হাসপাতালে বুমরা, চিন্তা বাড়ল ভারতের

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১০: ৫৫
Thumbnail image
মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয়েছে জসপ্রীত বুমরাকে। ছবি: এএফপি

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের ‘নিঃসঙ্গ শেরপা’ হিসেবে কাজ করছেন জসপ্রীত বুমরা। সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারীর জায়গাটা এমনভাবে পোক্ত করেছেন, যাতে করে অন্য কারও পক্ষে তাঁকে (বুমরা) ছাড়িয়ে যাওয়া খুব কঠিন। ভারতীয় এই পেসার এবার দলের চিন্তা বাড়ালেন।

রোহিত না থাকায় সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরা। বোলিংয়ের পাশাপাশি নেতৃত্বের গুরুদায়িত্ব—বুমরার কাজ খুব একটা সহজ নয়। সিডনি টেস্টের অধিনায়ক আজ দ্বিতীয় দিনে ভারতকে দিলেন দুঃসংবাদ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৩২তম ওভারের শেষ বলটা তিনি করেছেন অ্যালেক্স ক্যারিকে। বুমরার ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতির বল মিড অনে ঠেলে দিয়েও কোনো রান নেননি ক্যারি। এরপরই চোটে পড়ায় মাঠ ছেড়ে বুমরাকে স্ক্যান করতে কাছাকাছি এক হাসপাতালে যেতে হয়েছে। যদিও তাঁর চোটের ধরনটা কী, সেটা এখনো জানা যায়নি।

সিডনি টেস্টে বুমরা ১০ ওভার বোলিং করে ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট। দিয়েছেন ১ ওভার মেডেন। মাঠ ছাড়ার আগে বিরাট কোহলিকে নেতৃত্বের দায়িত্ব বুমরা বুঝিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়া-ভারত সিরিজের পঞ্চম টেস্টটা এখন জমজমাট হয়ে উঠেছে। । টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া ভারত ১৮৫ রানে অলআউট হয়েছে। লো-স্কোরিং ম্যাচে ভারতের বোলাররা জ্বলে উঠেছেন ঠিক সময়ই। সফরকারীদের ভারতের আক্রমণাত্মক বোলিংয়ে অস্ট্রেলিয়া ১৮১ রানে অলআউট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান করেছে। লিডসহ তাদের রান ৩৭।

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাঁচ টেস্টের ৯ ইনিংসে ৩২ উইকেট নিয়েছেন বুমরা। বোলিং করেছেন ১৫১.২ ওভার। ৯০৮ বল করাটা তো কোনো পেসারের জন্য চাট্টিখানি কথা নয়। ভারতীয় এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কদিন আগে সতর্ক করেছিলেন রোহিত। এর আগে ২০২২ সালে পিঠের চোটে পড়ায় বেশির ভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছিল বুমরাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত