নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩৭ তম জন্মদিনটা সাকিব আল হাসান রাঙিয়েছেন নিজের মতো করে। ব্যাটিং-বোলিংয়ে করেছেন অলরাউন্ড পারফরম্যান্স। তাঁর এমন অলরাউন্ড পারফরম্যান্সে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতেছে হেসেখেলে। অন্যদিকে তামিম ইকবাল দারুণ খেললেও তাঁর দল প্রাইম ব্যাংক জয়ের মুখ দেখেনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শেখ জামাল খেলেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুন ঝোড়ো শুরু এনে দেন। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। ৪ ওভারেই ১ উইকেটে ৩৭ রান তুলে ফেলে দলটি। যেখানে চতুর্থ ওভারের শেষ বলে মামুনের উইকেট তুলে নেন শফিকুল ইসলাম। উইকেটের পেছনে ক্যাচ ধরেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। ঝোড়ো শুরুর ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেনি রূপগঞ্জ। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করেছে তারা। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন সালমান হোসেন ইমন। ৯ নম্বরে নেমে ৮৭ বল খেলে ৪ চার ও ৩ ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন আসাদুল্লাহ আল গালিব। তিনি ব্যাটিং করেছেন ৮ নম্বরে। শেখ জামালের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও জিয়াউর রহমান। সাকিব ১০ ওভারে ৪৭ রানে নেন ১ উইকেট।
২২৯ রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় শেখ জামালের। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে সৈকত আলীকে এলবিডব্লুর ফাদে ফেলেন আরিফুল জনি। শেখ জামাল ওপেনার সৈকত করেন ১০ বলে ১৫ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার সাইফ হাসানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ২০ তম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ আবু হাশিম। ৪৯ বলে ৪ চারে ৩৪ রান করেন সাকিব। সাকিবের পর সাইফ হাসান, নুরুল হাসান সোহান এই দুই ব্যাটারও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ১ উইকেটে ১০৯ রান থেকে মুহূর্তেই শেখ জামালের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১৪৫ রান। ২৭.১ ওভারে চতুর্থ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। পঞ্চম উইকেটে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও ফজলে মাহমুদ রাব্বি। তাতে ৪৪.৩ ওভারে ৪ উইকেটে ২২৯ রান করে ফেলে শেখ জামাল। ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফজলে মাহমুদ। ৮৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৯ রানের ইনিংসই শেখ জামালের সর্বোচ্চ ইনিংস।
অন্যদিকে এবারের ডিপিএলে প্রথম হার দেখল তামিমের প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাটিং পেয়ে ৪৯.১ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন তামিম। ৮৮ বলের ইনিংসে ৬ চার মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন অলোক কাপালি। ৪৪ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মেরে অপরাজিত ছিলেন। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই বোলার ৯.১ ওভার বোলিং করে ২৪ রানে ৪ উইকেট নেন তিনি।
তামিমদের হার ও সাকিবদের জয়ের দিনে জিতল আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫২ রানে হারিয়েছে আবাহনী। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আবাহনী ৭ উইকেটে করেছে ২১৭ রান। রান তাড়া করতে নেমে ৪০.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। ৫ ম্যাচের ৫ টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী।
৩৭ তম জন্মদিনটা সাকিব আল হাসান রাঙিয়েছেন নিজের মতো করে। ব্যাটিং-বোলিংয়ে করেছেন অলরাউন্ড পারফরম্যান্স। তাঁর এমন অলরাউন্ড পারফরম্যান্সে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতেছে হেসেখেলে। অন্যদিকে তামিম ইকবাল দারুণ খেললেও তাঁর দল প্রাইম ব্যাংক জয়ের মুখ দেখেনি।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ শেখ জামাল খেলেছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে। টস জিতে প্রথমে ব্যাটিং নেন রূপগঞ্জ অধিনায়ক ফরহাদ হোসেন। দলটির ওপেনার আব্দুল্লাহ আল মামুন ঝোড়ো শুরু এনে দেন। ১৭ বলে ২ চার ও ২ ছক্কায় করেন ৩০ রান। ৪ ওভারেই ১ উইকেটে ৩৭ রান তুলে ফেলে দলটি। যেখানে চতুর্থ ওভারের শেষ বলে মামুনের উইকেট তুলে নেন শফিকুল ইসলাম। উইকেটের পেছনে ক্যাচ ধরেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। ঝোড়ো শুরুর ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেনি রূপগঞ্জ। ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রান করেছে তারা। ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন সালমান হোসেন ইমন। ৯ নম্বরে নেমে ৮৭ বল খেলে ৪ চার ও ৩ ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন আসাদুল্লাহ আল গালিব। তিনি ব্যাটিং করেছেন ৮ নম্বরে। শেখ জামালের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও জিয়াউর রহমান। সাকিব ১০ ওভারে ৪৭ রানে নেন ১ উইকেট।
২২৯ রান তাড়া করতে নেমে দলীয় ১৫ রানেই উদ্বোধনী জুটি ভেঙে যায় শেখ জামালের। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে সৈকত আলীকে এলবিডব্লুর ফাদে ফেলেন আরিফুল জনি। শেখ জামাল ওপেনার সৈকত করেন ১০ বলে ১৫ রান। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সাকিব। ওপেনার সাইফ হাসানের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ২০ তম ওভারের দ্বিতীয় বলে সাকিবকে ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ আবু হাশিম। ৪৯ বলে ৪ চারে ৩৪ রান করেন সাকিব। সাকিবের পর সাইফ হাসান, নুরুল হাসান সোহান এই দুই ব্যাটারও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেন। ১ উইকেটে ১০৯ রান থেকে মুহূর্তেই শেখ জামালের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১৪৫ রান। ২৭.১ ওভারে চতুর্থ উইকেট পড়ার পর ব্যাটিংয়ে নামেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি। পঞ্চম উইকেটে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও ফজলে মাহমুদ রাব্বি। তাতে ৪৪.৩ ওভারে ৪ উইকেটে ২২৯ রান করে ফেলে শেখ জামাল। ৩৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফজলে মাহমুদ। ৮৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৬৯ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৯ রানের ইনিংসই শেখ জামালের সর্বোচ্চ ইনিংস।
অন্যদিকে এবারের ডিপিএলে প্রথম হার দেখল তামিমের প্রাইম ব্যাংক। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথমে ব্যাটিং পেয়ে ৪৯.১ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় প্রাইম ব্যাংক। ইনিংস সর্বোচ্চ ৫৪ রান করেন তামিম। ৮৮ বলের ইনিংসে ৬ চার মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন অলোক কাপালি। ৪৪ বলের ইনিংসে ৩টি করে চার ও ছক্কা মেরে অপরাজিত ছিলেন। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে ফেলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ২১ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন আব্দুল গাফফার সাকলাইন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই বোলার ৯.১ ওভার বোলিং করে ২৪ রানে ৪ উইকেট নেন তিনি।
তামিমদের হার ও সাকিবদের জয়ের দিনে জিতল আবাহনী। বিকেএসপির চার নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫২ রানে হারিয়েছে আবাহনী। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া আবাহনী ৭ উইকেটে করেছে ২১৭ রান। রান তাড়া করতে নেমে ৪০.৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। ৫ ম্যাচের ৫ টিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী।
এভাবেও ফিরে আসা যায়—পার্থে ভারতের ঘুরে দাঁড়ানো দেখে যেকোনো ক্রিকেটপ্রেমীরই এই গান মনে পড়বে। প্রথম ইনিংসে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে করেছে রানের পাহাড়। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি করেছেন সেঞ্চুরি। পার্থ টেস্ট জিততে অস্ট্রেলিয়ার এখন করতে হবে অলৌকিক কিছুই।
১ ঘণ্টা আগেস্কয়ার লেগ দিয়ে চার মারলেন বিরাট কোহলি। কিছু মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন বিরাট কোহলি। একটু পর বুঝতে পারলেন তাঁর সেঞ্চুরির ঘটনা। তিন অঙ্ক ছোঁয়ার পর ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন। তাতে ছাড়িয়ে গেলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্রাডম্যানকে।
২ ঘণ্টা আগেমিরপুরে গত কয়েক দিন ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। ‘ক্লোজড ডোর’ অনুশীলনের কারণে সিরিজের পরিকল্পনা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। বিসিবি একাডেমি মাঠে আলাদা ব্যবস্থা থাকলেও গতকাল সফরকারীরা আইরিশরা শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন...
৩ ঘণ্টা আগেকোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
৩ ঘণ্টা আগে