ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে প্রথমবার ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। সেদিন অশ্রুসিক্ত হয়ে আলোচনায় এসেছিলেন আজম সিদ্দিকী। তাঁর আরেকটা পরিচয়, তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির নারী ক্রিকেটার বিসমা আমজাদের চিকিৎসা নিয়ে একটি পোস্ট করে আবার আলোচনায় তিনি।
গত অক্টোবরে করাচিতে অনুশীলনের সময় মাথায় আঘাত পান বিসমা। এরপর দ্রুতই তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। শোনা যায়, হাসপাতালে নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাঁর মেডিকেল খরচ দিতে রাজি হননি! এমন খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, পিসিবি একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে বিসমার সুস্থতার পাশাপাশি চিকিৎসার খরচও বহন করছে।
বিসমার চিকিৎসা নিয়ে আজম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি পিসিবির চেয়ারম্যান রমিজ রাজাকে অনুরোধ জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় ক্রিকেটার বিসমা আমজাদের চিকিৎসার ব্যবস্থা করুন। যদি পাকিস্তানের জার্সি পরা কেউ অসহায় হয়, এর অর্থ হলো পুরো জাতিই অসহায়। প্রয়োজনে বাবর আজম বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলে যে ম্যাচ ফি পেয়েছেন, তা খরচ করা হোক ওই নারী ক্রিকেটারের চিকিৎসায়।’
পরে এক ভিডিও বার্তায় চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিসমা। পাকিস্তানের নারী ক্রিকেট দলের এই খেলোয়াড় জানান, তিনি অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছিলেন। পরে পিসিবির কর্মকর্তারা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ভালো আছেন জানিয়ে বিসমা বলেছেন, ‘আমি বর্তমানে ভালো অনুভব করছি। পিসিবি আমাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে।’
বিশ্বকাপে প্রথমবার ভারতের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। সেদিন অশ্রুসিক্ত হয়ে আলোচনায় এসেছিলেন আজম সিদ্দিকী। তাঁর আরেকটা পরিচয়, তিনি পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির নারী ক্রিকেটার বিসমা আমজাদের চিকিৎসা নিয়ে একটি পোস্ট করে আবার আলোচনায় তিনি।
গত অক্টোবরে করাচিতে অনুশীলনের সময় মাথায় আঘাত পান বিসমা। এরপর দ্রুতই তাঁকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়। শোনা যায়, হাসপাতালে নেওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা তাঁর মেডিকেল খরচ দিতে রাজি হননি! এমন খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানায়, পিসিবি একটি দায়িত্বশীল সংস্থা হিসেবে বিসমার সুস্থতার পাশাপাশি চিকিৎসার খরচও বহন করছে।
বিসমার চিকিৎসা নিয়ে আজম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি পিসিবির চেয়ারম্যান রমিজ রাজাকে অনুরোধ জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে জাতীয় ক্রিকেটার বিসমা আমজাদের চিকিৎসার ব্যবস্থা করুন। যদি পাকিস্তানের জার্সি পরা কেউ অসহায় হয়, এর অর্থ হলো পুরো জাতিই অসহায়। প্রয়োজনে বাবর আজম বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলে যে ম্যাচ ফি পেয়েছেন, তা খরচ করা হোক ওই নারী ক্রিকেটারের চিকিৎসায়।’
পরে এক ভিডিও বার্তায় চিকিৎসা নিয়ে বিস্তারিত জানিয়েছেন বিসমা। পাকিস্তানের নারী ক্রিকেট দলের এই খেলোয়াড় জানান, তিনি অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছিলেন। পরে পিসিবির কর্মকর্তারা তাঁকে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে ভালো আছেন জানিয়ে বিসমা বলেছেন, ‘আমি বর্তমানে ভালো অনুভব করছি। পিসিবি আমাকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছে।’
২০২৪-২৫ মৌসুমের আবুধাবি টি-টেন বাংলা টাইগার্স শুরু করেছিল জোড়া হারে। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগার্স। মরুর দেশে টানা দুই ম্যাচ সাকিবরা জিতলেন হেসেখেলে।
৭ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, টেস্ট ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
৮ ঘণ্টা আগেঅ্যান্টিগায় বাংলাদেশের বোলাররা তো চেষ্টার ত্রুটি রাখেননি। তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজদের বোলিংয়ে একটু হলেও চাপে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু বাংলাদেশের ব্যাটিং-বোলিং দুটিই একসঙ্গে ‘ক্লিক’ খুব কম সময়েই করে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে গুরুত্বপূর্ণ সময়ে হতাশ করেছেন
৯ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ১৮১ রানে পিছিয়ে থেকেও গতকাল ৯ উইকেটে ২৬৯ রানে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ দল। তারপরই অনেক আলোচনা-সমালোচনা টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে। তাসকিন আহমেদ ১১ ও শরীফুল ইসলাম ছিলেন ৫ রানে অপরাজিত। অনেকেই মনে করেছেন, বাংলাদেশ শেষ উইকেটে হয়তো আরও কিছু রান যোগও করতে পারত।
৯ ঘণ্টা আগে