ক্রীড়া ডেস্ক
সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি যেন বিরাট কোহলির কাছে ‘ডাল-ভাত।’ ভারতীয় দল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কোহলি সেঞ্চুরি পাচ্ছেন সবখানেই। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি গতকাল পেয়েছেন তিনি। ‘রাজকীয়’ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম ওভার করতে আসেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের প্রথম দুই বলে টানা চার মেরে ইনিংস শুরু করেন কোহলি। এই ধারাবাহিকতা কোহলি বজায় রাখেন পুরো ইনিংসেই। ভারতীয় এই ব্যাটারের একের পর এক চার-ছক্কায় দিশেহারা হতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি তুলে নেন ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। ৬২ বলে তিন অঙ্ক ছুঁয়ে কোহলি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন।
দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘প্রথম বলেই যে কাভার ড্রাইভ করেছিল, তাতেই বোঝা গেছে দিনটা বিরাটের। বিরাট এবং ফাফ খেলার নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে ফেলেছে। বড় শটের পাশাপাশি তাদের রানিং বিটুইন দ্য উইকেটও ভালো ছিল।’ টুইটারে কোহলির প্রশংসা করে রশিদ খান লিখেছেন, ‘আপনি অসাধারণ নক খেলেছেন কিং কোহলি।’ যুবরাজ সিং টুইট করেন, ‘রাজার খেলা দেখে সবাই জেগে উঠেছে। বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরি দেখা ছিল চোখের শান্তি।’ ‘অসাধারণ ইনিংস খেলেছেন কোহলি’—টুইটারে এটা লেখার পর রাজার মুকুটের ইমোজি দিয়েছেন যুজভেন্দ্র চাহাল। এবি ডি ভিলিয়ার্স টুইটারে বিরাট নাম অনেক লম্বা টান দিয়ে উচ্চারণ করেছেন। এছাড়া বিরাট কোহলি লেখার পর ছাগল ইমোজি দিয়ে টুইট করেন ইরফান পাঠান।
কোহলির সেঞ্চুরির দিন হয়েছে বেশ কিছু রেকর্ডও। আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আর আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেধে এবারের আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।
সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি যেন বিরাট কোহলির কাছে ‘ডাল-ভাত।’ ভারতীয় দল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কোহলি সেঞ্চুরি পাচ্ছেন সবখানেই। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি গতকাল পেয়েছেন তিনি। ‘রাজকীয়’ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম ওভার করতে আসেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের প্রথম দুই বলে টানা চার মেরে ইনিংস শুরু করেন কোহলি। এই ধারাবাহিকতা কোহলি বজায় রাখেন পুরো ইনিংসেই। ভারতীয় এই ব্যাটারের একের পর এক চার-ছক্কায় দিশেহারা হতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি তুলে নেন ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। ৬২ বলে তিন অঙ্ক ছুঁয়ে কোহলি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন।
দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘প্রথম বলেই যে কাভার ড্রাইভ করেছিল, তাতেই বোঝা গেছে দিনটা বিরাটের। বিরাট এবং ফাফ খেলার নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে ফেলেছে। বড় শটের পাশাপাশি তাদের রানিং বিটুইন দ্য উইকেটও ভালো ছিল।’ টুইটারে কোহলির প্রশংসা করে রশিদ খান লিখেছেন, ‘আপনি অসাধারণ নক খেলেছেন কিং কোহলি।’ যুবরাজ সিং টুইট করেন, ‘রাজার খেলা দেখে সবাই জেগে উঠেছে। বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরি দেখা ছিল চোখের শান্তি।’ ‘অসাধারণ ইনিংস খেলেছেন কোহলি’—টুইটারে এটা লেখার পর রাজার মুকুটের ইমোজি দিয়েছেন যুজভেন্দ্র চাহাল। এবি ডি ভিলিয়ার্স টুইটারে বিরাট নাম অনেক লম্বা টান দিয়ে উচ্চারণ করেছেন। এছাড়া বিরাট কোহলি লেখার পর ছাগল ইমোজি দিয়ে টুইট করেন ইরফান পাঠান।
কোহলির সেঞ্চুরির দিন হয়েছে বেশ কিছু রেকর্ডও। আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আর আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেধে এবারের আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
৬ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন নেটে একদৃষ্টে তাকিয়ে থাকা ক্যামেরা আর মোবাইল ফোনের লেন্স যেন অপেক্ষায় ছিল একজনের জন্য। তিনিই হলেন নাহিদ রানা। পেস বোলিংয়ে বাংলাদেশের নতুন গতির তারকা।
৬ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের অবস্থাও বিবর্ণ। ১১৫ বছর হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই স্টেডিয়ামের অনেক কিছুই ক্ষয়ে গেছে। যার মধ্যে ছাদ ফুটো হয়ে জল পড়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। এই স্টেডিয়ামের কাছেই ৩১ হাজার কোটি টাকায় আইকনিক এক স্টেডিয়াম তৈরির প
৭ ঘণ্টা আগেভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও খেলছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।
৮ ঘণ্টা আগে