স্ত্রীর কথার চেয়ে দেশের হয়ে খেলাকে গুরুত্ব দিলেন তাসকিন। শিকার করলেন ৬ উইকেট। স্ত্রী বললেন, ‘ওর সঙ্গে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরও ২ রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে এবং আল্লাহ তাকে হেফাজত করেন। শুকরিয়া আদায় করলাম এর থেকেও বড় কোনো ব্যথা থেকে আল্লাহ তাঁকে হেফাজত করেছেন। যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে আজ তাসকিন ৬টা উইকেট পেয়েছেন। আরও ২টা উইকেট মিস ও হয়েছে (ক্যাচ মিস হয়েছে)। এটাও ভালোর জন্যই (ইনশা আল্লাহ)।’
ক্রিকেটারদের অজানা এমন অনেক গল্পই থাকে বললেন নাইমা, যেগুলো সাধারণ মানুষ সেভাবে জানতে পারে না, ‘এমন অনেক গল্প আছে আজ এটা শেয়ার করার কারণ হলো, শুধু আমার স্বামী বলে না। অনেক খেলোয়াড়ই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না। আপনারা তো শুধু মাঠের গল্প দেখেন ও শোনেন, আর এটা ছিল মাঠের বাইরের না জানা ঘটনা।’
তাসকিনের বোলিংয়ে মুগ্ধ নাইমা বললেন, ‘যা হোক, আমি খুব খুশি যে আল্লাহ আপনাকে ৬ উইকেট দিয়েছেন (মাশাআল্লাহ)। অভিনন্দন জান! আল্লাহ আপনাকে সর্বদা হেফাজত রাখুন এবং নিরাপদ থাকুন। ফি আমানিল্লাহ!’
অ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
আবার কারও মতে, তাসকিন-শরীফুল ব্যাটিং করতে নামলে হয়তো খুব বেশি রান যোগ করতে পারতেন না। উল্টো তাতে একটা ক্লান্তি নিয়েই বোলিং করতে হতো তাঁদের। সেটা চিন্তা করেই হয়তো সকালের আর্দ্রতা, কন্ডিশন আর নতুন বল কাজে লাগিয়ে ক্যারিবীয়দের দ্রুত উইকেট তুলে নেওয়ার আশায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
তবে আসল ঘটনা জানালেন তাসকিন আহমেদের স্ত্রী সায়েদা নাইমা রাবেয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন, টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ের সময় হেলমেটে বলের আঘাত পান তাসকিন। চতুর্থ দিন ব্যাটিং না করলেও বল হাতে ছিলেন উজ্জ্বল। টেস্টে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার—৬৪ রানে নিয়েছেন ৬ উইকেট।
আজ তাসকিনের সহধর্মিণী নাইমা ফেসবুকে আবেগঘন পোস্টে লিখেছেন, ‘আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল ফজর আজানের একটু আগে জানতে পারলাম আমার আমার স্বামী ক্রিকেট বলে মাথায় আঘাত পেয়েছেন। যদিও মাথায় হেলমেট পরা ছিল। তাও যারা খেলেন তারা বুঝতে পারেন ব্যথাটা কেমন হতে পারে। খবরটা শোনার পর খুব কষ্ট পেলাম।’
নাইমা খেলতেও বারণ করেছিলেন তাসকিনকে, ‘কারণ আমি তো তার জন্য দোয়া করা ছাড়া কিছু করার ছিল না। আমি তার থেকে অনেক দূরে। এমনকি আমি তার কষ্টও অনুভব করেছি, তারা খারাপ সময় বা অসুস্থ থাকা সত্ত্বেও পরিবারকে কাছে পায় না। আমি তাঁকে বলেছিলাম, যদি ঘাড় এবং মাথা ব্যথা না কমে, দয়া করে খেলো না। ওষুধ দিয়ে আর কতটুকুই ব্যথা সারে?’
নাইমা জানিয়েছেন, নফল নামাজ পড়ে তাসকিনের জন্য দোয়া করেছেন। স্ত্রীর কথার চেয়ে দেশের হয়ে খেলাকে গুরুত্ব দিলেন তাসকিন। শিকার করলেন ৬ উইকেট। স্ত্রী বললেন, ‘ওর সঙ্গে কথা বলার পর ফজর নামাজ আদায় করে আরও ২ রাকাত বেশি নামাজ আদায় করলাম, যাতে সে ভালো থাকে এবং আল্লাহ তাকে হেফাজত করেন। শুকরিয়া আদায় করলাম এর থেকেও বড় কোনো ব্যথা থেকে আল্লাহ তাঁকে হেফাজত করেছেন। যেখানে আমি চাচ্ছিলাম না তাসকিন খেলুক তার ব্যথা নিয়ে! সেখানে আজ তাসকিন ৬টা উইকেট পেয়েছেন। আরও ২টা উইকেট মিস ও হয়েছে (ক্যাচ মিস হয়েছে)। এটাও ভালোর জন্যই (ইনশা আল্লাহ)।’
ক্রিকেটারদের অজানা এমন অনেক গল্পই থাকে বললেন নাইমা, যেগুলো সাধারণ মানুষ সেভাবে জানতে পারে না, ‘এমন অনেক গল্প আছে আজ এটা শেয়ার করার কারণ হলো, শুধু আমার স্বামী বলে না। অনেক খেলোয়াড়ই অনেক সময় অনেক ব্যথা নিয়ে খেলেন। কেউ ইচ্ছা করে হারতে চায় না বা খারাপও করতে চায় না। আপনারা তো শুধু মাঠের গল্প দেখেন ও শোনেন, আর এটা ছিল মাঠের বাইরের না জানা ঘটনা।’
তাসকিনের বোলিংয়ে মুগ্ধ নাইমা বললেন, ‘যা হোক, আমি খুব খুশি যে আল্লাহ আপনাকে ৬ উইকেট দিয়েছেন (মাশাআল্লাহ)। অভিনন্দন জান! আল্লাহ আপনাকে সর্বদা হেফাজত রাখুন এবং নিরাপদ থাকুন। ফি আমানিল্লাহ!’
খেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
৪১ মিনিট আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
১ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের দুই ক্রিকেট বোর্ডের যুদ্ধের কারণে মারাত্মক জটিলতা তৈরি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে। স্বয়ং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) স্পষ্ট করে কিছু বলেনি এখন পর্যন্ত। ‘কোমা’য় থাকা এই টুর্নামেন্টের সমস্যা এবার দূর হবে বলে আশা করা যাচ্ছে।
২ ঘণ্টা আগেওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
৪ ঘণ্টা আগে