ক্রীড়া ডেস্ক
ঢাকা: দ্বিতীয় টেস্টে স্পিনেই নাকাল হয়েছে বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে প্রবীন জয়াবিক্রমাই বেশি ভুগিয়েছেন। লঙ্কান বাঁহাতি স্পিনার অভিষেক টেস্টেই পেয়েছেন ১১ উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন অফ স্পিনার রমেশ মেন্ডিসও। দুই ইনিংস মিলে এই দুজনের শিকার ১৮ উইকেট। সেখানে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের শিকার ৯ উইকেট। তবুও স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।
পরিসংখ্যানই বলে দিচ্ছে শ্রীলঙ্কান স্পিনারের চেয়ে বাংলাদেশের স্পিনাররা পিছিয়ে। তবুও ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলছেন, তাঁরা স্পিনাররা যথেষ্ট ভালো করেছেন, ‘এমন উইকেটে আসলে বেশি স্পিনার লাগে না। দুই স্পিনার যথেষ্ট। আমাদের দুজন স্পিনারই ভালো বোলিং করেছে।’
লঙ্কান স্পিনারদের তুলনায় উইকেটশিকারে পিছিয়ে থাকলেও মুমিনুল মনে করছেন রান আটকানোর কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশ অধিনায়কের চোখে স্পিনারদের পারফরম্যান্স ধরা দিয়েছে এভাবে, ‘এমন উইকেটে আসলে ব্যাটসম্যানকে সহজে আউট করতে না পারলে রান আটকানোটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্পিনাররা সেই কাজটা ভালোমতোই করছে । বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাইজুল দুর্দান্ত ছিল।’
মুমিনুল অবশ্য এই কথাও মনে করিয়ে দিয়েছেন, এই পারফরম্যান্সে যথেষ্ট নয়, তাঁদের আরও ভালো করার জায়গা আছে। সিরিজটা হারলেও অনেক ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘সিরিজ হেরেছি মানে সব হেরেছি, তা নয়। এখানে ইতিবাচক অনেক কিছু আছে। তামিম ভাই দুটো ৯০ পেরোনো ইনিংস খেলেছেন। একটা ৭০ পেরোনো ইনিংস খেলেছেন। শান্ত (নাজমুল) ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো বোলিং করেছে। অনেক ইতিবাচক দিক আছে এই সিরিজে।’
ঢাকা: দ্বিতীয় টেস্টে স্পিনেই নাকাল হয়েছে বাংলাদেশ। আরও নির্দিষ্ট করে বললে প্রবীন জয়াবিক্রমাই বেশি ভুগিয়েছেন। লঙ্কান বাঁহাতি স্পিনার অভিষেক টেস্টেই পেয়েছেন ১১ উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন অফ স্পিনার রমেশ মেন্ডিসও। দুই ইনিংস মিলে এই দুজনের শিকার ১৮ উইকেট। সেখানে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের শিকার ৯ উইকেট। তবুও স্পিনারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।
পরিসংখ্যানই বলে দিচ্ছে শ্রীলঙ্কান স্পিনারের চেয়ে বাংলাদেশের স্পিনাররা পিছিয়ে। তবুও ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক বলছেন, তাঁরা স্পিনাররা যথেষ্ট ভালো করেছেন, ‘এমন উইকেটে আসলে বেশি স্পিনার লাগে না। দুই স্পিনার যথেষ্ট। আমাদের দুজন স্পিনারই ভালো বোলিং করেছে।’
লঙ্কান স্পিনারদের তুলনায় উইকেটশিকারে পিছিয়ে থাকলেও মুমিনুল মনে করছেন রান আটকানোর কাজটা ঠিকঠাকই করেছেন বাংলাদেশের স্পিনাররা। বাংলাদেশ অধিনায়কের চোখে স্পিনারদের পারফরম্যান্স ধরা দিয়েছে এভাবে, ‘এমন উইকেটে আসলে ব্যাটসম্যানকে সহজে আউট করতে না পারলে রান আটকানোটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্পিনাররা সেই কাজটা ভালোমতোই করছে । বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাইজুল দুর্দান্ত ছিল।’
মুমিনুল অবশ্য এই কথাও মনে করিয়ে দিয়েছেন, এই পারফরম্যান্সে যথেষ্ট নয়, তাঁদের আরও ভালো করার জায়গা আছে। সিরিজটা হারলেও অনেক ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক, ‘সিরিজ হেরেছি মানে সব হেরেছি, তা নয়। এখানে ইতিবাচক অনেক কিছু আছে। তামিম ভাই দুটো ৯০ পেরোনো ইনিংস খেলেছেন। একটা ৭০ পেরোনো ইনিংস খেলেছেন। শান্ত (নাজমুল) ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো বোলিং করেছে। অনেক ইতিবাচক দিক আছে এই সিরিজে।’
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে