রংপুরের হয়ে বিপিএলে ফিরলেন মুমিনুল

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০: ৫৮
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ১৮

বিপিএলের ড্রাফটে থাকলেও কোনো দলই মুমিনুল হককে কিনতে আগ্রহ দেখায়নি। এত করে টানা দুই সংস্করণ তাঁর না থাকার সম্ভাবনাই জেগেছিল। তবে গতকাল টুর্নামেন্টের মাঝপথে এসে তাঁকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। 

মুমিনুলকে দলে নেওয়ার বিষয়টি নিজেদের ফেসবুক পেজে নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। সর্বশেষ ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার। সেবার চ্যাম্পিয়নদের হয়ে ৪ ম্যাচে করেছিলেন ৬৯ রান। সর্বোচ্চ ছিল ৩০। আর সবশেষ সংস্করণের ড্রাফট থেকে কোনো দলই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। 

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল। সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে কমই দেখা যায়। মূলত টেস্ট বিশেষজ্ঞ হিসেবেই জাতীয় দলে দেখা যায় বাংলাদেশের হয়ে দীর্ঘতম সংস্করণে সর্বোচ্চ ১২ সেঞ্চুরির মালিককে। 

টেস্টের বাইরে মুমিনুলের সীমিত ওভারের ক্রিকেটে খেলার সুযোগ মেলে ঢাকা প্রিমিয়ার লিগের টুর্নামেন্ট শুরু হলে। বিপিএলের মাঝপথে দল পেলেও খেলার সুযোগ মিলবে কি না, তা নিয়ে অবশ্য শঙ্কা রয়েছে। তবে যে কয়টা ম্যাচেই সুযোগ পান না কেন, নিজেকে নিশ্চয়ই প্রমাণ করাতে চাইবেন ৩২ বছর বয়সী ব্যাটার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত