নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠের ছন্দের পাশাপাশি বাইরের বিতর্ক, দুই মিলিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিমত করার মানুষ নগণ্যই হওয়ার কথা। কয়েক বছর ধরে বিতর্কের আবরণে ক্রিকেটার পরিচয়টা করছিল হাঁসফাঁস। স্পষ্ট করে বললে, আওয়ামী লীগের নমিনেশনপত্র নেওয়ার পর থেকে সাকিব প্রসঙ্গে সমর্থকেরা দ্বিখণ্ড।
কথায় বলে, ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ ছাত্রজীবনে সাকিবও হয়তো পড়েছেন ভাবসম্প্রসারণটি, সেটি বাস্তব জীবনে কাজে লাগাননি! রাজনীতির মাঠের সাকিবকে গ্রহণ করেননি মানুষ। একরোখা মনোভাব নিয়ে অনেক কিছুতেই সফল হয়েছেন, কিন্তু গণমানুষের তোপের মুখে রাজনীতির ব্যর্থতা দেখেছেন শুরুতেই। এবার গার্মেন্টসকর্মী হত্যা মামলাও জুড়ল তাঁর বিরুদ্ধে।
সাকিবও হয়তো বুঝতে শুরু করেছেন, ক্রিকেটই তাঁর শেকড়, সেখান থেকেই শিখরে তিনি। আজ সাকিবের শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছেন সমর্থকেরা, নির্দলীয় হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বোল তুললেন, ‘সাকিব হত্যা করতে পারে না। মামলা থেকে তাঁকে খালাস দেওয়া হোক।’
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ১৫ রানে আউট হয়েছিলেন সাকিব। চতুর্থ দিন পর্যন্ত ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। কিন্তু পঞ্চম দিনে স্পিনারদের জন্য এমন দুর্বোধ্য উইকেটে সাকিব ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিজাদু দৃশ্যপট বদলে দেয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই ফেরালেন সাকিব। পঞ্চম উইকেটে আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন।
শফিককে ফিরিয়ে ৩৭ রানের জুটি ভেঙে দলকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন সাকিব। শেষ দিকে ফেরালেন নাসিম শাহকে। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা এখন ৭০৭। বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
এত বিতর্কের চাপের মাঝেও সাকিব করে দেখালেন, ‘বন্যরা বনে সুন্দর, সাকিব সুন্দর ক্রিকেট মাঠে।’ যেটি দেখে অভিভূত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘যখন দেশের হয়ে মাঠে নামেন, আমি যতটুকু বুঝি, অনেক নিবেদিত একজন মানুষ। দলের জেতার জন্য যা যা করা দরকার সবকিছুই করেন। সবকিছু-ব্যক্তিগত জীবন সরিয়ে কীভাবে ভালো করা যায়, সেদিকে নজর দেওয়া। দল ও একজন জুনিয়র ক্রিকেটারকে কীভাবে সহায়তা করতে পারি, এ জিনিসগুলো উনি খুবই আলাদাভাবে করতে পারেন। এ রকম একটা অবস্থার মধ্যে থেকেও এমন পারফরম্যান্স করা, দলে এ রকম প্রভাব রাখা, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ...। তার কাছে আমরা এ রকমই আশা করি। শেষ ম্যাচেও এ রকমই আশা করব।’
মাঠের ছন্দের পাশাপাশি বাইরের বিতর্ক, দুই মিলিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিমত করার মানুষ নগণ্যই হওয়ার কথা। কয়েক বছর ধরে বিতর্কের আবরণে ক্রিকেটার পরিচয়টা করছিল হাঁসফাঁস। স্পষ্ট করে বললে, আওয়ামী লীগের নমিনেশনপত্র নেওয়ার পর থেকে সাকিব প্রসঙ্গে সমর্থকেরা দ্বিখণ্ড।
কথায় বলে, ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’ ছাত্রজীবনে সাকিবও হয়তো পড়েছেন ভাবসম্প্রসারণটি, সেটি বাস্তব জীবনে কাজে লাগাননি! রাজনীতির মাঠের সাকিবকে গ্রহণ করেননি মানুষ। একরোখা মনোভাব নিয়ে অনেক কিছুতেই সফল হয়েছেন, কিন্তু গণমানুষের তোপের মুখে রাজনীতির ব্যর্থতা দেখেছেন শুরুতেই। এবার গার্মেন্টসকর্মী হত্যা মামলাও জুড়ল তাঁর বিরুদ্ধে।
সাকিবও হয়তো বুঝতে শুরু করেছেন, ক্রিকেটই তাঁর শেকড়, সেখান থেকেই শিখরে তিনি। আজ সাকিবের শরীরী ভাষায় ছিল জয়ের ক্ষুধা, দায়িত্ববোধ আর প্রতিপক্ষের ওপর আক্রমণাত্মক থাবা। মনোযোগটা ক্রিকেটে ফেরাতেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় দেখেছেন সমর্থকেরা, নির্দলীয় হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বোল তুললেন, ‘সাকিব হত্যা করতে পারে না। মামলা থেকে তাঁকে খালাস দেওয়া হোক।’
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে ১৫ রানে আউট হয়েছিলেন সাকিব। চতুর্থ দিন পর্যন্ত ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। কিন্তু পঞ্চম দিনে স্পিনারদের জন্য এমন দুর্বোধ্য উইকেটে সাকিব ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিজাদু দৃশ্যপট বদলে দেয়। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা সৌদ শাকিলকে রানের খাতা খোলার আগেই ফেরালেন সাকিব। পঞ্চম উইকেটে আবদুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন।
শফিককে ফিরিয়ে ৩৭ রানের জুটি ভেঙে দলকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন সাকিব। শেষ দিকে ফেরালেন নাসিম শাহকে। তাতে ক্রিকেট ইতিহাসে সফলতম বাঁহাতি স্পিনারের তালিকায় শীর্ষস্থানে নাম লেখালেন সাকিব। ড্যানিয়েল ভেট্টোরির চেয়ে ২ উইকেট পিছিয়ে থেকে রাওয়ালপিন্ডিতে খেলতে নেমেছিলেন।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়ে ৪৮২ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা এখন ৭০৭। বাঁহাতি স্পিনারদের মধ্যে যা সর্বোচ্চ। ৪৯৮ ইনিংসে ৭০৫ উইকেট নিউজিল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ভেট্টোরির।
এত বিতর্কের চাপের মাঝেও সাকিব করে দেখালেন, ‘বন্যরা বনে সুন্দর, সাকিব সুন্দর ক্রিকেট মাঠে।’ যেটি দেখে অভিভূত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘যখন দেশের হয়ে মাঠে নামেন, আমি যতটুকু বুঝি, অনেক নিবেদিত একজন মানুষ। দলের জেতার জন্য যা যা করা দরকার সবকিছুই করেন। সবকিছু-ব্যক্তিগত জীবন সরিয়ে কীভাবে ভালো করা যায়, সেদিকে নজর দেওয়া। দল ও একজন জুনিয়র ক্রিকেটারকে কীভাবে সহায়তা করতে পারি, এ জিনিসগুলো উনি খুবই আলাদাভাবে করতে পারেন। এ রকম একটা অবস্থার মধ্যে থেকেও এমন পারফরম্যান্স করা, দলে এ রকম প্রভাব রাখা, বিশেষ করে বোলিংয়ে। অসাধারণ...। তার কাছে আমরা এ রকমই আশা করি। শেষ ম্যাচেও এ রকমই আশা করব।’
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে