ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তিন ম্যাচ খেলেই আইসিসির মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন ম্যাককেয়ন। ক্যারিয়ারের প্রথম মাসেই আইসিসির মাসসেরা মনোনয়ন পেয়েছেন ফ্রান্সের ১৮ বছর বয়সী এই তরুণ ওপেনার। মাসসেরা হওয়ার দৌড়ে ম্যাককেয়নের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো ও প্রবাথ জয়সুরিয়া। গতকাল আইসিসি জুলাই মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা এই তিন ক্রিকেটারের নাম জানিয়েছে। তবে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় জিদানের দেশের সেই সেই তরুণ।
টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাককেয়নের। সেই ম্যাচে ৫৪ বলে ৭৬ রান করে সাড়া ফেলেছিলেন। এই ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। চার দিনের ব্যবধানে গড়েন আরেকটি বিশ্ব রেকর্ড।
টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ফ্রান্সের বিস্ময় তরুণ ম্যাককেয়ন। টি-টোয়েন্টিতে অভিষেকের পর প্রথম ৩টি ইনিংসে ম্যাককেয়ন করেন ২৮৬ রান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান । পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এরপর নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে করেন ১০১ রান।
ক্যারিয়ারে প্রথম তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাককেয়নের চেয়ে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙেছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম তিন টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান।
জুলাই মাসটা দুর্দান্ত গেছে বেয়ারস্টোরও। ভারতের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের কারণে আইসিসির সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা পেয়েছেন; যে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন এই ইংলিশ ব্যাটার।
এদিকে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন প্রবাথ। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ১২ উইকেট নিয়েছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানে হারায় লঙ্কানরা। প্রবাথ পাকিস্তানের বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন এই লঙ্কান স্পিনার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র তিন ম্যাচ খেলেই আইসিসির মাসসেরার তালিকায় জায়গা পেয়েছেন ম্যাককেয়ন। ক্যারিয়ারের প্রথম মাসেই আইসিসির মাসসেরা মনোনয়ন পেয়েছেন ফ্রান্সের ১৮ বছর বয়সী এই তরুণ ওপেনার। মাসসেরা হওয়ার দৌড়ে ম্যাককেয়নের সঙ্গে আছেন জনি বেয়ারস্টো ও প্রবাথ জয়সুরিয়া। গতকাল আইসিসি জুলাই মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে থাকা এই তিন ক্রিকেটারের নাম জানিয়েছে। তবে এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় জিদানের দেশের সেই সেই তরুণ।
টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাককেয়নের। সেই ম্যাচে ৫৪ বলে ৭৬ রান করে সাড়া ফেলেছিলেন। এই ম্যাচেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি। চার দিনের ব্যবধানে গড়েন আরেকটি বিশ্ব রেকর্ড।
টি-টোয়েন্টি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন ফ্রান্সের বিস্ময় তরুণ ম্যাককেয়ন। টি-টোয়েন্টিতে অভিষেকের পর প্রথম ৩টি ইনিংসে ম্যাককেয়ন করেন ২৮৬ রান। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৫৪ বলে করেছিলেন ৭৬ রান । পরে সুইসদের বিপক্ষে ৬১ বলে করেন ১০৯। এরপর নরওয়ের বিপক্ষে ৫টি চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে করেন ১০১ রান।
ক্যারিয়ারে প্রথম তিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাককেয়নের চেয়ে বেশি রান আর কেউ করেননি। তিনি ভেঙেছেন পর্তুগালের আজহার আনদানির রেকর্ড। আনদানি ক্যারিয়ারের প্রথম তিন টি-টোয়েন্টিতে করেছিলেন ২২৭ রান।
জুলাই মাসটা দুর্দান্ত গেছে বেয়ারস্টোরও। ভারতের বিপক্ষে খেলা একমাত্র টেস্টের কারণে আইসিসির সংক্ষিপ্ত এই তালিকায় জায়গা পেয়েছেন; যে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন এই ইংলিশ ব্যাটার।
এদিকে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন প্রবাথ। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে ১২ উইকেট নিয়েছেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানে হারায় লঙ্কানরা। প্রবাথ পাকিস্তানের বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছিলেন এই লঙ্কান স্পিনার।
দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।
৬ ঘণ্টা আগেরাজিন সালেহের অধীনে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) চ্যাম্পিয়ন হয়েছিল পূর্বাঞ্চল। এবার তাঁর অধীনে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) প্রথমবারের মতো শিরোপা জয়ের সুবাস পাচ্ছে সিলেট বিভাগ।
৬ ঘণ্টা আগেবিহারের ছোট্ট এক গ্রাম থেকে উঠে আসা ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে ১ কোটি ১০ লাখ রুপিতে কিনে হইচই ফেলে দিয়েছে রাজস্থান রয়্যালস। জেদ্দায় আজ আইপিএলের মেগা নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম এই বৈভব। আইপিএল নিলামে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি। সেটিও আবার কোটি রুপিতে।
৬ ঘণ্টা আগেধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
৭ ঘণ্টা আগে