ক্রীড়া ডেস্ক
ঢাকা: টি-টোয়েন্টি, টি-টেন, দ্য হান্ড্রেডের পর এবার আসছে ৯০ বলের ক্রিকেট ‘নাইন্টি-ব্যাশ’। আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ফ্রাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী বছর আরব আমিরাতে হতে পারে এই টুর্নামেন্ট ।
৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা হিসেবে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির, তাঁর ছেলে খালাফ বুখাতির ও করাচি কিংসের মালিক সালমান ইকবাল। শুক্রবার আবুধাবিতে আমিরাত সংস্কৃতি ও যুব মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, ইসিবি চেয়ারম্যান তায়েব কামালি, ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির উপস্থিতিতে নাইনটি ব্যাশের উদ্বোধন করা হয়। আব্দুল রেহমান বুখাতির বলেছেন, ‘আমিরাতে যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে, আমি সেদিন থেকেই আছি। নতুন এই সংস্করণ আমিরাতে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে। নাইনটি ব্যাশের এই টুর্নামেন্টটি আমিরাতের পাশাপাশি পুরো বিশ্বে অনেক বড় ফ্যানবেজ তৈরি করবে বলে আশা করছি।’
এরই মধ্যে বড় বড় পৃষ্ঠপোষকরা আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টটির ব্যাপারে। অন্যতম পৃষ্ঠপোষক এ আর ওয়াই ডিজিটাল নেটওয়ার্কের প্রধান ইকবাল ক্রিকবাজকে বলেছেন, ‘৯০ বলের এই টুর্নামেন্টটি আধুনিক ঘরানার ক্রিকেটে অনেক আকর্ষণীয় হবে। বিশেষ করে টি-টেন টুর্নামেন্ট যেহেতু অনেক কম সময়ে হয়ে যায়, নাইনটি ব্যাশের এই টুর্নামেটটি তাই অনেক জনপ্রিয় হবে। এই টুর্নামেন্ট থেকে অনেক তরুণ খেলোয়াড় পাওয়া সম্ভব বলে আশা করছি। টুর্নামেন্টটি গোটা বিশ্বে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে।’
ঢাকা: টি-টোয়েন্টি, টি-টেন, দ্য হান্ড্রেডের পর এবার আসছে ৯০ বলের ক্রিকেট ‘নাইন্টি-ব্যাশ’। আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ফ্রাঞ্চাইজিভিত্তিক ৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী বছর আরব আমিরাতে হতে পারে এই টুর্নামেন্ট ।
৯০ বলের টুর্নামেন্ট আয়োজনের প্রধান উদ্যোক্তা হিসেবে আছেন বুখাতির গ্রুপের চেয়ারম্যান আব্দুল রেহমান বুখাতির, তাঁর ছেলে খালাফ বুখাতির ও করাচি কিংসের মালিক সালমান ইকবাল। শুক্রবার আবুধাবিতে আমিরাত সংস্কৃতি ও যুব মন্ত্রী শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, ইসিবি চেয়ারম্যান তায়েব কামালি, ইসিবির ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির উপস্থিতিতে নাইনটি ব্যাশের উদ্বোধন করা হয়। আব্দুল রেহমান বুখাতির বলেছেন, ‘আমিরাতে যেদিন থেকে ক্রিকেট শুরু হয়েছে, আমি সেদিন থেকেই আছি। নতুন এই সংস্করণ আমিরাতে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে। নাইনটি ব্যাশের এই টুর্নামেন্টটি আমিরাতের পাশাপাশি পুরো বিশ্বে অনেক বড় ফ্যানবেজ তৈরি করবে বলে আশা করছি।’
এরই মধ্যে বড় বড় পৃষ্ঠপোষকরা আগ্রহ দেখিয়েছে টুর্নামেন্টটির ব্যাপারে। অন্যতম পৃষ্ঠপোষক এ আর ওয়াই ডিজিটাল নেটওয়ার্কের প্রধান ইকবাল ক্রিকবাজকে বলেছেন, ‘৯০ বলের এই টুর্নামেন্টটি আধুনিক ঘরানার ক্রিকেটে অনেক আকর্ষণীয় হবে। বিশেষ করে টি-টেন টুর্নামেন্ট যেহেতু অনেক কম সময়ে হয়ে যায়, নাইনটি ব্যাশের এই টুর্নামেটটি তাই অনেক জনপ্রিয় হবে। এই টুর্নামেন্ট থেকে অনেক তরুণ খেলোয়াড় পাওয়া সম্ভব বলে আশা করছি। টুর্নামেন্টটি গোটা বিশ্বে ক্রিকেটের সম্প্রসারণে অবদান রাখবে।’
ওয়াইড-নো বলের ছড়াছড়ি। কখনো আবার বিস্ময়কর নো বল, বক্স থেকে এক-দেড় হাত বেরিয়ে গেল বোলারের পা। সেই নো বল করে ফিক্সিংয়ের গুঞ্জন উঠেছিল স্যাম্প আর্মির পেসার হজরত বিলালের বিরুদ্ধে। গতকাল দাসুন শানাকার ৩ বলে ৩০ রান দেওয়া—নতুন করে আবার ফিক্সিংয়ের আলোচনা আবুধাবি টি-টেন লিগে।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেকাল থেকে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে আয়ারল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের আগে আজ ছিল দুই দলের সংবাদ সম্মেলন ও ট্রফি উন্মোচনের আয়োজন। ট্রফি উন্মোচনে বিসিবির নতুনত্ব নজর কেড়েছে সবার।
২ ঘণ্টা আগেটানা তিন টেস্ট হারার পর গতকাল পার্থে স্বস্তির জয় পেল ভারত। চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ভারত ২৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়াকে। কিন্তু দলের এমন সুখের সময়ে দেশে ফিরলেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
৩ ঘণ্টা আগে