ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে এমন স্মরণীয় জয়ের পর শাস্তি পাচ্ছে সফরকারী দল।
রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার-রেটের কারণ ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা যাচ্ছে বাংলাদেশের। সঙ্গে কাটা যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ৩ পয়েন্টও। একই অপরাধে ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা যাচ্ছে পাকিস্তানের। ৬ ডব্লুটিসি পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে স্বাগতিকদের।
আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তি দিয়েছেন দুই দলকে। নির্দিষ্ট সময়ে মধ্যে পাকিস্তান ৬ ওভার এবং বাংলাদেশ ৩ ওভার কম করায় এই জরিমানা করা হলো।
আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ আর্টিকেল অনুযায়ী, লক্ষ্যমাত্রা সময়ের মধ্যে যদি কোনো খেলোয়াড় বা দল বল করতে ব্যর্থ হয় তবে ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যায়। আর আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়দের প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা যায়।
আইসিসির এই শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। যার কারণে আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
সাকিবের শাস্তি
শাস্তি পেয়েছেন সাকিব আল হাসানও। গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে (ইনিংসের ৩৩তম ওভারে) ব্যাটিংয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানকে বোলিংয়ের সময় বল ছুড়ে মারেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের বোলিংয়ের সময় প্রস্তুত না থাকায় ব্যাট সরিয়ে নিয়েছিলেন রিজওয়ান। এ সময় মেজাজ হারিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান সাকিব, যা আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের মধ্যে পড়ে। এই অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ কাটা যাচ্ছে তাঁর।
সাকিব আল হাসান বল ছুড়ে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৯ ভঙ্গ করেছেন। কোনো প্রকার ক্রিকেট সরঞ্জামাদি বা পানির বোতল ছুড়ে মারা এই আইনের অন্তর্ভুক্ত। কাছাকাছি থাকা কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে এই আচরণ আন্তর্জাতিক ম্যাচে বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সাকিব। গত ২৪ মাসের মধ্যে এই ধরনের ঘটনা এবারই প্রথম তাঁর। মাদুগালের দেওয়া এই শাস্তি গ্রহণ করেছেন সাকিব। এই কারণে তাঁর জন্যও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবোরো ও আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ বাংলাদেশ, পাকিস্তান ও সাকিবের প্রতি এই অভিযোগ দায়ের করেন।
আরও খবর পড়ুন:
রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছেন নাজমুল হোসেন শান্তরা। তবে এমন স্মরণীয় জয়ের পর শাস্তি পাচ্ছে সফরকারী দল।
রাওয়ালপিন্ডি টেস্টে স্লো ওভার-রেটের কারণ ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা যাচ্ছে বাংলাদেশের। সঙ্গে কাটা যাচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) ৩ পয়েন্টও। একই অপরাধে ৩০ শতাংশ ম্যাচ ফি কাটা যাচ্ছে পাকিস্তানের। ৬ ডব্লুটিসি পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে স্বাগতিকদের।
আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তি দিয়েছেন দুই দলকে। নির্দিষ্ট সময়ে মধ্যে পাকিস্তান ৬ ওভার এবং বাংলাদেশ ৩ ওভার কম করায় এই জরিমানা করা হলো।
আইসিসি কোড অব কন্ডাক্টের ২.২২ আর্টিকেল অনুযায়ী, লক্ষ্যমাত্রা সময়ের মধ্যে যদি কোনো খেলোয়াড় বা দল বল করতে ব্যর্থ হয় তবে ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যায়। আর আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়দের প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা যায়।
আইসিসির এই শাস্তি মেনে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। যার কারণে আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
সাকিবের শাস্তি
শাস্তি পেয়েছেন সাকিব আল হাসানও। গতকাল রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম ও শেষ দিনে (ইনিংসের ৩৩তম ওভারে) ব্যাটিংয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানকে বোলিংয়ের সময় বল ছুড়ে মারেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের বোলিংয়ের সময় প্রস্তুত না থাকায় ব্যাট সরিয়ে নিয়েছিলেন রিজওয়ান। এ সময় মেজাজ হারিয়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটান সাকিব, যা আইসিসি কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের মধ্যে পড়ে। এই অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ কাটা যাচ্ছে তাঁর।
সাকিব আল হাসান বল ছুড়ে আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.৯ ভঙ্গ করেছেন। কোনো প্রকার ক্রিকেট সরঞ্জামাদি বা পানির বোতল ছুড়ে মারা এই আইনের অন্তর্ভুক্ত। কাছাকাছি থাকা কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে এই আচরণ আন্তর্জাতিক ম্যাচে বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়। শৃঙ্খলাভঙ্গের দায়ে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন সাকিব। গত ২৪ মাসের মধ্যে এই ধরনের ঘটনা এবারই প্রথম তাঁর। মাদুগালের দেওয়া এই শাস্তি গ্রহণ করেছেন সাকিব। এই কারণে তাঁর জন্যও আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটলবোরো ও আদ্রিয়ান হোল্ডস্টোক, থার্ড আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজ বাংলাদেশ, পাকিস্তান ও সাকিবের প্রতি এই অভিযোগ দায়ের করেন।
আরও খবর পড়ুন:
সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।
২৫ মিনিট আগেযত কাণ্ড কাঠমান্ডুতে-গোয়েন্দা চরিত্র ফেলুদার এই গল্পের নামটাই এখন আপনাদের বেশি করে মনে পড়বে। কারণ সেই কাঠমাণ্ডুতে টানা দুইবার বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। দুইবারই টুর্নামেন্ট সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।
১ ঘণ্টা আগেহতাশাজনক এক সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে কিংবা দেশের বাইরে কোথাও জয়ের দেখা পাচ্ছে না নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। এমন সময়ে বাংলাদেশ নারী ফুটবল দল জিতল সাফের শিরোপা। সাবিনা খাতুনদের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উদ্বেলিত বাংলাদেশের ক্রিকেটাররাও।
২ ঘণ্টা আগে‘তোরা সব জয়ধ্বনি কর’—সময় এখন সাবিনাদের জয়ধ্বনি করার। দেশের অন্যান্য খেলায় যখন হার আর হার, যখন হতাশার সাগরে ভাসছে ক্রিকেটও। তখন মেয়েদের ফুটবল ভেসেছে সাফল্যের উচ্ছ্বাসে।
১০ ঘণ্টা আগে