আমিরকে পেতে উন্মুখ পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২১, ১১: ০৬

ঢাকা: মোহাম্মদ আমিরকে ছাড়া যেন চলছেই না! আমিরকে দলে ফেরাতে উন্মুখ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান আমিরের সঙ্গে এ বিষয়ে আলোচনাও সেরেছেন। ক্রিকেট ভিত্তিক এক ইউটিউব চ্যানেলে বোর্ডের এই কর্তা আমিরের দলে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

কোচ মিসবাহ-উল-হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের সঙ্গে মতবিরোধের জেরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন আমির। অবসরের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে গেলেও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দেননি এই পেসার। ওয়াসিম খানও আমিরের অবসর ভেঙে আবার জাতীয় দলে আসার ব্যাপারে পুরোপুরি নিশ্চয়তা দেননি তবে তিনি জানিয়েছেন শিগগিরই তাঁকে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু হতে পারে।

এর আগে বাবর আজমও জানিয়েছিলেন, তিনি আমিরের সঙ্গে তার দলে ফেরার ব্যাপারে কথা বলতে প্রস্তুত। পাকিস্তান অধিনায়কের এই কথার পর ওয়াসিম খান জানিয়েছিলেন, আলোচনার করে পিসিবি দুই পক্ষকে একটি টেবিলে নিয়ে আসবে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করবে।

ইউটিউব চ্যানেলে কথা বলার সময়ও সেই কথাই টেনে আনলেন ওয়াসিম খান। তিনি বলেছেন, ‘আমির এখনো আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমরা ওর এবং কোচদের (মিসবাহ-উল-হক ও ওয়াকার ইউনিস) মধ্যে সমস্যার সমাধান করারই চেষ্টা করব। একই সঙ্গে এটাও বলতে চাই দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে ও যে পথ বেছে নিয়েছে, তা সঠিক নয়। সে পাকিস্তানের ক্রিকেটার। আমরা তার খারাপ চাই না। খুব দ্রুতই ও দলে ফিরতে পারে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত