কোহলির ‘রাজকীয়’ আইপিএল সেঞ্চুরিতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৯ মে ২০২৩, ১০: ৫৪
আপডেট : ১৯ মে ২০২৩, ১০: ৫৯

সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি যেন বিরাট কোহলির কাছে ‘ডাল-ভাত।’ ভারতীয় দল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কোহলি সেঞ্চুরি পাচ্ছেন সবখানেই। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি গতকাল পেয়েছেন তিনি। ‘রাজকীয়’ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার। 

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম ওভার করতে আসেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের প্রথম দুই বলে টানা চার মেরে ইনিংস শুরু করেন কোহলি। এই ধারাবাহিকতা কোহলি বজায় রাখেন পুরো ইনিংসেই। ভারতীয় এই ব্যাটারের একের পর এক চার-ছক্কায় দিশেহারা হতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি তুলে নেন ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। ৬২ বলে তিন অঙ্ক ছুঁয়ে কোহলি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন। 

দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘প্রথম বলেই যে কাভার ড্রাইভ করেছিল, তাতেই বোঝা গেছে দিনটা বিরাটের। বিরাট এবং ফাফ খেলার নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে ফেলেছে। বড় শটের পাশাপাশি তাদের রানিং বিটুইন দ্য উইকেটও ভালো ছিল।’ টুইটারে কোহলির প্রশংসা করে রশিদ খান লিখেছেন, ‘আপনি অসাধারণ নক খেলেছেন কিং কোহলি।’ যুবরাজ সিং টুইট করেন, ‘রাজার খেলা দেখে সবাই জেগে উঠেছে। বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরি দেখা ছিল চোখের শান্তি।’ ‘অসাধারণ ইনিংস খেলেছেন কোহলি’—টুইটারে এটা লেখার পর রাজার মুকুটের ইমোজি দিয়েছেন যুজভেন্দ্র চাহাল। এবি ডি ভিলিয়ার্স টুইটারে বিরাট নাম অনেক লম্বা টান দিয়ে উচ্চারণ করেছেন। এছাড়া বিরাট কোহলি লেখার পর ছাগল ইমোজি দিয়ে টুইট করেন ইরফান পাঠান। 

কোহলির সেঞ্চুরির দিন হয়েছে বেশ কিছু রেকর্ডও। আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আর আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেধে এবারের আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত